যখন কেউ কিছু নিয়ে অনেক চিন্তা করে ,অনেক প্রশ্ন করে ,খুটিঁয়ে খুটিঁয়ে দেখে তখন আমরা কিন্তু সচরাচর
বলে থাকিকী গবেষণা করছে ?”

এতেই আমরা বুঝে যায় গবেষণার সংজ্ঞা কি হতে পারে । গবেষণা রাতারাতি ঘটে যাওয়া একটা বিষয় না। লেগে থাকার বিষয়। বিভিন্ন বিষয় নিয়েই গবেষণার কাজ শুরু করা যায়। তবে গবেষণার একমাত্র উদ্দেশ্য নতুন কিছু আবিষ্কার। আমাদের সবারই কিছুনা কিছু নির্দিষ্ট বিষয় থাকে যেখানে আমরা আগ্রহী। সে ক্ষেত্রে বলতে গেলে আপনার আগ্রহের বিষয় বেছে নেন যেটি সম্পর্কে আপনি আরও জানতে চান। তাহলে কাজ করতে ভাল লাগবে । আমাদের যারা বুঝে উঠতে পারি না কি বিষয় নিয়ে ঠিক গবেষণা শুরু করব। তাহলে সে ক্ষেত্রে অনেক পড়াশোনা করতে হবে । যখন অনেক বিষয়ের সংস্পর্শে আসব তখন নতুন নতুন সম্ভাবনার দার উন্মোচন হবে আমাদের মস্তিষ্কে । আমাদের সবারই কিছুনা কিছু নির্দিষ্ট বিষয় থাকে যেখানে আমরা আগ্রহী। সে ক্ষেত্রে বলতে গেলে আপনার আগ্রহের বিষয় বেছে নেন যেটি সম্পর্কে আপনি আরও জানতে চান। তাহলে কাজ করতে ভাল লাগবে ।

এখানে একটি সমস্যা রয়েছে । এখন আপনি যে বিষয় নির্ধারণ করেছেন সেটি যদি পূর্বেই কেউ হস্তক্ষেপ করে প্রকাশ করে তাহলে আপনার গবেষণা বৃথা। এক্ষেত্রে আপনি নিম্নের জার্নাল সমূহের সাহায্য নিতে পারেন:

  • Research gate
  • Google Scholar
  • www.jstor.org.com
  • www.onlinelibrary.wildey.com
  • www.ncbi.nlm.nin.gov/pubmed

উক্ত ওয়েবসাইটের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার বাছাইকৃত গবেষণার বিষয়ে পূর্বেই কেউ গবেষণা প্রকাশ করেছে কি না।

গবেষণা সম্পর্কে বিস্তর ধারণা পেতে গবেষকের সাহায্যকারী হিসেবে ও কাজ করতে পারি । তাছাড়া অনেক
পত্রিকা, বই, গবেষণাপত্র পড়তে হবে এইটা প্রধান শর্ত। ফেসবকেুকে বিভিন্ন গ্রুপে বিদেশে অধ্যয়নরত দেশের শিক্ষার্থীদের কাছে ও আমরা সাহায্য নিতে পারি । একটি সঠিক গাইডলাইন সবার কাম্য।গবেষণার ক্ষেত্রে সরকারি মাধ্যম পাঠ তাছাড়া

  • Udemy
  • JulHSC YouTube channel
  • Jalal’s dream
  • Be Researcher BD
  • Ashorul Islam YouTube channel
  • Linkwith Research and Training Center Facebook group

আপনার হাতে খড়ির গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে । আপনি যখন আপনার গবেষণা স্বল্প শব্দের মাধ্যমে প্রকাশ করতে পারবেন তখন বঝুবেন আপনি সঠিক দিকে যাচ্ছেন। অনেক সময় কেটে যায় গবেষণার ক্ষেত্রে ।যেখানে আমরা নিজেরাই নিজেদের বস। সে ভাবেই কাজ করতে হয়। বিশ্বের বিভিন্ন দেশে এমন দেখা যায় গবেষণার শেষপ্রান্তে এসে ও ফলাফল ভুল আসাই বাতিল হয়ে যায়। তবে আমাদের দেশের ইতিহাসে এখন কোনো কোনো গবেষণা “Approve” হয়নি এমন হয়নি ।

অনেকত গবেষণা করলেন এখন সেগুলো প্রকাশ করতে ত হবে ,তাই না! প্রকাশের ক্ষেত্রে নিউমারিক কোড আছে এমন জার্নালে প্রকাশ করতে হবে । গবেষণা প্রকাশের ক্ষেত্রে লেখকের আর্থিক লাভ নেই। তবে গবেষণা প্রকাশের বিষয়টি তিনি তার সিভিতে যুক্ত করতে পারেন। এতে করে উচ্চশি ক্ষায় সহায়তা হবে কিংবা কারো বেতনের স্কিল বৃদ্ধি পাবে । গবেষণা নিয়ে এত পড়ে আপনার মনে গবেষণার কোনো আইডিয়া উঁকি দিচ্ছে না কি !

 

To get more content, click here.

Writer,

Rumman Bente Razzaque

Intern, Content Writing Department,

YSSE.