সানবার্নের কারণে আমাদের মুখের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। গরমকালে এটা প্রায় সবার সাথেই হয়ে থাকে। মুখের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে এবং ব্রণ প্রতিরোধসহ আরও বিভিন্ন কারণে আমরা ত্বকের যত্নে বরফ ব্যবহার করতে পারি। এছাড়াও ত্বকের ডেড স্কিন দূর করার জন্য কোনো কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার করার চেয়ে দুধ দিয়ে আইসকিউব বানিয়ে তা ব্যবহার করা উত্তম। দুধে থাকা ল্যাক্টিক অ্যাসিড যা ডেড স্কিন দূর করে স্কিন পরিষ্কার করে ফলে ত্বক হয় মসৃণ, সতেজ এবং উজ্জ্বল। 

চলুন জেনে নেওয়া যাক, ত্বকে বরফ লাগানোর ৫টি উপকারিতা।

) উজ্জ্বল সতেজ ত্বকঃ  

উজ্জ্বল সতেজ ত্বক পাওয়ার সুপ্তবাসনা আমাদের সকলেরই থাকে। উজ্জ্বল ত্বক পেতে হলে নামীদামী ব্র্যান্ডের প্রোডাক্টই লাগবে এমন কোনো কথা নেই। বাড়িতে বসেই প্রতিদিন নিতে পারেন নিজের ত্বকের যত্ন! কীভাবে

এক টুকরো বরফই বদলে দিবে আপনার ত্বক। শুষ্ক ত্বক ফিরে পাবে আপন ছন্দ। বরফের টুকরো মুখে গলায় বৃত্তাকারে লাগাবেন এতে ত্বকে রক্ত সঞ্চালন বাড়বে। পাশাপাশি অক্সিজেনের মাত্রা ঠিক হবে, প্রয়োজনীয় পুষ্টি, ভিটামিনে ভরপুর ত্বককে দেখাবে সতেজ উজ্জ্বল।

২) রোদে পোড়া দাগ দূর করতেঃ

বরফের আরেকটি উপকারিতা হচ্ছে প্রদাহ নিরসন করা। অনেকক্ষণ বাহিরে থাকলে আমাদের মুখ রোদে পুড়ে যায়। ফলে কালো ছোপ ছোপ দাগ বসে যায়। দাগ পরবর্তীতে যেতে বেশ সময় নেয়। 

তাই এটিকে প্রতিরোধ করতে বাহির থেকে এসে সাথে সাথেই বরফ ত্বকে ঘষে নিতে হবে। এতে ত্বকে কালসিটে দাগ সহজে পরবে না। ত্বকের লালচে ভাব এবং প্রদাহ দূর করতে নিয়মিত বরফ ব্যবহার করুন। সানবার্ন ত্বক ঠিক করতে বরফ ভালো কাজ করে।

৩) চুলকানি, ঘামাচি এবং ব্রণ প্রতিরোধঃ 

যারা অনেকদিন ব্রণের সমস্যায় ভুগছেন তারা এই সাধারণ ঘরোয়া টোটকাটি অনুসরন করে দেখতে পারেন। অতিরিক্ত তেল নিঃসরণের ফলে আমাদের মুখে ব্রণ দেখা দেয়। আমরা যেহেতু সমস্যাটি বুঝতে পারলাম এখন আমাদের চেষ্টা করতে হবে এই তৈলাক্তভাবটা মুখ থেকে বিদায় করতে। আর প্রক্রিয়ায় আমাদের সাহায্য করতে পারে বরফ। 

আইসকিউবের ব্যবহার মুখের তেল নিঃসরণ কমিয়ে দেয়। ব্রণের ফলে মুখে গরম ভাব বা জ্বালা হয়, বরফ ত্বকে ঘষলে তা থেকেও নিস্তার পাওয়া যায়। ব্রণের ব্যথা এবং ফোলা কমাতেও সাহায্য করে। এর ফলে ত্বকে ব্রণের পরিমাণ কমে আসে। নিয়মিত ব্যবহারে চিরতরে চলেও যেতে পারে।

তাছাড়া গরমে চুলকানি ঘামাচি হওয়া একটি সাধারণ সমস্যা। সমস্যাগুলো প্রতিরোধ করতে আইসকিউব ম্যাজিকের মতো কাজ করে।

৪) ডার্ক সার্কেলঃ 

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যার কাছে ডার্ক সার্কেল একটা দুঃসপ্নের মতো। যাই করেন না কেন এই শনির দশা আর পিছু ছাড়ছে না। পর্যাপ্ত ঘুমিয়েও কোনো উপকার পাচ্ছেন না। এখন এটা দূর করতে আইসকিউবের সাহায্য নিতে পারেন। 

প্রতিদিন ঘুমানোর আগে আইক্রিম চোখের নিচে বা যেকোনো ভালো ময়েশ্চারাইজার মুখে লাগিয়ে তার উপর বরফ ঘষে নিবেন কয়েক মিনিট। এতে প্রোডাক্টের কার্যকারিতা বাড়বে। কয়েক মাস এভাবে করে দেখতে পারেন। ডার্ক সার্কেলের সমস্যা ধীরে ধীরে কমে যাবে।

শসার রস এবং গোলাপ জল দিয়ে বানানো আইসকিউব সমস্যায় সুফল দেয়। অল্প গোলাপ জল ফুটিয়ে এর সাথে শসার রস মিশিয়ে নিতে হবে। ডিপ ফ্রিজে রেখে আইসকিউব বানিয়ে নিতে হবে। ব্যবহার করাকালীন চোখের নিচে ম্যাসাজ করে নিলেই হবে।

৫) মেকআপ ধরে রাখতে বরফের ভূমিকাঃ

মুখে প্রোডাক্ট ব্যবহার করার আগে এক টুকরো বরফ মুখে ঘষে নিলে ত্বক সতেজ থাকবে এবং সহজে ঘেমে গিয়ে সাজ নষ্ট হবে না। কারণ মুখে বরফ ঘষে নিলে লোমকূপ সংকুচিত হয়ে যায় এবং ত্বক শীতল এবং মসৃণ হয়ে মেকআপ বেশিক্ষণ ধরে রাখার উপযোগী হয়। তাই সাজসজ্জার আগে মুখে বরফ ব্যাবহার করুন এবং মেকআপকে করুন দীর্ঘস্থায়ী।

To read more blogs, click here

Writer:–

Hafsa Mahbuba

Intern, Content Writing Department

YSSE