মাত্রই পড়ে শেষ করেছেন নিজের পছন্দের তালিকা থেকে একটি বই। পড়া শেষে বইটি রাখতে যাবেন আপনার টেবিলে, কিন্তু টেবিলের অবস্থা দেখে আপনার চোখ ছানাবড়া! একের পর এক বই রাখতে রাখতে সেখানে বইয়ের স্তুপ গড়ে উঠেছে। বুকশেলফের দিকে তাকিয়ে দেখলেন সেখানে বই নেই-ই বলতে গেলে। বই যদি টেবিলেই রাখা লাগে তাহলে বুকশেলফের আর কাজ কি?
আজকের ব্লগে আমি লিখবো কীভাবে আপনার বইগুলি বুকশেলফে সাজিয়ে রাখবেন। এই পদ্ধতিগুলো অনুসরণ করে আপনিও বাড়িয়ে তুলতে পারবেন আপনার স্টাডি রুম কিংবা বসার ঘরের সৌন্দর্য শুধুমাত্র বুকশেলফে বই সাজানোর মাধ্যমেই! চলুন তাহলে কোমর বেঁধে আপনার বইগুলো স্তুপ থেকে তুলে নিন আর জেনে নিন কীভাবে সেগুলো বুকশেলফে রাখবেন:
১. বইগুলো রাখুন বর্ণানুক্রমে এবং শ্রেণি অনুসারে: বইয়ের এল্ফ্যাবেটিক্যাল অর্ডার (A-Z) মেইনটেইন করে কিংবা বইয়ের জনরা কিংবা শ্রেণি অনুসারেও আপনি বই সাজাতে পারেন।
যেমন: আপনার সংগ্রহে বাংলা ও ইংরেজি উপন্যাস, থ্রিলার, হরর, নন-ফিকশন, বিজ্ঞান এবং ধর্মীয় বিভিন্ন শ্রেণির বই থাকে তাহলে আপনি বইগুলো শ্রেণি অনুসারে সাজাতে পারেন। এক্ষেত্রে আপনি খুব সহজেই বুকশেলফ থেকে জনরা অনুসারে আপনার বই খুঁজে নিতে পারবেন।
২. তাকে বইয়ের সাথে রাখুন শো-পিস কিংবা চিত্রকর্ম: বুকশেলফে শুধুই যে বই রাখতে হবে তা কিন্তু না! চায়ের সাথে টা যেমন বিস্কুট চায়ের স্বাদকে আরো বাড়িয়ে দেয় ঠিক তেমনি বুকশেলফের তাকে বইয়ের সাথে শোপিস কিংবা চিত্রকর্ম বহুগুণে বাড়িয়ে দেয় শেলফের সৌন্দর্যকে। তাই আপনি চাইলে বইয়ের সাথে বুকশেলফের তাকে কয়েকটি শোপিস বা চিত্রকর্ম রাখতে পারেন।
৩. যা পড়েছেন এবং যা পড়েন নি: যেই বইগুলো ইতোমধ্যে পড়ে শেষ করেছেন তা এক তাকে এবং যেই বইগুলো এখনো আপনার পড়া বাকি তা অন্য আরেকটি তাকে রাখুন। এক্ষেত্রে আপনার বুঝতে সুবিধা হবে আপনার রিডিং লিস্ট থেকে কয়টি বই পড়া আপনি শেষ করেছেন এবং কি কি বই পড়া হয়নি।
৪. বইগুলো সাজান উচ্চতা অনুসারে: কিছু বই রয়েছে যেইগুলোর উচ্চতা বাকি বইগুলো অপেক্ষা বেশী। এই ধরণের বইগুলো অবশ্যই পাশাপাশি রাখার সময় মাঝখানের দিকে রাখা থেকে বিরত থাকবেন। এই বইগুলো তাকের এক প্রান্তে রাখবেন।
৫. হার্ডকাভার এবং পেপারব্যাক: হার্ডকাভার এর বইগুলো মূলত পেপারব্যাক বইগুলোর তুলনায় ভারী এবং মোটা হয়ে থাকে। এই কারণে আপনি যদি আপনার বইগুলো একটির উপর আরেকটি রাখেন তাহলে হার্ডকাভার বইয়ের ওজন পেপারব্যাকের ক্ষতিসাধন করতে পারে। তাই এই দুই প্রকার বই আলাদাভাবে রাখা ভালো।
৬. সাবধান থাকুন পোকামাকড়ের আক্রমণ থেকে: বইগুলো শেলফে তুলে রাখার পর এবার আপনার প্রথম কাজ বইগুলোকে পোকামাকড় এর হাত থেকে রক্ষা করার পদক্ষেপ নেওয়া। বই থেকে পোকামাকড় দূরে রাখতে আপনি বুকশেলফের তাকে রাখতে পারেন ন্যাপথলিন কিংবা পোকামাকড় নাশক।
ব্যস হয়ে গেলো বুকশেলফে আপনার বইগুলো সাজিয়ে নেওয়া! এবার তাকিয়ে দেখুন আপনার বুকশেলফের দিকে, দেখতে কেমন লাগছে? নিঃসন্দেহে সুন্দর। এখন এই নতুনরূপে সাজিয়ে তোলা বুকশেলফ আপনার রুমের শোভা বাড়িয়ে দিবে বহুগুণে।
To Read More Blogs, Click this link
Muhammad Mahadi Hasan
Intern
Content Writing Department
YSSE