কখনো ভেবে দেখেছেন, চাকরির বাজারে নিজেকে যোগ্য করে গড়ে তোলার জন্য কোন প্রস্তুতি আপনার আছে কিনা? প্রতিদিন হাজার হাজার গ্রাজুয়েট বের হচ্ছে, কিন্তু তাদের সবাই চাকরি পাচ্ছে না। কারণ অভাব রয়েছে বাস্তব দক্ষতার এবং প্রাকটিক্যাল এক্সপেরিয়েন্সের। তাই চিন্তা করুন, পিছিয়ে পড়ছেন না তো আবার?

পড়াশুনা শেষ করার পরপরই শুরু হয় চাকরির বাজারের এক যুদ্ধ। হুট করে বিশাল সমুদ্রের সামনে দাঁড়িয়ে পড়লে যেমন অদ্ভূত এক হাহাকার এসে ধাক্কা দেয়, তেমনটা হয় অচেনা চাকরির বাজারের সামনে দাঁড়িয়ে। পাল্টে যেতে দেখেন আপনার পরিচিত পৃথিবীটাকে। চাকরি নামক সোনার হরিণের পেছনে দৌড়। সেই দৌড়ে এগিয়ে থাকার জন্য চলতে থাকবে একের পর এক সিভি জমা দেওয়া। ঠিক তখনই অপেক্ষা করবে বিশাল এক ধাক্কা ‘অভিজ্ঞতা’। পুঁথিগত বিদ্যায় কেন্দ্রভূত শিক্ষা ব্যবস্থা চেয়ে বসবে আপনার সিভিতে অভিজ্ঞতা।

ঠিক তখনই আপনাকে দিশেহারা জীবনে দৃঢ়প্রত্যয়ের গল্প লেখতে পারে একটা সুযোগ; ‘অভিজ্ঞতা’ নামক গোলকধাঁধায় পথ দেখাতে পারে। হ্যাঁ, আমি কথা বলছি YSSE কে নিয়ে। সফট স্কিল সাথে স্ট্রাটেজিক দক্ষতা তৈরী করার পাশাপাশি অভিজ্ঞতার ঝুলি পরিপূর্ণ করার জন্য আশ্চর্য এক জাদুর থলেই বটে। প্রথমে চলুন YSSE সম্পর্কে একটু জেনে আসি।

YSSE কী?
২০১৫ সাল থেকেই YSSE (Youth School for Social Entrepreneur) যুবকদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। এটি একটি অ-লাভজনক যুব সংগঠন যা আপনার মধ্যে নেতৃত্ব, আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয়, সংকল্পবোধের মত ইতিবাচক গুণাবলির মাধ্যমে সমৃদ্ধ করতে চায় সমাজসেবা এবং উদ্ভাবনী চিন্তা নিয়ে।

তারই লক্ষে প্রতি ৪ মাস পরপর ভার্চুয়াল ইন্টার্নশীপ প্রোগ্রাম চালু করা হয়। এই ইন্টার্নশীপ প্রোগ্রাম চাকরির বাজারে আপনাকে দক্ষ এবং মানুষ হিসেবে চিন্তাশীল করে তুলবে সাথে সাথে বাস্তব অভিজ্ঞতার ঝুলিও সমৃদ্ধ করে তুলবে। ব্যক্তি হিসেবেও চিন্তাধারা, ভাবনাকে আরো উন্নত করে তুলবে।

কেন YSSE-এর ভার্চুয়াল ইন্টার্নশীপ প্রোগ্রামে যোগ দিবেন?

অভিজ্ঞতা অর্জনের সুযোগ: লিডারশীপ, কমিউনিকেশন স্কিল, টিম ওয়ার্ক, নেটওয়ার্কিং, প্রবলেম সলভিং এবং ক্রিটিকাল অ্যানালাইসিস এর মতো সময়োপযোগী ও প্রয়োজনীয় সফট স্কিলগুলোর বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে যা আধুনিক কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পেশাগত সংযোগ: অভিজ্ঞ পেশাজীবীদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে নিজেকে আরও দক্ষভাবে প্রস্তুত করার সুযোগ থাকবে।

বিনামূল্যের প্রশিক্ষণ: বিভিন্ন ফ্রি ট্রেইনিং ও লার্নিং সেশনে অংশগ্রহণ করে নানামুখী জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

সার্টিফিকেট ও রেফারেন্স: ইন্টার্নশিপ সফলভাবে সম্পন্ন করলে এবং দক্ষতার পরিচয় দিলে, YSSE থেকে একটি রিকমেন্ডেশন লেটার ও সার্টিফিকেট প্রদান করা হবে, যা ভবিষ্যতের চাকরি বা উচ্চশিক্ষার জন্য একটি মূল্যবান সংযোজন হিসেবে বিবেচিত হবে।

YSSE – ভার্চুয়াল ইন্টার্নশীপের বিভাগসমূহ:

সর্বমোট ৮টি বিভাগ আছে ইন্টার্নশীপ প্রোগ্রামের অধীনে। আপনার আগ্রহ, ইচ্ছা এবং ভবিষ্যত পরিকল্পনাকে মাথায় রেখে যুক্ত হতে পারেন যেকোন ১টি তে। বিভাগগুলো হচ্ছে:

  1. এডমিন এবং এইচআর ডিপার্টমেন্ট
  2. বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট
  3. কমিউনিকেশন ডিপার্টমেন্ট 
  4. কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট
  5. গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্ট 
  6. মার্কেটিং এবং পিআর ডিপার্টমেন্ট
  7. অপারেশন ম্যানাজমেন্ট ডিপার্টমেন্ট 
  8. ভিডিও এডিটিং ডিপার্টমেন্ট

আবেদনের শর্তাবলী:

  • বাংলাদেশের যেকোন বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষার্থী হতে হবে
  • বাংলা এবং ইংরেজি লেখায় দক্ষতা থাকতে হবে
  • মাইক্রোসফট অফিস টুল (Word, Excel, PowerPoint, Sheet) সম্পর্কে সাধারণ ধারণা থাকতে হবে
  • সমাজসেবামূলক কাজে আগ্রহী হতে হবে
  • কর্তব্যপরায়ণ হতে হবে এবং সময়ানুবর্তিতা থাকতে হবে
  • শেখার আগ্রহ এবং ইতিবাচক মানিসকতা থাকতে হবে

ভার্চুয়াল ইন্টার্নশীপের অংশ হিসেবে যেসব দায়িত্ব পালন করা লাগবে

  • YSSE কর্তৃক আয়োজিত ইভেন্ট, প্রকল্প, মিটিং এবং লার্নিং সেশনে নিয়মিত ও সময়মত অংশগ্রহণ নিশ্চিত করা
  • টিমের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা
  • সকলের সঙ্গে শ্রদ্ধাশীল ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করা
  • বিভিন্ন দলের সঙ্গে সমন্বয় করে সহযোগিতামূলকভাবে কাজ করার সক্ষমতা থাকা
  • প্রত্যেকটি দায়িত্ব নির্ধারিত সময়সীমার মধ্যে সঠিকভাবে সম্পন্ন করা
  • সংগঠনের কার্যক্রম ও উদ্দেশ্যকে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য প্ল্যাটফর্মে YSSE-এর প্রচার ও পরিচিতি বৃদ্ধিতে ভূমিকা রাখা

ইন্টার্নশীপের ধরণ:

এটি সম্পূর্ণভাবে রিমোট এবং আন-পেইড ইন্টার্নশীপ। শুধুমাত্র একটি ডিপার্টমেন্টে আপনি আবেদন করতে পারবেন।

মেয়াদকাল: ০৪ মাস
সাপ্তাহিক কর্মঘণ্টা: ২০ ঘণ্টা
আবেদনের শেষ সময়: ১০ই জুলাই, ২০২৫
রেজিষ্ট্রেশন ফর্ম:
https://ysseglobal.org/apply

ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পর্কে আরো বিস্তারিত জানতে,
ইমেইল এড্রেস : ysse.hrd@.gmail.com
কন্টাক্ট নাম্বার : ০১৭১৬২২২৫৩৭
YSSE এর ফেসবুক পেইজ লিংক : https://www.facebook.com/YSSEGlobal

দক্ষতা বৃদ্ধিতে আপনার যা কিছু প্রয়োজন তার সবই পাচ্ছেন YSSE-তে। সিদ্ধান্ত এখন আপনার। আপনি কি আপনার সময় কোন গঠনমূলক কাজে ব্যয় করতে চান নাকি সময়ের স্রোতে তা হারিয়ে ফেলতে চান! নিজেকে সময়ের সাথে মিলিয়ে উন্নত করতে আজই রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন।

এরকম আরো ব্লগ পড়তে, এখানে ক্লিক করুন

লেখক
এ.এইচ.এম.মুনাইমুল আজম
ইন্টার্ন, কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট
YSSE