দৈনন্দিন জীবনে ইন্টারনেট ব্রাউজিং এর জন্য আমরা কতো রকমের টুলসই না ব্যবহার করে থাকি। এই যেমন: গুগল ক্রোম, অপেরা মিনি, অ্যাপেলের সাফারি, ফায়ারফক্স ইত্যাদি। এই সবগুলোই বিদেশি বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানের ইন্টারনেট ব্রাউজার। নিরাপত্তা,গতি ও আকর্ষনীয় সব ফিচারের জন্য গুগল ক্রোম সবসময় থাকে আলোচনার শীর্ষে।
বাংলাদেশে এর গ্রাহক সংখ্যা নিতান্তই কম নয়। উল্লেখ্য, সবশেষে হিসাব অনুযায়ী বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারী ৫.১৬ বিলিয়ন। যা পৃথিবীর মোট জনসংখ্যার ৬৫ শতাংশ।
বাংলাদেশের প্রথম জাতীয় ব্রাউজার।
বৈশ্বিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বাংলাদেশে এই প্রথম তৈরি হয়েছে নিজস্ব মোবাইল ব্রাউজার “তর্জনী”। দেশের সকল শ্রেনি পেশার মানুষকে নিরাপদ ও দ্রুতগতির ইন্টারনেট সেবার আওতায় আনতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
তাহলে চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।
তর্জনী
“তর্জনী” শব্দটি শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে হাতের দ্বিতীয় আঙুল। আক্ষরিক অর্থে ইঙ্গিত করার আঙুল। কিন্তু আজকে নির্দেশক আঙ্গুল নিয়ে আলোচনা করবো না। বলছি দেশের তৈরি প্রথম মোবাইল ব্রাউজার তর্জনী নিয়ে। এটিই বাংলাদেশের প্রথম জাতীয় ব্রাউজার।
নামকরণ :
অনেকে হয়তো ভাবছেন ইন্টারনেট ব্রাউজারের নাম তর্জনী রাখা হলো কেন। তবে বলে রাখি এখানেও রয়েছে স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক চেতনা। ঐতিহাসিক ৭ মার্চে শেখ মুজিবুর রহমানের তর্জনীর ইশারায় যে জ্বালাময়ী ভাষণ দিয়ে বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন সেই উপলক্ষ মাথায় রেখে এর নামকরণ করা হয়েছে।
প্রকল্প উদ্বোধন
ডিজিটাল বাংলাদেশে বিনির্মানের অংশ হিসাবে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) নিরাপদ ই-মেইল ও ডিজিটাল লিটারেসি সেন্টার স্থাপন প্রকল্পের জন্য এই ব্রাউজারটি তৈরি করা হয় ৭ মার্চ ২০২৩ সালে।
কি কি থাকছে বিশেষ এই ব্রাউজারটিতে
বলা হচ্ছে আর পাঁচটা মোবাইল ব্রাউজারের মতোই আধুনিক সব ফিচার দ্বারা সমৃদ্ধ এই ব্রাউজারটিতে রয়েছে সার্চ বার, ট্যাব, ডার্ক মোড, বুকমার্ক, ব্যাক্তিগত গোপনীয়তা, বাংলায় অপটিমাইজেশন, ব্যবহারকারীর সুবিধার্থে বাংলার পাশাপাশি ইংরেজি ভাষা নির্বাচনের সুযোগ। তাছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ, মন্ত্রীপরিষদ, ও সরকারি,বেসরকারি দপ্তরের সেবাসমূহ ওয়েবসাইট ব্রাউজিং এর সুবিধা।
সহজ ডাউনলোডিং
খুব সহজেই যে কেউ অনলাইনে গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
ডিজিটাল বাংলাদেশে তর্জনীর অগ্রযাত্রা
দেশের একটা বিশাল জনগোষ্ঠী ইন্টারনেটের সেবার উপর নির্ভরশীল। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশনের (BTRC) সর্বশেষ তথ্য অনুযায়ী জুন-২০২২, দেশের মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটি ৬২ লাখ ১০ হাজার।
সুতরাং, ডিজিটাল বাংলাদেশ নির্মাণে বাংলাদেশের সক্ষমতা ও বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমিয়ে আনতে প্রয়োজন নিজস্ব প্রযুক্তির ব্যবহার।
তারই ধারাবাহিকতায় তর্জনী নামের এই ব্রাউজারটির যাত্রা শুরু। স্মার্ট বাংলাদেশে গড়ার লক্ষ্যে বিপুল জনগোষ্ঠীকে একটি নিজস্ব ইকোসিস্টেমের আওতায় আনতে তর্জনী একটি বিশাল উদ্যোগ। দ্রুত গতি ও নিরাপদ ইন্টারনেট ব্রাউজারের সেবা পৌঁছে দিতে সরকারের আইসিটি বিভাগ বিভিন্ন প্রকল্পের কাজ হাতে নিয়েছে।
পরিশেষে, স্মার্ট বাংলাদেশ নির্মাণে তথ্য প্রযুক্তির উন্নয়ন অনস্বীকার্য। তাই বাংলাদেশ সরকারের এই অভাবনীয় উদ্যোগকে অনেকে স্বাগত জানিয়েছে।
আরও ব্লগ পরতে এখানে ক্লিক করুন।
Writer,
Baitul Hikma
Intern, Content writing Department
YSSE