বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মাঝে রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ অত্যন্ত জনপ্রিয়। এই স্কলারশিপের আবেদন প্রতিবছরের মধ্য ডিসেম্বর হতে শুরু হয়ে থাকে এবং মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত আবেদন গ্রহন করা হয়ে থাকে। যেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তিন ধরণের ডিগ্রি কোর্সের জন্য রোমানিয়ান সরকারী বৃত্তি প্রদান করা হয়, যথাক্রমে আন্ডারগ্র্যাড, মাস্টার্স, এবং ডক্টরাল।
এই স্কলারশিপের মাধ্যমে লেখাপড়রার যাবতীয় ব্যয় বহন করবে রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। যারা ইউরোেপে পড়াশোনা করতে আগ্রহী তাদের জন্য সুবর্ণ সুযোগ হতে পারে এই বৃত্তিটি।
তাহলে চলুন দেখে নেয়া যাক এই স্কলারশিপের নিয়মাবলী ও সুবিধা সমূহগুলো-
রোমানিয়ান সরকারী বৃত্তি ২০২৩ এর জন্য কি কি যোগ্যতা প্রয়োজন?
একজন প্রার্থীকে অবশ্যই রোমানিয়ান সরকারী বৃত্তির জন্য যোগ্যতা সমূহগুলো পূরন করতে হবে যা নিম্নে দেয়া হলো-
- শুধুমাত্র ইউরোপিয়ান নাগরিক ছাড়া অন্য সকল আন্তর্জাতিক শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
- রোমানিয়ান নাগরিক আবেদন করতে পারবেন না।
- আন্ডারগ্র্যাডএ সর্বোচ্চ ৩৫ বছর, মাস্টার্স, এবং ডক্টরাল যথাক্রমে সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
- ফার্মেসি, দন্তচিকিৎসা, এবং মেডিসিনের শিক্ষার্থীরা এ সরকারী বৃত্তিতে আবেদন করতে পারবেন না।
রোমানিয়ান সরকারী বৃত্তির জন্য কি কি নথি প্রয়োজন?
রোমানিয়ান সরকারী বৃত্তির জন্য নথিগুলো হচ্ছে-
- একাডেমিক নথি যেমন, স্নাতক ডিপ্লোমা বা তার সমতুল্য, প্লাস স্নাতক, স্নাতকোত্তর, ডক্টরেট ডিগ্রি লাগবে। যদি প্রযোজন হয় তাহলে ইংরেজি, ফরাসি, স্প্যানিশ বা রোমানিয়ান ভাষায় একাডেমিক নথিগুলো অনুবাদ করতে হবে।
- রোমানিয়ান স্কলারশিপের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে।
- জন্ম সনদ নথি লাগবে এবং প্রযোজ্ন হলে ইংরেজি, ফরাসি, স্প্যানিশ বা রোমানিয়ান ভাষায় অনুবাদ করতে হবে।
- পাসপোর্টের প্রথম তিন পৃষ্ঠার কপি প্রযোজ্ন হবে।
- ২ কপি পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবির প্রযোজ্ন হবে।
- জীবন বৃত্তান্ত লাগবে। যা ইংরেজি,অথবা ফরাসি ভাষায় হতে হবে।
- ডক্টরাল প্রার্থীকে আবেদনের জন্য তার বৈজ্ঞানিক কাজের তালিকা, বিশেষ প্রকাশনা, প্রস্তাবিত গবেষণা প্রকল্পের বিশদ বিবরণ, সেইসাথে একজন গৃহশিক্ষকের চুক্তির তালিকা সহ একটি চিঠি জমা দিতে হবে, যা অবশ্যই নির্বাচিতদের সদস্য হতে হবে। উভয় নথি ইংরেজি, ফরাসি বা রোমানিয়া লিখতে হবে।
কিভাবে আবেদন করব?
১। প্রার্থীদের স্টাডি ইন রোমানিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের অনলাইন আবেদন জমা দিতে হবে।
২। প্রথমে প্রার্থীদের আবেদনের লিঙ্ক যেয়ে কিভাবে আবেদন ফাইল জমা দিতে হয় এই অপশনে ক্লিক করলেই ২ টি লিঙ্ক দেয়া থাকবে যার মধ্যে যে কোন একটি লিঙ্কে ক্লিক করলে চূড়ান্ত আবেদনের অপশন এসে পড়বে।
৩। তারপর একটি অ্যাকাউন্ট তৈরি করে আপনি আপনার প্রয়োজনীয় সকল কাগজপত্র তৈরিক্রীত অ্যাকাউন্টে জমা দিতে হবে। যা আপনি আবেদনের শেষ দিন পর্যন্ত ব্যাবহার করতে পারবেন।
রোমানিয়ান স্কলারশিপের সুবিধাগুলো কি কি?
এই স্কলারশিপের সুবিধাসমূহ বিস্তারিত না জানার কারনে অনেক শিক্ষার্থী আবেদন করার জন্য অনীহা প্রকাশ করে থাকেন। তাই এই স্কলারশিপের সুবিধাসমূহ বিস্তারিত নিম্নে উপস্থাপন করা হল-
১। টিউশন ফি সম্পূর্ণ ফ্রী
২। ছাত্রাবাসগুলিতে আবাসন ব্যয়ের অর্থায়ন সম্পূর্ণ ফ্রী। যার অর্থায়ন করবে রোমানিয়ান শিক্ষা মন্ত্রণালয়।
৩। ভাষাশিক্ষা সার্টিফিকেটের প্রয়োজন নেই।
৪। মান্থলি স্পাইপেন্ড বা ভাতা আছে-
- বিএসসি ৬৫ ইউরো
- এমসিসি ৭৫ ইউরো
- পিএইচডি ৮৫ ইউরো
রোমানিয়া সরকারের বৃত্তির মেয়াদ:
- ব্যাচেলর ডিগ্রী প্রোগ্রাম (3-6 বছর)
- মাস্টার্স ডিগ্রী প্রোগ্রাম (1.5 বছর থেকে 2 বছর)
- ডক্টরেট ডিগ্রি প্রোগ্রাম (3 থেকে 5 বছর)
সর্বশেষে বলা যায় যে, যাদের সপ্ন দেশের বাহিরে সরকারি বৃত্তি নিয়ে উচ্চশিক্ষা গ্রহন করার, তাদের জন্য এই বৃত্তিটি হতে পারে দেশের বাহিরে উচ্চ শিক্ষা গ্রহনের একটি সুবর্ণ সুযোগ। তাই দেরি না করে এখনি শুরু করে দিন আপনার উচ্চশিক্ষার নতুন জার্নি।
আমাদের আরও ব্লগ পড়তে এখানে ক্লিক করুন।
লেখক
মো. সাজিদ আলম
ইন্টার্ন, কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট
YSSE