অনলাইনে কাজ করা বা ফ্রিল্যান্সিং করা ব্যাপারটা অনেক মজার শোনায়। কিন্তু কিছু না করে বা না জেনে ফ্রিল্যান্সিং করা অসম্ভব। অনলাইনে কাজ করার জন্য ফ্রিল্যান্সারদের মধ্যে অবশ্যই কিছু দক্ষতা থাকতে হবে। দক্ষতা ব্যতিত কোনো কাজেই সফল হওয়া অসম্ভব।
প্রত্যেক ফ্রিল্যান্সারদেরই কিছু দক্ষতা থাকতে হয় অনলাইনে আয় করার জন্য। তেমন দক্ষতা না থাকলে অবশ্যই দক্ষতা বৃদ্ধি করতে হবে। অনলাইনে আয় করতে হলে একজন ফ্রিল্যান্সারের দক্ষতা অত্যন্ত প্রয়োজন।
চলুন জেনে নেয়া যাক, কিছু দক্ষতা যা অনলাইনে আয়ের জন্য সহায়ক :
এক বা একাধিক ভাষায় দক্ষতা :
আপনি অনলাইনে যা কিছু করতে চান না কেন, ইংরেজি ভাষার উপর যদি আপনার দক্ষতা থাকে সেটি আপনাকে বিভিন্নক্ষেত্রে সুবিধা প্রদান করবে। আপনি যদি বাইরের দেশের মানুষের সাথে কাজ করতে চান, তবে ইংরেজিতে দক্ষ হওয়া আবশ্যক। এতে আপনার আয় বৃদ্ধিরও সুযোগটা আছে। আবার, কোনো বিষয় জানতে হলে বা কোনো বিষয় নিয়ে রিসার্চ করতে হলে অনেক সময় ইংরেজি ছাড়া অন্য ভাষায় তেমন তথ্য পাওয়া যায় না। তাই এক বা একাধিক ভাষায় দক্ষ হয়ে অনলাইনে আয় করা সম্ভব।
কম্পিউটার সম্পর্কে জ্ঞান :
অনলাইনে কাজ করে আয়ের জন্য কম্পিউটার দক্ষতা আবশ্যক। কিছু কাজ মোবাইলে করা গেলেও সব কাজ মোবাইল ফোন দিয়ে করা অসম্ভব। বিভিন্ন ধরনের বিষয়বস্তু তৈরি ও সম্পাদনা, গবেষণা পরিচালনা, ফ্রিল্যান্সিং এবং অন্যান্য বিভিন্ন ডিজিটাল কার্যক্রমের জন্য কম্পিউটার ব্যবহার করা হয়। তাই কম্পিউটারে দক্ষ হওয়া আবশ্যক।
কন্টেন্ট রাইটিং:
বিভিন্ন বড় বড় ওয়েবসাইটে তাদের পন্যের বিজ্ঞাপন বা অন্যান্য লিখালিখির কাজের জন্য লেখক নিয়োগ দিয়ে থাকে। আপনার যদি লিখালিখি করার দক্ষতা থাকে, তাহলে আপনি অনায়াসেই অনলাইনে লিখালিখির কাজ করে আয় করতে পারবেন। আপনি আপনার লেখালিখির করার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভালো একটি প্রতিষ্ঠানে চাকরির সুযোগসহ দীর্ঘস্থায়ী আয়ের পথ পাবেন।
ডাটা এন্ট্রি :
ডাটা এন্ট্রি হচ্ছে একজন টাইপিস্ট এর সাহায্যে টাইপিং এর মাধ্যমে যেকোনো হার্ডকপি থেকে ডেটাগুলো সফট কপিতে কনভার্ট করা এবং ডাটাগুলোকে যথাযথ স্থানে সংরক্ষণ করা।ডাটা এন্ট্রিতে দক্ষ হওয়া আপনাকে ফ্রিল্যান্সিং জগতে চাকরি পেতে সাহায্য করবে। ডাটা এন্ট্রিতে দক্ষ হবার মধ্যে দিয়ে আপনি অনলাইনে অনেক টাকা আয় করতে পারবেন।
ওয়েব ডেভেলপমেন্ট:
ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে ওয়েব হোস্টিং বা সার্ভারে জমা রাখা ডাটা ইন্টারনেট ও ওয়েব ব্রাউজারের মাধ্যমে প্রদর্শন করার প্রক্রিয়া। বর্তমানে অনলাইনে আয়ের ক্ষেত্রে ওয়েব ডেভেলপমেন্ট এর চাহিদা ব্যাপক। আপনি ওয়েব ডেভেলপমেন্ট এ দক্ষতা অর্জনের মাধ্যমে অনলাইনে আয় করতে পারবেন।
সময় ব্যবস্থাপনা:
একজন ফ্রিল্যান্সারের উচিত সবসময় সময় ব্যবস্থাপনা মেনে চলা। হেলায়ফেলায় সময় নষ্ট না করে একজন ফ্রিল্যান্সারের উচিত সময়ের কাজ সময়ে শেষ করা। ফ্রিল্যান্সারদের উচিত সময় ব্যবস্থাপনার যথাযথ ব্যবহার করা। একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনি যত বেশি শৃঙ্খলবদ্ধ হবেন, আপনার কাজের মান তত বৃদ্ধি পাবে।
পরিশেষে বলা যায়, আপনি যদি অনলাইনে আয় করতে চান তাহলে আপনাকে কিছু দক্ষতা উন্নয়ন করতে হবে বা থাকতে হবে। না হলে আপনি এই সেক্টরে সফলভাবে আয় করতে পারবেন না। এই দক্ষতা শুধুমাত্র আপনার আয় বাড়াতেই সাহায্য করবে না বরং মার্কেটপ্লেসে আপনার ক্যারিয়ার বাড়াতেও সাহায্য করবে।
এরকম আরও ব্লগ পড়তে, এখানে ক্লিক করুন।
লেখিকা
অনামিকা ঘোষ শ্রেয়া
কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট
ওয়াইএসএসই