আজ থেকে ১৩-১৪ বছর আগের কথা। তখনকার স্টেডিয়ামে মার্কেট থেকে বাবার কিনে আনা বই গুলো ছোটবেলায় লুকিয়ে লুকিয়ে পড়তাম। বইগুলোর বর্ণিল মলাট আর দারুন বাঁধাই দেখে ভাবতাম, চুলোয় যাক স্কুলের পড়ালেখা! এগুলোই পড়ব সারাজীবন! শব্দগুলো অতটা হয়ত বুঝতাম না, কিন্তু একেকটা দৃশ্যের বর্ণনাশৈলী দেখে ভাবতাম, সোভিয়েত লেখকদের কেন বিশ্বের সর্বকালের সেরা উপন্যাসিক ভাবা হয়?
সেই ছেলেবেলা আজ আর নেই। স্বপ্নকথা আর আদরে মাখা বই গুলো আজ কালের গর্ভে হারিয়ে গেছে। এখন, দুর্লভ বইয়ের গুদামঘর নীলক্ষেত জুড়ে খুঁজলেও কালে ভদ্রে দু-একটি বই ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না।
আজ আপনাদের সামনে নিয়ে এনেছি, এমন কিছু কালজয়ী সোভিয়েত উপন্যাস/ গল্প সমগ্র যেগুলি শখের কালেক্টরদের মনে গেঁথে গিয়েছে।
ইস্পাত (১ম ও ২য় খন্ড) – নিকোলাই অস্ত্রভ্স্কি
৩২ বছরের ক্ষুদ্র জীবন আর শেষ ৮ বছরের অন্ধত্ব অবস্থায় তার নিজের গরীব আর খাটুনীর জীবন নিয়ে লেখে ফেললেন ২ খন্ডের অমর উপন্যাস। বন্ধুত্ব, খুনসুটি, প্রেম, ট্র্যাজেডি কী নেই এতে? এত ভালো লেগেছিল যে, ছোটবেলায় আমি পর পর ২ বার বইয়ের ২ খন্ডই পড়ে ফেলি!
উভচর মানুষ– আলেক্সান্দর বেলায়েভ
রুশ বৈজ্ঞানিক কল্পকাহিনীর জনক আলেক্সান্দর বেলায়েভের অমর চরিত্র ‘ইকথিয়ান্ডর’ আকা ‘উভচর মানুষ’ এখনো অনেক সাধারণ পাঠকের মনে জায়গা করে নিয়ে আছে। ইকথিয়ান্ডরকে ধরার জন্য মানুষের লোভী মানসিকতার পরিচয়, আবার তাকে বাঁচাতে এক তরুণীর আপ্রাণ চেষ্টা, সেই থেকে প্রেম-এসব নিয়ে অসাধারন এক গল্পগাথাঁ গেথেছেন বেলায়েভ।
আমার ছেলেবেলা, পৃথিবীর পথে ও পৃথিবীর পাঠশালায় – ম্যাক্সিম গোর্কি
ম্যাক্সিম গোর্কি পৃথিবীর মধ্যে নামকরা এক ক্লাসিক্যাল ধারার উপন্যাসিক হলেও, ছোটবেলায় তিনি ছিলেন দুষ্টুমীতে সেরা।
কিন্তু দ্রুতই বাবা মারা যাওয়ার পর, মাকে নিয়ে তাকে থাকতে হয় কখনো পিতামহ কখনো বা মাতামহের বাড়িতে। সেখান থেকে জুতোর দোকানে আর বাসন মেজে ছোটবেলাতেই বাস্তব দুনিয়ার স্বাদ পান। এত কিছুর পরেও মানুষের প্রতি মানুষের নিঃস্বার্থ ভালোবাসা ছিল এই বই গুলোর প্রধান উপজীব্য! বাবা বারবার লুকোলেও এটি এই তিন বইগুলোর কাহিনীর মোহময় বর্ণনায় আমিও না শেষ করে উঠিনি।
মুমু – ইভান তূর্গনেভ
মুমু ছোট্ট একটা কুকুর ছানার নাম। তার জন্য পরের জমিতে কাজ করা গরীব দুঃখী গেরাসিম যে কী অসীম দরদ আর ভালোবাসা দিয়ে আগলে রাখে-তা বলার বাইরে! ভিতরে এই বইয়ের পাতায় পাতায় আঁকা মুমুর ছবিগুলো দেখে ছোটবেলায় প্রায়ই কাঁদতাম।
আন্না কারেনিনা (১ম ও ২য় খন্ড) – লেভ তলস্তয়
‘আন্না কারেনিনা’ আর ‘ওয়ার এন্ড পিস’ কেই সর্বকালের সেরা উপন্যাস বলে মনে করেন সাহিত্য সমালোচকরা। তলস্তয়ের দক্ষ-বাস্তবিক লেখনীতে ভুলে ধরেছেন আন্নার বিবাহ-বিচ্ছেদ এর বিশদ কাহিনী। এই উপন্যাসের পরিপ্রেক্ষিতে রুশ সমাজে বিবাহ-বিচ্ছেদ এর মতো সংবেদনশীল বিষয় নিয়ে সচেতনতা তৈরী হয়।
মা– ম্যাক্সিম গোর্কি
গোর্কির এই উপন্যাস ছিল সত্যিকারের ঘটনা যা আন্না কিরিলোভনা আর তার ছেলে পিওতর এর সংগ্রামী জীবনের আখ্যান। মুচি পরিবারে জন্ম নেওবা মা আন্না স্বামী মারা যাওয়ার পর তার সাত হেলেমেয়েকে নিয়ে খুঁপড়ি ঘরে কষ্ট করে বড় করে তোলেন। কিন্তু তার সন্তান পিওতর যখন জারের রুষাণলে পড়ে, তখন তিনি মাতৃত্ব ও ভালোবাসার জোরে অসম্ভবকে সম্ভব করেন।
বইগুলোর প্রাপ্তিস্থান
বিশ্বসাহিত্য কেন্দ্রের আব্দুল্লাহ আবু সায়ীদ স্যার এবং অন্যান্য প্রকাশনীর হর্তাকর্তাদের অনেক উদ্যোগে অল্প কিছু বই প্রকাশিত হয়। বইগুলোতে ননী ভৌমিক, অরুণ সোমের মূল ধারার অনুবাদ শৈলী ধরে রাখলেও, আসল অলংকরণ আর ফণ্ট গুলো না থাকায় সেই স্বাদ নেই আর।এই জন্য, দুই বাংলার বই পিপাসুদের যৌথ উদ্যোগে ২০১০ এর দশকে সোভিয়েত বইগুলোর অরিজিনাল স্ক্যান করে একটি ওয়ের সাইট তৈরী করা হয়। তাই আজও যে কেউ সম্পূর্ণ বিনামূল্যে বইগুলো নামিয়ে পড়তে পারবেন।
ওয়েবসাইটের লিংক এখানে।
বইগুলো পাঠকদের মধ্যে আগের দিনের সেই রোমাঞ্চ নিয়ে আসুক, সেই আশা ব্যক্ত করে আজকের লেখাটার এখানেই ইতি টানছি।
এ ধরণের আরো ব্লগ পড়তে, এখানে ক্লিক করুন।
লেখক,
সাদি রেজা,
জুনিয়র অ্যাসোসিয়েট,
কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট,
YSSE