আইফার্মার হলো অনলাইন প্লাটফর্ম ভিত্তিক বাংলাদেশের সর্ববৃহৎ কৃষি পণ্যের সাপ্লাই চেইন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান (এগ্রিটেক কোম্পানি), যেটি ২০১৯ সালে যাত্রা শুরু করে। 

প্রতিষ্ঠানটি সরাসরি মাঠ পর্যায়ের কৃষককে তাদের প্রতিষ্ঠিত প্লাটফর্মে সংযুক্ত করে তাদের ফাইনান্স অর্থাৎ মূলধন যোগানের ব্যবস্থা করে থাকে। এটি মূলত সম্ভব হয়েছে বিভিন্ন ফান্ডিং এবং রিটেল প্রতিষ্ঠানগুলোকে (এমএফআই, ইন্সুরেন্স কোম্পানি, ব্যাংক, ইনভেস্টমেন্ট অর্গানাইজেশন) একই প্লাটফর্মে যুক্ত করার মাধ্যমে। এর ফলে কৃষক সহজে যেমন আর্থিক সমস্যা থেকে মুক্তি পাচ্ছে তেমনি তাদের উৎপাদিত পণ্য বিভিন্ন ইনস্টিটিউশনাল ক্রেতা, রিটেইলার্স, এক্সপোর্টার্স অথবা হোলসেল মার্কেটে বিক্রি করতে পারছে কোন প্রকার মধ্যবর্তী লোকের হস্তক্ষেপ ছাড়াই। এর ফলে কৃষক যেমন সঠিক দাম পাচ্ছে একই সাথে ক্রেতাও কম দামে ভালো মানের প্রয়োজনীয় কৃষিপণ্য কিনতে পারছে। 

আই ফার্মার প্রতিষ্ঠানটির মাধ্যমে কৃষক তার চাহিদা অনুযায়ী ভালো মানের প্রয়োজনীয় কৃষি উৎপাদনে ব্যবহৃত প্রয়োজনীয় পণ্য যেমন বীজ, সার, পেস্টিসাইড সহ অন্যান্য যন্ত্রাংশ ক্রয় করতে পারছে তাদের সাধ্যের মধ্যে। এছাড়াও আই ফার্মার তাদের কৃষকদের বিভিন্ন উপদেশ মূলক সেবা যেমন মাটির গুনাগুন পরীক্ষা, উপযুক্ত সার ব্যবহারে পরামর্শ, আবহাওয়ার তথ্য প্রদান, ইন্সুরেন্স ব্যবস্থা করা সহ সরাসরি মার্কেট এক্সেস করার ব্যবস্থা করে দিয়েছে। 

আই ফারমার বর্তমানে বাংলাদেশে উন্নতি ১৯ টি জেলায়  তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং প্রায় ১০৬০৯০+ কৃষককে তাদের সেবার আওতায় সংযুক্ত করেছে এবং ১২০০০+  রিটেইলার্স তাদের সেবা গ্রহণ করছে।   এ পর্যন্ত তারা ২.৩০ বিলিয়ন টাকার আর্থিক সুবিধা প্রদান করেছে একই সাথে তারা তাদের রেভিনিউ জেনারেট করতেও সক্ষম হয়েছে।  এই স্টার্ট-আপ প্রতিষ্ঠানটি বর্তমানে প্রতি মাসে ৮০০০ টনের অধিক কৃষি পণ্য মার্কেটে সাপ্লাই করে থাকে।

কৃষকদের সুবিধার কথা বিবেচনা করে প্রতিষ্ঠানটি সফল অ্যাপ চালু যা কৃষকদের মাঝে এর সহজ ব্যবহার অ্যাপটিকে জনপ্রিয় করে তুলেছে।এই প্রতিষ্ঠানটির এত অল্প সময় সফলতা অর্জনের কারণ হলো তাদের সহজ পেমেন্ট পদ্ধতি এবং লজিস্টিক সাপোর্ট।আই -ফার্মার তার সাথে সংশ্লিষ্ট সকলের উন্নতিতে ভূমিকা রাখছে এবং তাদের মূল লক্ষ্য কৃষকদের আর্থিক সমস্যা থেকে মুক্তি দেওয়ার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করা এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১৪০ জনের অধিক টিম মেম্বার কাজ করছে, প্রতিষ্ঠানটির  সিইও এবং কো-ফাউন্ডার ফাহাদি ইফাজ, সিওও এবং কো-ফাউন্ডার জামিল এম আকবর। 

Falcon network, IDLC, Zyan capital সহ বিভিন্ন কোম্পানির আই ফার্মার প্রতিষ্ঠানটিতে ইনভেস্ট করে থাকে এই প্রতিষ্ঠানটির সাথে UCB Bank, Prime Bank, Swisscontact, toru, upay, ESCAP, iDE, Care, NOURISH এর মত বিখ্যাত প্রতিষ্ঠানগুলোর সাথে কোলাবোরেশনে  কাজ করে থাকে।  আই-ফার্মার প্রতিষ্ঠানটি ২০২২ সালের IDLC Venture Capital – এ ১৮ কোটি টাকার ইনভেসমেন্ট পেতে সক্ষম হয় যা তাদের স্টার্ট-আপ কোম্পানিকে পুরো বাংলাদেশের কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে। আই ফার্মার প্রতিষ্ঠানটি তাদের ব্যবসায়িক সফলতার জন্য YOUTH CO:LAB, ACUMEN, Seedstars, UNCDF সহ আরো অন্যান্য অর্গানাইজেশন থেকে সক্ষম হয়েছে যা তাদের প্রতিষ্ঠানের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ অবদানেরই বহিঃপ্রকাশ। 

আই -ফার্মার এর সফলতার ভিত্তি হলো তাদের স্বচ্ছ বিজনেস টু বিজনেস মডেল। যেহেতু প্রতিষ্ঠানটি তাদের ভেরিফাইড এবং প্রশিক্ষিত ফার্মারদের নিয়ে কাজ করে সেহেতু ক্রেতার ক্ষতি হবার সুযোগ নেই। এই প্রতিষ্ঠানটি যে ফার্মিং সাইকেল অনুসরণ করে তার মাধ্যমে তারা যে লাভ অর্জন করে তা তাদের ইনভেস্টর ও কৃষকদের মাঝে একটি নির্দিষ্ট হারে প্রদান করে থাকে। আই ফার্মার এর  এত অল্প সময়ে  ব্যাপক জনপ্রিয়তা তাদের ভবিষ্যৎ ব্যবসায়িক কার্যক্রমকে  আরো বেগবান এবং ফলপ্রসু করবে। 

 

to read more blogs, click here

 

আবদুল্লাহ জামান

ইন্টার্ন , কনটেন্ট রাইটিং ডিপার্টমেন্ট

YSSE