বর্তমান নগরীর ব্যর্থতার ভিড়ে,কিবোর্ডে ছুটে চলা এক দুরন্ত তরুণ “রবিউল ইসলাম রবি”। যিনি নিজের ইচ্ছায় এবং সর্বোচ্চ চেষ্টায় সফল ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আন্তর্জাতিক মানের গ্রাফিক্স ডিজাইনার হিসেবে মর্যাদা অর্জন করার পাশাপাশি দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশের কাজও করে যাচ্ছেন সমানতালে নিজ দেশে বসেই। তার এই অসামান্য কাজের অভিজ্ঞতা তুলে ধরা হলো YSSE এর সাথে সাক্ষাৎকারের মাধ্যমে।

YSSE:প্রথম আপনার সম্পর্কে জানতে চাইছি। আপনার জন্ম,বেড়ে উঠা,পড়াশোনা, বর্তমানে কি কাজ করছেন?
Robiul Islam Robi :আমার জন্ম বেড়ে ওঠা এবং প্রাথমিক শিক্ষার হাতে খড়ি মূলত রংপুরেই। পরবর্তীতে পিতার কাজের সূত্রে প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জে স্থানান্তর এবং স্থায়ীভাবে বসবাস শুরু। পড়াশোনার দিক থেকে বলতে গেলে নারায়ণগঞ্জের বিখ্যাত লক্ষ্মী নারায়ন কটন উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে আমার মাধ্যমিক সম্পন্ন করা। এরপর নারায়ণগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমার ডিপ্লোমা অর্জন করি। পাশাপাশি গ্রাফিক্স নিয়ে কাজ করছি।এছাড়া যদি social বা organization এর দিক থেকে বলতে গেলে বেশ কিছু ইয়োথ স্কিল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে কাজ করেছি।এই ছিল আমার পক্ষ থেকে ছোট্ট মানুষের ক্ষুদ্র পরিচয় ।

YSSE: আপনার জীবনের উল্লেখযোগ্য কাজ সমূহ?
Robiul Islam Robi: বর্তমানে আমি কাজ করছি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। আমি প্রধানত গ্রাফিক্স নিয়েই বেশি কাজ করি। আমার পলিটেকনিকে পড়া কালিন সময় ফ্রিল্যান্সিং শুরু করি। এরপর কোভিডের সময়ে বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের তত্ত্বাবধানে হওয়া Learning and Earning Development Project থেকে ছয় মাস গ্রাফিক্স ডিজাইন এর কোর্স করি এবং এর পর USA ভিত্তিক একটি প্রতিষ্ঠানে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে রিমোটলি জব করা শুরু করি।। আগের USA ভিত্তিক কোম্পানিটি কোভিডের জন্য বন্ধ হয়ে যাওয়ায় সাম্প্রতিক সময়ে গত ফেব্রুয়ারীতে দুবাই ভিত্তিক একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে,ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের সহকারি প্রধান হিসেবে কাজ করি। এবং বর্তমানে এ বেসরকরি প্রতিষ্ঠানে কাজ করছি ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট এ।

এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে —

  • International Youth Organisationরোটারেক্টে ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা হয়েছে ।
  • লিও ক্লাবের সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করা হয়েছে ।
  • বাংলাদেশের শিশুদের জন্য নিরাপদ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম Babytube এ প্রথমে ভলেন্টিয়ার হিসেবে জয়েন করা তারপরে Head of Operations সেখান থেকে Chief Operating Officer হিসেবেও দায়িত্ব পালন করেছি।

    YSSE : আপনার জীবনের মুলমন্ত্র কি?
    Robiul Islam Robi : Planning is the main power. যেখানেই যে পরিস্থিতিতে থাকি সেখানে পজিটিভ/নেগেটিভ, ভালো/খারাপ যেটাই হউক আমি সেখান থেকে শেখার চেষ্টা করি।


    YSSE: করোনাকালীন সময়ে দেশের পরিস্থিতি উন্নয়নে সামনে থেকে কাজ করা একটি সেবামুলক সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে, আপনার সংগঠনটি শুরু করার ভাবনাটি কিভাবে এসেছিল?

    Robiul Islam Robi : আমার সেবামূলক সংগঠনটির নামই ছিল “সেবা” । প্রথমে আমরা সেবা ব্লাড পয়েন্ট দিয়ে শুরু করেছিলাম ২০১৯ সালে। তখন আমাদের প্রধান কাজ ছিল ব্লাড ডোনেশন বা রক্তের জোগান দেয়া । সেই ২০১৯ এর সেপ্টেম্বরের দিকে আমারা উদ্যোগ নেই এবং কোভিডের আগ পর্যন্ত আমরা ব্লাড নিয়েই কাজ করেছি। যখন থেকে কোভিড শুরু এবং লকডাউন দেয়া হল তখন চারদিকে এক ভয়ংকর পরিস্থিতি দেখা গেল। ঠিক সেই পরিস্থিতিতেই দুস্থ অসহায় মানুষদের সাহায্য করার জন্য আমাদের সেবা ব্লাড পয়েন্টটিকে নতুন আঙ্গিকে সেবা নামে পরিচিতি দেয়া হলো।এই সংগঠনে যে কাজগুলো হয়েছে – মাস্ক বিতরণ, খাবার পানি বিতরণ, কোন প্রয়োজনে যারা ঘরের বাইরে বের হতে পারেননি তাদেরকে সেই কাজে সাহায্য করা, অসুস্থ রোগীদের প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা করে দেওয়া ইত্যাদি।


    YSSE: বর্তমান সময়ে আপনার সংগঠন কিভাবে কাজ করছে?
    Robiul Islam Robi :সংগঠনটি তখন মূলত আমি আমার সহপাঠীদের সাথে মিলে তৈরি করেছিলাম । তখন একসাথে থাকায় আমাদের কার্যক্রম পরিচালনা করতে সুবিধা হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সকলেই নিজের ক্যারিয়ার গঠনের প্রতি মনোনিবেশ করে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন তাই একসাথে কার্যক্রম পরিচালনা করা সম্ভবপর হয়ে উঠছে না।তাই আপাতত আমাদের সংগঠনের সকল কার্যক্রম স্থগিত অবস্থায় রয়েছে। এই সংগঠনটি নিয়ে আমার একটি সুদূরপ্রসারী চিন্তাভাবনা রয়েছে । নিজেকে সম্পূর্ণরূপে সুদক্ষ ভাবে গড়ে তোলার পরই,এই সংগঠনের কার্যক্রম নতুন উদ্যমে আবার শুরু করা হবে।

    YSSE: বিভিন্ন সময় বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান বা স্বেচ্ছাসেবী সংগঠনে কাজের অভিজ্ঞতা আপনার পরবর্তী জীবনের সফলতা অজনে কতটুকু সহায়তা করেছে?
    Robiul Islam Robi : যেকোনো সংগঠনের কাজ করলে সেখান থেকে শেখার অনেক কিছুই থাকে যা মানসিকতা ভেদে পরিবর্তিত হয় । যেমন একজনের মন মানসিকতা যদি এমন থাকে যে একটি ইন্টারন্যাশনাল সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে শুধু ন্যাশনাল-ইন্টারন্যাশনাল প্রোগ্রাম উপভোগ করবে তাহলে সেটা সে করতেই পারে । আবার যদি এমন হয় যে প্রোগ্রাম উপভোগের পাশাপাশি এখান থেকে শিখবে তাহলে কিন্তু সে শিখতে পারে। আমার ক্ষেত্রে আমি বলব যে সংগঠন দুটো থেকে আমি সবচেয়ে বেশি যেটা পেয়েছি সেটা হচ্ছে Corporate connection/Relations Building – যেটা আমার সকল ক্ষেত্রে কাজের প্রয়োজনে অনেক সাহায্য করেছে। এর পাশাপাশি আমি আরো কিছু জিনিস শিখেছি যে Professional Behavior ,Professional Attirement বা Professional Culture Maintain । এই বিষয়গুলোই মূলত এসব সংগঠন থেকে আমার শেখা হয়েছে। যদির প্রতিনিয়তই শিখছি জানছি।


    YSSE: আপনার অংশগ্রহণকৃত সংগঠনগুলোর কাজ সমাজকে কতটা প্রভাবিত করেছে বা পরিবর্তন এনেছে ?
    Robiul Islam Robi : আমি যে সকল সংগঠনের কাজ করেছি তার মধ্যে বেশিরভাগে ছিল স্বেচ্ছাসেবী সংগঠন, যাদের প্রধান লক্ষ্যই হলো তরুণদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা। সাম্প্রতিক সময়ে আমি যেহেতু রোটারেক্টের সাথেই কাজ করছি তাই এর উদাহরণ দিয়েই বলছি, যেমন Rotaract হলো Service Through Fellowship Program যাদের মূল লক্ষ্য বা উদ্দেশ্যই হলো Fellowship build up,skill development, awareness creation. আমার রোটারি ক্লাব যেটা “Rotary Club of Sonargaon,Dhaka”— তারা হচ্ছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি গ্রামকে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে। গ্রামে বিশুদ্ধ পানির অভাব ছিল সেখানে তারা বিশুদ্ধ পানির টিউবওয়েল দিয়েছে,সেখানে স্যানিটেশনের অভাব ছিল – তাই তারা পুরো গ্রামে নিরাপদ স্যানেটারি টয়লেটে স্থাপন করেছে। তাছাড়া গ্রামের মহিলাদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান করেছে। এর পাশাপাশি কিছু পরিবারকে গবাদি পশু কিনে দিয়েছে। সর্বোপরি সর্বোপরি বলা যায় যে Rotary International যেসব কাজ করে তা Sustainable অর্থাৎ যা দেশ, পরিবার, সমাজ তিনটি কে একত্রিত করে কল্যাণমুখী কাজ করে থাকে । তাই আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি এজন্য যে এমন সংগঠনের সাথে কাজ করতে পেরেছি যার মাধ্যমে আমি আমার নিজের দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে পেরেছি।

    YSSE: একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে আপনার ফ্রিল্যান্সিং কাজের অভিজ্ঞতা?
    Robiul Islam Robi : ফ্রিল্যান্সিং জগতে সফল কিনা জানিনা তবে শিক্ষানবিশ বলে মনে করি নিজেকে আমি। ফ্রিল্যান্সিং বলতে আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে ফ্রিল্যান্সিং করছি। গ্রাফিক্স এ আমার স্পেশালিটি হল LOGO Design, BRAND Identity Design, PRINT item Including Social Media Banner এই তিনটি দিকে। আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু হয় এসএসসির পর তিন মাসের কোর্স করার মাধ্যমে। এরপর আইসিটি ডিভিশন থেকে কোর্স করা। আমার ফ্রিল্যান্সিং করা শুরু হয় মূলত লকডাউনের শুরুর দিন থেকে। অর্থাৎ আইসিটি ডিভিশনের কোর্সের প্রথম ক্লাস ছিল বাংলাদেশের লকডাউনের প্রথম দিন ।

    YSSE: সকল কাজ একসাথে ভারসাম্য করে চলার বিপরীতে কখনো কি একটি কাজ থেকে বিরতি নেয়ার প্রয়োজন মনে হয়েছে?
    Robiul Islam Robi : না এখন পর্যন্ত এমন কোন কিছু মনে হয়নি। আমি মনে করি যে যতটুকু বোঝা নেয়ার জন্য আমি যথাযোগ্য , আমি ঠিক ততটুকুই নিয়ে থাকি। সব থেকে বড় শেখার জিনিস হল — যেকোনো কিছু সহজে সুন্দরভাবে শুরু করতে পারা এবং কখন যে সেই জিনিসটাকে ছেড়ে আসতে হবে বা স্টপ করতে হবে সেটা বুঝতে পারাই হলো সবথেকে বড় চ্যালেঞ্জের কাজ।

    YSSE: নিজের কাজে সম্মাননা এবং পুরস্কার পাওয়ার কিছু অনুভূতি?
    Robiul Islam Robi : আমি যে সকল সম্মাননা পেয়েছি আমি নিজেকে সেগুলোর যোগ্য বলে মনে করি না,সৃষ্টিকর্তার অশেষ রহমতে এসকল কিছু আমার হয়েছে। Learning and Earning Development Project এ নারায়ণগঞ্জ জেলার সেরা ফ্রিল্যান্সার হিসেবে আমি তথ্য প্রতিমন্ত্রী মহোদয় জুনায়েদ আহমেদ পলক এমপি, নারায়ণগঞ্জ ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান সহ আরো বিভিন্ন ব্যক্তিবর্গের উপস্থিতিতে বেস্ট ফ্রিল্যান্সার আওয়ার্ড গ্রহণ করি এবং এবং আমাকে আইসিটি ডিভিশন থেকে একটি ল্যাপটপও প্রদান করা হয়। রোটারি ইন্টারন্যাশনাল এর বাংলাদেশ ব্যাপি ২৭৫ টি রোটারেক্ট ক্লাবের প্রেসিডেন্টের মধ্যে আমি বেস্ট প্রেসিডেন্ট হিসেবে টপ ফাইভে ছিলাম। লিওরিজম থেকে আমি বেস্ট সেক্রেটারির এওয়ার্ড পেয়েছি।

    YSSE: সমাজের উল্লেখযোগ্য পরির্বতন আনতে বা নতুন দিশা উন্মোচনে তরুণ সমাজের কোন পথ অনুসরণ করা উচিত?
    Robiul Islam Robi : Self learning বা নতুন কোন কিছু থেকে শেখার প্রবণতা থাকতে হবে। যেকোনো পরিস্থিতিতে নিজেকে ঠান্ডা মাথায় মোকাবেলা করার মানসিকতা রাখা এবং আল্লাহর প্রতি ভরসা রেখেচেষ্টা করতে হবে। সকল পরিস্থিতি থেকে ভালো হোক মন্দ হোক দুইটাই শিখতে হবে কিন্তু নিজেকে সৎ পথে রেখে চালিত করতে হবে এবং সর্বোপরি মানুষ চেনার চেষ্টা করে যেতে হবে। নিজের ধর্মীয় অনুশাসন মেনে চলতে হব। জীবনে চলার পথে দুই ধরনের মানুষকে এভোয়েড করে চলতে হবে — “১.যে আমার সামনে এসে আমার সম্পর্কে সুনাম করছে,২. যে আমার সামনে এসে আমার শত্রুর দুর্নাম, গীবত বা নিন্দা করছে।”

    YSSE: আপনার সকল কাজের অনুপ্রেরণা কারা বা কী ছিল?
    Robiul Islam Robi:আমার সকল কাজের অনুপ্রেরণা ছিলেন আমার মা। তার পরবর্তীতে আমার ভাই।

    YSSE: আপনার সফলতার পেছনে প্রতিবন্ধকতা ছিল এবং কীভাবে সেগুলো অতিক্রম করেছিলেন?
    Robiul Islam Robi : আমার জীবনের প্রথম প্রতিবন্ধকতাই ছিল যোগাযোগের অভাব বা যোগাযোগ বিচ্ছিন্নতা । মূলত আমি যেখানে থাকি বর্তমানে সেখানে আমি নিজের দক্ষতা উন্নয়নের জন্য তেমন কোন অর্গানাইজেশন পাইনি। আমার সকল কাজের জন্যই ঢাকায় যেতে হয়েছে।

    YSSE : আপনার সফলতার পেছনে কাদের সহযোগিতার এর কথা আপনি উল্লেখ করতে চান?
    Robiul Islam Robi : প্রথমেই বলব আমি আমার কাজের সমালোচকদের কথা। বলতে গেলে তারাই আমাকে বিনা পয়সা আমার ভুলগুলো ঠিক করার জন্য উদ্যোগ গ্রহণে সাহায্য করত। এছাড়া আমি বিভিন্ন সংগঠনে যখন কাজ করেছি সেখানে আমার সহযোদ্ধারা আমাকে অনেক সাহায্য করেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন আমার মা, ভাই, আলতামিশ নাবিল ভাই, Inspiring Bangladesh এর founder ইমরান ফাহাদ ভাই , Babytube এর founder শামীম আশরাফ ভাই।

    YSSE: আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
    Robiul Islam Robi : আমি এমন একজন মানুষ যে ক্ষুদ্র জিনিসেই নিজের খুশি খুঁজে নিয়ে থাকি। তাই অত বড় destination কখনোই নিজের জন্য ফিক্সড করি না। সর্বদা নিজের জন্য ছোট ছোট Goal Create করি পরবর্তীতে সেগুলো অ্যাচিভ করার মাধ্যমেই পরবর্তী goal set করি।

    YSSE: নিজের কাজ সম্পর্কে এক বাক্যে জানতে চাইলে, সেটা কি বলবেন?
    Robiul Islam Robi: “Learn from any situation whether it is bad or good.”

    YSSE:.যে তরুণরা আপনার মতো সফল হতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কী থাকবে?
    Robiul Islam Robi : প্রথমেই বলব— Keep Faith on YOUR Almighty, Faith on YOU ,Always to be Honest.আপনি যে কাজটা করছেন বা আপনাকে করতে দেয়া হয়েছে সেটা মন থেকে সুন্দরভাবে শেষ করতে হবে। এমন না যে করতে দেয়া হয়েছে বলে করে দিলেই শেষ, এমন ভাবে করা যাবে না,কোন কাজ করতে দিলে সেটা কি নিজের own করে নিয়েই তবে করতে হবে।

    YSSE: সবশেষে সকলের উদ্দেশ্যে আপনার জীবন নিয়ে অভিজ্ঞতা ?
    Robiul Islam Robi : আমার লাইফের বড় লার্নিং গুলো হলো— “Learn how to learn, How to search on online, How to save”-এই তিনটা জিনিস ভালো ভাবে শিখতেই হবে। এছাড়াও যেকোনো পরিস্থিতিতে কোন প্রতিবন্ধকতা শিকার হলে,ভয় না পেয়ে সৎ সাহস রেখে স্ট্রংলি সেটাকে protest করলেই যেকোনো পরিস্থিতিতে সেটা ওভারকাম করা পসিবল। স্থান-কাল বিবেচনায় প্রয়োজনীয় স্থানে না বলতে শেখা।এইতো ছিল আমার ছোট জীবনের অভিজ্ঞতা।

    ফেসবুক : https://www.facebook.com/robiulixbd

    লিঙ্কডইন : https://www.linkedin.com/in/robiulixbd/

    ই–মেইল : robiulix46@gmail.com

    আমাদের “Passion in every Pursuit” ক্যাম্পেইনের সাফল্যের গল্প এর পরবর্তী ব্লগ পড়তে, YSSE website এবং Facebook blog page এর সাথেই থাকুন।
    আমাদের আরো ব্লগ পড়তে, এখানে ক্লিক করুন।
    লেখক :

    ফারিহা আলিফ

    ইন্টার্ন, কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট

    Youth School for Social Entrepreneurs (YSSE)