স্কুলে পড়াকালীন ক্লাসে শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের কোনো অংশ ক্লাসের সকল শিক্ষার্থীদের সামনে পড়িয়ে শোনাতে বলতেন। যা একধরনের উপস্থাপনা। একজন সংবাদ উপস্থাপক/উপস্থাপিকা ও সকলের সামনে ভুলত্রুটি ছাড়া সংবাদ উপস্থাপন করে থাকেন।
এছাড়াও আমরা প্রায় প্রতিদিনই টেলিভিশনের পর্দায় সংবাদ উপস্থাপনা দেখে থাকি। বিটিভি এর জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানটি অনেকই দেখেছেন নিশ্চয়ই। তিনি তার অসাধারণ উপস্থাপনার কৌশল ব্যবহার করে বিনোদনের মাধ্যমে বার্তা পৌঁছে দিতেন লাখো মানুষের কাছে। এভাবে সকলের সামনে কথা বলার মাধ্যমে যিনি উপস্থাপনা করে থাকেন, তাদেরকেই বলা হয় সংবাদ উপস্থাপক/উপস্থাপিকা। সুন্দর বাচনভঙ্গি, স্পষ্টভাবে কথা বলা সংবাদ উপস্থাপনার একটি গুণ।
আপনি যদি দর্শকদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চান, অতিথিদের সাক্ষাৎকার নিতে চান এবং ব্রেকিং নিউজ উপস্থাপন করতে চান, তাহলে এই ক্যারিয়ার আপনার জন্য আদর্শ হতে পারে। বর্তমান প্রজন্মের কাছে সংবাদ উপস্থাপক/ উপস্থাপিকা একটি আকর্ষণীয় পেশা।
সংবাদ উপস্থাপনার কৌশল: জনসাধারণের কাছে খাঁটি খবর/গল্প উপস্থাপন করে, সাক্ষাৎকার পরিচালনা করে এবং বিভিন্ন মাধ্যমে তাদের ধারণা প্রকাশ করে। সরাসরি টেলিভিশন বা রেডিওতে সংবাদ পরিবেশন করে। তারা সাধারণত স্টুডিও থেকে রিপোর্ট করে, তবে প্রয়োজন হলে তারা ঘটনাস্থলে থেকেও রিপোর্ট করতে পারে।
সংবাদ উপস্থাপকরা যেখানে কাজ করে থাকেন:
- বাংলাদেশ বেতার
- রেডিও স্টেশন
- বাংলাদেশ টেলিভিশন
- বেসরকারি টেলিভিশন চ্যানেল
সাবলীল ভঙ্গিতে নিজেকে আকর্ষণীয় উপস্থাপক বা উপস্থাপিকা হিসাবে প্রস্তুত করা খুব কঠিন কাজ নয়।
যোগ্যতা: সাধারণত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে ব্যাচেলর ডিগ্রি আছে এমন ব্যক্তিকে যোগ্য বলা হয়। তবে এটি বাধ্যতামূলক নয়। ন্যূনতম স্নাতক পাশ হলে ও সুন্দর উপস্থাপনার দক্ষতা থাকলে আপনিও সংবাদ উপস্থাপনা করতে পারেন। এছাড়াও পূর্বে উপস্থাপনার অভিজ্ঞতা বা সংবাদ উপস্থাপনা নিয়ে কোর্স করা থাকলে অগ্রাধিকার পেতে পারেন।
এই পেশায় সফল হতে সাধারণভাবে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে:
- বাচনভঙ্গি হলো কোনো কিছু সুন্দর করে বলার মাধ্যমে উপস্থাপনা করা।
- অঙ্গভঙ্গি হলো শারীরিক ভাষা। আপনার সঠিক ভঙ্গি থাকা উচিত। বসা বা দাঁড়িয়ে ঝিমঝিম করা যাবে না যা ভুল বার্তা পাঠাতে পারে। আত্মবিশ্বাসী থাকতে হবে।
- স্পষ্ট ও আকর্ষণীয় উচ্চারণ হতে হবে এবং আপনার ভয়েস এমনকি শব্দ উচ্চারণের উপর ফোকাস করা উচিত হবে।
- বাংলা ও ইংরেজিতে কথা বলার ক্ষমতার পাশাপাশি ব্যাকরণ, উচ্চারণে পারদর্শী হতে হবে এবং একটি শব্দভাণ্ডার থাকতে হবে যা ঘটনাকে রঙিনভাবে বর্ণনা করতে পারে।
- সাবলীল উপস্থাপনা ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে। আপনাকে ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্য বোধ করতে হবে।
- সহজ ভাষায় ও খবরের গুরুত্ব অনুযায়ী নিউজ স্ক্রিপ্ট লেখার দক্ষতা, চমৎকার লেখক হতে হবে এবং এমন শব্দ চয়ন করতে হবে যা সকলের সহজেই বোধগম্য হবে।
- সমসাময়িক বিভিন্ন বিষয় সম্পর্কে ভালো ধারণা থাকা, বর্তমান বিষয় এবং ইতিহাস সম্পর্কে জানা থাকতে হবে।
- অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দেয়ার ক্ষমতা অর্থাৎ উপস্থিত বুদ্ধি থাকতে হবে। একটি সংকট মোকাবেলা করার জন্য সরাসরি সম্প্রচারে যেতে হতে পারে এবং ব্রেকিং নিউজে অস্থায়ীভাবে কথা বলতে হতে পারে। সকল পরিস্থিতি মোকাবেলার পূর্ণ দক্ষতা থাকতে হবে।
- অধ্যাবসায় ও নিয়মিত অনুশীলণের মাধ্যমে নিজেকে উপস্থাপক হিসেবে সফলভাবে তুলে ধরতে সক্ষম হবেন।
আরও যে দক্ষতাগুলির বিকাশ এবং অনুশীলন প্রয়োজনীয় তা হলো:
যোগাযোগ: একজন সংবাদ উপস্থাপক হিসাবে, আপনার প্রাথমিক দায়িত্ব হল সংবাদ এবং অন্যান্য বর্তমান ঘটনাগুলি আপনার দর্শকদের কাছে পৌঁছে দেওয়া। এক্ষেত্রে মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা প্রয়োজন।
সময় ব্যবস্থাপনা: টাইম ম্যানেজমেন্ট দক্ষতা আপনাকে একাধিক কাজ করতে এবং আপনার কাজগুলিকে কার্যকরভাবে তুলে ধরতে সক্ষম করে যা আপনাকে নিজের কাজে ফোকাসড থাকতে সাহায্য করে।
কারিগরি দক্ষতা: আপনার কাজের উপর নির্ভর করে, আপনার সম্প্রচারিত সংবাদের গল্প সম্পাদনায় আপনার নির্দিষ্ট সরঞ্জামগুলি ব্যবহার করার দক্ষতা থাকতে হবে। যেমন ভিডিও এবং অডিও সম্পাদনা সফ্টওয়্যার বা কন্টেট ম্যানেজমেন্ট সিস্টেম।
এছাড়াও কিছু প্রয়োজনীয় দক্ষতা হলো:-
- সমস্যা সমাধানের দক্ষতা
- নেতৃত্ব
- পাবলিক স্পিকিং
- খুঁটিনাটি বিষয়ে মনোযোগী বা পর্যবেক্ষণমূলক দক্ষতা
- টিমওয়ার্ক
- দ্রুত সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা
- প্রযুক্তিগত দক্ষতা
- পড়া এবং লেখার দক্ষতা
- গবেষণার দক্ষতা এবং তদন্তের দক্ষতা
সংবাদ উপস্থাপক/উপস্থাপিকা পেশাটি হলো এমন একটি পেশা যার জন্য শিক্ষা, বাস্তব অভিজ্ঞতা এবং ক্রমাগত উন্নতির প্রতিশ্রুতির সমন্বয় প্রয়োজন। আপনার যোগাযোগ দক্ষতার বিকাশ, একটি শক্তিশালী পেশাদার নেটওয়ার্ক গড়ে তোলার উপর ফোকাস করে যা আপনাকে সংবাদ উপস্থাপনায় একটি ফলপ্রসূ ক্যারিয়ার তৈরি করে দিতে পারে।
মনে রাখবেন, অধ্যবসায় এবং অনুশীলনই এই গতিশীল এবং উত্তেজনাপূর্ণ পেশার মূল উপাদান। সংবাদ উপস্থাপনা একটি প্রতিযোগিতামূলক পেশা। একজন ভালো সংবাদ উপস্থাপক হতে হলে আপনাকে প্রচুর পরিশ্রম এবং ধৈর্য ধরতে হবে।
আরোও ব্লগ পড়তে এখানে ক্লিক করুন।
লেখিকা
তৌহিদা
ইন্টার্ন, কনটেন্ট রাইটিং ডিপার্টমেন্ট
YSSE