আকাশ অন্ধকার ও বিষাদময় মেঘ ভারী 

ধূসর বৃষ্টির ফোঁটা অশ্রুর মতো পড়ে 

জানলার কাচে 

সুবাসিত পাখিরা মিষ্টি গান গায়

বৃষ্টি একটি আশীর্বাদ, আরেকটি অভিশাপ !!


বৃষ্টি মানেই পৃথিবীর বুক জুড়ে বিরহের বর্ষন বৃষ্টিমানেই কিছু কামলতা, কিছু করুন উন্মাদনা । নিস্তব্ধ কোনো ঘোর রাতে কিংবা  স্নিগ্ধ বিকেলের দমকা হাওয়ায়  ঝলসানো জীবন মরুর বুকে একটুলনি স্বস্তি । সোডিয়াম আলোর ঝলকানিতে ভেজা রাস্তা, শহরের বুকে ক্ষানিক স্বস্তির খোরাক মেটায় । বর্ষার পদাবলি কতোই না মায়া ছড়ায় ইট পাথুড়ে সব শহুরে জীবনে ।

জীবনের মায়াজালে অবরুদ্ধতা আমাদের ভুলিয়ে নিয়ে আসে যান্ত্রিকতার সাম্রাজ্যে । যেখানে নেই ঝড়ো বাতাসে বন্ধুরা মিলে বৃষ্টিতে ভেজা , বাতাসে ঝড়ে পড়া আম কুড়ানো, পিছলে পড়া ভেজা ঘাসে দাপিয়ে বেড়ানো । এখানে নেই স্কুল ফাঁকি দেবার পৈচাশিক আনন্দ, নেই ক্লান্ত দুপুরে আনমনে বৃষ্টিতে বর্ষন । এতসব নেই এর মাঝেও শহুরে জীবনে, প্রাণহীনযত দালানের ওপারে যত বারি বর্ষায় , তাতেই স্নিগ্ধতা আগলায় গোটা শহর।


কোমলতায় মাখা  শীতলতা আমাদের মনকে রাঙায় মেঘের প্রতিধ্বনিতে । ভাজা-পোড়ার টানাপোড়ায় হয় নানান খুনসুটি ,  পাথুরে কবিদের লেখার রংতুলি, কারো বিরহে কাঁদা , ধোঁয়া ওঠা চায়ের কাপ কতকিছূই না মনে করিয়ে দেয় । আমার শহর, আমার মানুষগুলো, সবই আপন মনে হয় তখন ।

ব্যস্ত  জীবনের গতিময় জীবনকে অনেকটা থামিয়ে চালায় রিমঝিম বৃষ্টি। আনমনা যত ফেলে আসা চিঠিগুলো হয়ত পুরোনো পোস্টবক্সের ধুলোয় জমা পড়ে রয় , তবুও বৃষ্টি আমাদের ভাবায় । রকমারি আলোয় সজ্জিত মুহুর্তগুলোকে বর্ষার দিনগুলো চিনিয়ে দেয় আধারের মায়া  । যে মায়ায় আসক্ত গোটা পৃথিবী।

বৃষ্টি সবসময়ই কবিদের জন্য যাদুকরি এবং আত্মার জন্য বিশ্রাম । বিশেষ করে শহরের জীবনের কংক্রিটের জঙ্গলের মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা নগরজীবনের সব মসৃণতা বৃষ্টি হয়েই বর্ষায় ।  মেঘাচ্ছন্ন আকাশের বিষণ্ন পরিবেশ পর্যন্ত  আবেগের বর্ণালী উদ্রেক করে তোমার আমার ধূসর আবছায়ায় । কারণ আমরা সকলেই কবি । কেউ লিখি  , কেউ লিখি না ।

করুণসব মুহূর্তঘেরা রিমঝিম বৃষ্টি সবার জন্যে সুন্দর হয়না হয়তো , কারও কারও করুণার প্রয়োজনীয়তা হয়েও ঘটে তার আবির্ভাব । স্থানকাল পাত্র ভেদে বৃষ্টি সকলের কাছে উপভোগ্য নহে ।  আলো আধারের গল্প অনেকের কাছে অলিক কল্পনা মাত্র ।  মস্তিষ্কের নিউরনীয় টানে অনেকরই দুর্বিষহ মনে হয় অঝোড়  বৃষ্টির মনোমুগ্ধতাকে ,  অবকাঠামোগত ব্যাধি শহরের নিঃশ্বাস আটকে দেয় মাঝে মাঝে । তখন আবেগের মহিমার চেয়ে বিবেকের আলোড়ন বেশি হাক তোলে । আবেগঘন সব পঙ্গক্তি রসহীন হয়ে ভেসে যায় দীর্ঘশ্বাসে।

আবাসস্থলহীন  মানুষদের কাছে এই বিলাসিতা একান্তই সৃষ্টিকতার কাছে অভিযোগ ভাবাপন্ন। জীবনের রূপরেখা পরিবর্তনের আশায় যারা এই ইটপাথরের হৃৎপিন্ডে পাড়ি জমিয়েছিলো, এ শহরের তাদের দেবার মতো কিছুই নেই। আষাঢ়ের কালো মেঘ যেনো তাদের জীবনরেখার সমান্তরালেই বহমান ।

 

তবু শহরের এককােণে আনমনা কিছু পাখি ডানা ঝাপটায় আকাশে বাতাসের মুহুমুহু গানে । যেখানে নেই কোনো অজানা প্রশ্রয় , নেই সীমনা হারবার ভয়, নেই রাজ্যের আরাধনা মাথায় নিয়ে আকাশের পানে  দীর্ঘশ্বাস।  বৃষ্টিমুখর শহর এক ভিন্ন অনুভূতি , ভিন্ন অভিজ্ঞতার সাক্ষী । কিছু বিষন্ন বর্ষনে চিরচেনা পূর্ণতারা দূর আকাশে মিলায় । রিমঝিম আকাশের বুকে স্বস্তি হয়ে নেমে আসা বৃষ্টি শহুরে জীবনের বহু প্রতিক্ষীত  বস্তু । বৃষ্টিরা অপেক্ষা বাড়ায় , বৃষ্টিরা অপেক্ষায় আসে , জীবনের সব জঞ্জাল মুছে নিয়ে চলে স্বচ্ছতার শুরুতে । যেখানটায় শুরু হয়েছিলা তোমার আমার পথচলা । 

কারণ , বৃষ্টিরা হয়তো সবসময়ই করুণ
For more blogs , Click Here !

Writer:-

Md Hasibul Kadher Badhon

Inter, Content Writing Department

YSSE