বন্ধুত্ব এক মধুর সম্পর্ক।পরিবারের পর আমরা আমাদের বন্ধুদেরই সাধারণত সবচেয়ে কাছের মনে করে থাকি। “ফ্রেন্ডস আর দি ফ্যামিলি ইউ চুস”। বন্ধুরা আমাদের সকল বিপদ আপদের সঙ্গী হয়,আমাদের পাশে থাকে। সৎ বন্ধুরা আমাদের সর্বদা ভালো চায় এবং ভালো কাজে উৎসাহ দিয়ে থাকে।একজন বিশ্বস্ত বন্ধু হলো আপনার জীবনে চলার পথে সবচেয়ে বড় সম্পদ।

 

এই বন্ধুত্ব দিবসে আপনার কাছের বন্ধুদের জানান শুভকামনা।বন্ধুদের সাথে নিয়ে দেখে ফেলুন চমৎকার কিছু বন্ধুত্ব সম্পর্কিত মুভি। চলুন দেখে নিই বলিউডের অসংখ্য মুভির মধ্যে একবিংশ শতাব্দীর বন্ধুত্ব সম্পর্কিত সেরা কয়েকটি মুভির তালিকা :

 

১. দিল চাহতা হে (২০০১) :

 

আমির খান,অক্ষয় খান্না এবং সাইফ আলী খান অভিনীত “দিল চাহ্তা হে” তিনজন বন্ধু নিয়ে গল্প। তাদের বন্ধুত্ব ছিলো ঈর্ষণীয়,একে অপরের জন্য সদা পাশে থাকতো তারা।তবে তাদের মধ্যে ভিন্ন মতামত, ভালোবাসা ইত্যাদি কারণে মাঝেমধ্যে বন্ধুত্বে ফাটল ধরতে দেখা গেলেও তাদের সম্পর্ক নিঃশেষ হয়ে যায়নি। কারণ একটি পর্যায়ের পর তারা একে অপরের অনুভূতি এবং জীবন সম্পর্কে ভালোভাবে উপলব্ধি করা শিখে এবং একে অপরকে বুঝতে শিখে। এই মুভিটিতে আপনি দেখতে পারবেন এই তিনবন্ধু কিভাবে সকল সংগ্রাম ও দ্বন্দ্ব পেরিয়ে তাদের বন্ধুত্বের সম্পর্কে জয়ী হতে পেরেছিলো।

 

২.জানে তু ইয়া জানে না (২০০৮) :

 

জেনেলিয়া ডিসুজা এবং ইমরান খান অভিনীত “জানে তু ইয়া জানে না” মুভিটি তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে থাকা একটি মুভি। জেয় ও আদিতি দুইজন বেস্টফ্রেন্ড এবং তাদের আরো কয়েকজন বন্ধু মিলে একটি বন্ধুদল রয়েছে। এই মুভির “কাভি কাভি আদিতি” গানটিতে আমরা দেখতে পাই আদিতি কষ্টে থাকার কারণে তার সব বন্ধুরা তার মন ভালো করতে এবং তাকে উৎসাহিত করতে অনেক চেষ্টা চালাতে থাকে। এছাড়া আদিতির ভাই অমিত এর সাথেও আদিতির রয়েছে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বন্ধুদের সাথে মিলে এই মুভিটি দেখা একটি বেস্ট অপশন হতে পারে। 

 

৩. বিল্লু বারবার (২০০৯) :

 

শাহরুখ খান এবং ইরফান খান অভিনীত “বিল্লু বারবার” মুভিটিতে আমরা দেখতে পাই নাপিত বিল্লু এবং সুপারস্টার সাহির খানের বন্ধুত্ব।  নাপিত বিল্লু এবং তার সাধারণ পরিবার গ্রামে বসবাস করে, সেই গ্রামে সিনেমার শুটিং করতে আসে সেলিব্রিটি সুপারস্টার সাহির খান। বিল্লু এবং সাহির ছিলো ছোটবেলার বন্ধু। তবে আজ তাদের অবস্থান অনেক ভিন্ন।কেউ একেবারে সাধারণ জীবনযাপন করছে আর কেউ খ্যাতি লাভ করছে বিশ্বজুড়ে। তবে বন্ধুত্ব কি এসকল সামাজিক বাঁধার কাছে হার মেনে যায়? জানতে হলে দেখে ফেলুন বিল্লু বারবার মুভিটি।

 

৪. থ্রি ইডিয়েটস (২০০৯) :

 

আমির খান,আর মাধাভান, শারমান যোশী অভিনীত মুভি থ্রি ইডিয়েটস। আবারো আমির খান অভিনীত এবং তিনজন বন্ধু নিয়ে গল্প। থ্রি ইডিয়েটস মুভিটিতে আমরা দেখতে পাই আমাদের শিক্ষা ব্যাবস্থার করুণ দিকগুলো। এই মুভিটিতে যেমন বন্ধুত্ব নিয়ে জানা যায় সেই সাথে জানা যায় জীবন এবং স্বপ্ন নিয়ে অনেক শিক্ষা। এই মুভিটি ছোট বড় সকলের জন্য একাধারে অনেক শিক্ষণীয় এবং অনেক মজাদার একটি মুভি। এখানে কমেডিক বিভিন্ন ঘটনা তো আছেই,আবার অনেক জটিল এবং চিন্তাবিষয়ক ব্যাপারই কমেডিক ভাবে সহজ করে উপস্থাপন করা হয়েছে। পুরোদমে একটি প্যাকেজ মুভি হিসাবে এটি দেখতে পারেন,এবং এমন মজার মুভি আগে দেখলেও বারবার দেখতেও খারাপ লাগার সুযোগ থাকেনা! 

 

৫. জিন্দেগি না মিলেগি দোবারা (২০১১) :

 

হৃত্বিক রোশান, আভে দেওল ও ফারহান আখতার অভিনীত এবং জোয়া আখতারের নির্মীত এই মুভিটি তিনবন্ধুর গল্প ঘিরে। ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে কাবির, আর্জুন আর ইমরান। নিজ নিজ জীবনে ভিন্নভাবে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে তারা প্রত্যেকে। ভালোবাসা,পরিবার,ক্যারিয়ার ইত্যাদি বিভিন্ন বিষয়ে তারা তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছিলো। অনেকদিন পর তারা একটি ভ্রমণ পরিকল্পনা করে এবং ভ্রমনের একের পর এক অভিজ্ঞতা তাদের শিখিয়ে দেয় জীবন ও বন্ধুত্বের আসল অর্থ। তারা একে অপরকে সহায়তা করে তাদের সকল সমস্যা এবং ভয়গুলোকে পরাজিত করে জীবনে এগিয়ে যেতে এবং জীবনে সাহসী এবং স্বাধীন হতে। 

 

৬. ছিছোরে (২০১৯) :

 

সুশান্ত সিং রাজপুত অভিনীত “ছিছোরে” একদল বন্ধুদের দেখানো হয়েছে যারা তাদের ছাত্রজীবনে “লুজারস” হিসাবে পরিচিত ছিল। মুভিটিতে কলেজ জীবনের সময়গুলোকে স্মৃতিচারণ  করে বর্তমান চরিত্রগুলো। বন্ধুরা একসাথে দেখে অনেক কিছু নিজেদের জীবনের সাথে মিল খুঁজে পাবেন। দেখানো হয়েছে বন্ধুরা কিভাবে পরিবারের মত আন্তরিক হয়ে যায়। এছাড়াও এই মুভিটিতে অনেক ধরনের শিক্ষণীয় বিষয় উপস্থাপন করা হয়েছে যা আপনাকে ভাবাবে এবং সাথে অনেক কিছু শিখাবে। সেই সাথে আপনাকে সাহস জোগানো ও উৎসাহ প্রদানের ক্ষেত্রেও ভূমিকা রাখবে।

 

এই মুভিগুলোর শিক্ষা এবং কমেডিক উপকরণ কোনোদিকেই কমতি নেই। বন্ধুদের সাথে দেখার জন্য প্রতিটিই খুব ভালো অপশন হতে পারে। তাই আর দেরি না করে আপনার বন্ধুদের সাথে নিয়ে উপভোগ করে ফেলুন চমৎকার এই মুভিগুলো!

 

For more such blogs check here ysseblog.com 

 

Writer:

 

Ramisa Shamrin Chowdhury

Intern, Content Writing Department, YSSE.