আপওয়ার্ক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অনলাইন ফ্রিলান্সিং মার্কেটপ্লেস। শুরুতে এটি ওডেস্ক নামে পরিচিত ছিল যা পরে নাম পরিবর্তন করে অন্য একটি মার্কেটপ্লেস ইল্যান্সের সাথে একীভূত হয়ে আপওয়ার্ক নাম ধারণ করে। যারা অনলাইনে কাজ করেন তাদের অনেকেরই স্বপ্ন থাকে আপওয়ার্কে একটি একাউন্ট খুলে ফ্রিল্যান্সিং শুরু করার। কেননা আপওয়ার্ক এর মত প্লাটফর্ম ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সার উভয়ের জন্যই একে অপরকে খুঁজে পাওয়ার ব্যাপারটা সহজ করে দেয়।
আপওয়ার্ক কী এবং কীভাবে কাজ করে?
আপওয়ার্ক এর কাজ হল ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্টের মধ্যে সংযোগ স্থাপন করা। সহজ কথায়, আপওয়ার্কে ফ্রিল্যান্সারগণ তাদের প্রোফাইলে নিজেদের কাজ, অভিজ্ঞতা এসব তুলে ধরেন। ক্লায়েন্টরা তাদের প্রয়োজন অনুযায়ী ফ্রিল্যান্সারদের সাথে পরবর্তীতে কাজ করে থাকেন। পুরো প্রক্রিয়াটি ইন্টারনেটের মাধ্যমে আপওয়ার্ক প্ল্যাটফর্মে সম্পন্ন হয়। ফ্রিল্যান্সারকে তাদের পারিশ্রমিক আপওয়ার্ক এর সাথে ভাগ করে নিতে হয়। আপওয়ার্ক ফ্রিল্যান্সারদের আয়ের ১০% কেটে নেয় সার্ভিস চার্জ হিসেবে। এছাড়া, বায়ারের দিক থেকেও বিভিন্ন প্ল্যানে বিভিন্ন রকম ফি নেয় আপওয়ার্ক।
আপওয়ার্ক এ কাজের প্রকারভেদ
ফ্রিল্যান্সিং এর উপর ভিত্তি করে চালিত আপওয়ার্ক এ বিভিন্ন ধরনের কাজের দেখা মিলবে। মূলত শিল্প এবং দক্ষতাভিত্তিক কাজই এখানে গুরুত্ব পায়। আপওয়ার্ক এ যেসব কাজের দেখা মিলবে তার মধ্যে উল্লেখযোগ্য মূল ক্যাটেগরিগুলো নিম্নরূপঃ
- ফটোগ্রাফি এবং এডিটিং
- ভিডিও প্রোডাকশন
- ওয়েব ডিজাইন
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)
- মার্কেটিং
- সোস্যাল মিডিয়া ম্যানেজমেন্ট
- গ্রাফিক ডিজাইন
- প্রোগ্রামিং
- সফটওয়্যার ডেভলপমেন্ট
- লিটারেচার (লেখা ও এডিটিং)
- কপিরাইটিং
- এডভার্টাইজিং
- টিচিং
- অনুবাদ করা
- কন্ঠ প্রদান (ভয়েস ওভার)
- আর্ট ডিরেকশন
- সাপোর্ট, ভার্চুয়াল এসিস্ট্যান্ট
আপওয়ার্ক ওয়েবসাইট এবং অ্যাপ দুই মাধ্যমেই একাউন্ট ম্যানেজমেন্ট ও জব অ্যাপ্লাই/মেসেজিং করা যায়। এছাড়াও তাদের পেমেন্ট সিস্টেম অনেকটাই নিরাপদ। আপওয়ার্কে ফিক্সড প্রাইস এবং ঘন্টা হিসেবে (আওয়ারলি) পারিশ্রমিকে কাজ পাওয়া যায়।
আপওয়ার্ক এ কীভাবে একাউন্ট খুলতে হয়?
আপনি যদি আপওয়ার্ক এ কাজ করবেন বলে সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে নিম্নোক্ত ভাবে সাইন আপ করবেন –
- Upwork.com এ যান এবং “সাইন আপ” এ ক্লিক করুন।
- আপনার কাজের ইমেল ঠিকানা, Apple বা আপনার Google অ্যাকাউন্ট ব্যবহার করে সাইন আপ করুন৷
- আপনার ব্যক্তিগত তথ্য যোগ করুন।
- আপনার কাজ সম্পর্কে বিস্তারিত বলে আপনার আপওয়ার্ক প্রোফাইল শুরু করুন।
- আপনার শিক্ষাগত পটভূমি হাইলাইট করুন।
- আপনার অতীত কাজের অভিজ্ঞতা হাইলাইট করুন।
- আপনার ভাষার দক্ষতা যোগ করুন।
- আপনার ঘন্টার কাজের হার বা সময় নির্ধারণ করুন।
- আপনার শিরোনাম এবং ওভারভিউ নির্দেশ করুন।
- প্রোফাইল ফটো যোগ করুন।
- আপনার যোগাযোগের বিবরণ যোগ করুন।
- জমা দেওয়ার আগে আপনার প্রোফাইলের পূর্বরূপ দেখুন।
- আপওয়ার্কে একজন ফ্রিল্যান্সার হন নিজেকে নির্বাচিত করুন।
আপওয়ার্ক এ কীভাবে কাজ পাবেন?
১.আপওয়ার্ক সাইটে বা অ্যাপে লগইন করে “ফাইন্ড ওয়ার্ক” ট্যাবে প্রবেশ করে ফিড থেকে আপনার পছন্দের কাজ খুঁজে নিন। এছাড়াও সার্চ করে কাজের কাজ খুঁজে নিতে পারেন।
২.পছন্দনীয় কাজ খুঁজে পেলে কাজের বিবরণ পড়ুন।
৩.“সেন্ড এ প্রপোজাল” বাটন এ ক্লিক করুন।
৪.এই সেকশনে আপনি নিজের পরিচয়, কাজের অভিজ্ঞতা এবং আশানুরূপ সম্মানী এসব বিষয় উল্লেখ করবেন।
৫.যদি ক্লায়েন্ট আপনার সাথে কাজ করতে আগ্রহী হন, তাহলে তিনি আপনার সাথে মেসেজে যোগাযোগ করবেন।
৬.দুই পক্ষের সম্মতি হলে কাজ নিয়ে চুক্তি হয়।
আপওয়ার্ক এ বিভিন্ন ধরনের পেমেন্ট নেয়ার অপশন রয়েছে। আরও জানতে আপওয়ার্ক এর পেমেন্ট সম্পর্কিত পেজটি ঘুরে আসতে পারেন।
আশা করি আলোচনার মাধ্যমে আপনি আপওয়ার্কের বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। পাশাপাশি এর কাজ সম্পর্কে জানতে পেরেছেন এক্ষেত্রে আপনি অবশ্যই বুঝতে সক্ষম হয়েছেন যে এখান থেকে অনলাইনে আয় শুরু করা খুবই সহজ। সেখানে আপনি বাইরের সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন এক্ষেত্রে আপনার যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয় সম্পর্কে জানানোর মাধ্যমে বিভিন্ন বায়ারের কাছ থেকে কাজ নিতে পারেন আর কাজ নিয়ে সুন্দরভাবে ডেলিভারি প্রদানের মাধ্যমে আপনি ইনকাম করতে সক্ষম হবেন এক্ষেত্রে অবশ্যই আপনার অভিজ্ঞতা ও দক্ষতার বিষয়ে জানানোর প্রয়োজন রয়েছে।
To read more blogs click here.
লেখিকা,
ফারিহা আলিফ
ইন্টার্ন, কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট
YSSE