গবেষণা, ছোট্ট একটি শব্দ। যার মূলে রয়েছে বিশাল কর্মযোগ ! যার জন্য পোহাতে হয় সুবিশাল  পেরেশানি, কাটাতে হয় অগণিত বিনিদ্র রজনী। কেন হবে না এমন বলুন তো? শব্দটি ছোট হলেও এর গুরুত্বের দিক  নীল গ্রহ পৃথিবীকে ছাড়িয়ে দূরবর্তী গ্রহ-নক্ষত্রেও পৌঁছে গেছে আজ। কল্পনাশক্তির এমন অভাবনীয় সৃজনকর্মে সমাজ-সভ্যতায় লেগেছে পরিবর্তনের ছোঁয়া। নাগরিক জীবনে এসেছে স্বাচ্ছন্দ ও স্বস্তিবোধের উচ্ছ্বাস। এই যেমন সকালের পেস্ট থেকে রাতের এসি রুমে বিশ্রাম নেয়া পর্যন্ত সবই আমরা ব্যবহার করছি এই গবেষণার ফলস্বরুপ হিসেবে 

প্রাচীন যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত কয়েক ধাপে বিবর্তন ঘটেছে এই গবেষণা পরিচালনায়। অন্যদিকে লিটারেচার রিভিউও রূপান্তরিত হয়েছে সুনিপুণ এআই টুলস, সফটওয়্যার ও ওয়েবসাইটের আধুনিকতায়। এবারে আমরা পরিচিত হয় সে বিশেষ পাঁচটি টুল ও ওয়েবসাইট  নিয়ে যা লিটারেচার সংগ্রহে বিশেষ ভূমিকা রাখে। 

সায়েন্সডিরেক্ট

লিটারেচার রিভিউয়ের প্রাথমিক ধাপ হলো গবেষকের ফিল্ড অব ইন্টারেস্টের সাথে মিল রেখে প্রাসঙ্গিক লিটারেচার বা আর্টিকেল সংগ্রহ করা। বেশিরভাগ গবেষক ও শিক্ষাবিদরা এসব লিটারেচার সংগ্রহের ক্ষেত্রে প্রাধান্য দেন গুগল স্কলার কিংবা রিসার্চগেইটকে। কিন্তু, এদের পাশাপাশি এমন আরও অনেক ওয়েবসাইট আছে যেগুলো গবেষণার লিটারেচার সংগ্রহে সহায়ক ভূমিকা রাখে। যেমন (সাইলিট), (পাবমেড) কিংবা সায়েন্সডিরেক্ট-এর মতো সাইটগুলো। এসব ওয়েবসাইটের দ্রুতগামী সার্চ আপনাকে সাহায্য করবে মূহুর্তের মধ্যে চমৎকার সব ফিল্ড রিলেটেড লিটারেচার সংগ্রহের কাজে।স্কোপাসের অধীনস্থ বিশ্বস্ত এই ওয়েবসাইট ব্যবহারের জন্য সাইন আপের প্রয়োজন নেই। তবে, আপনি চাইলে সাইন আপ ও লগইন করেও নিতে পারেন। এরপর,দেখতে পাবেন ইন্টারফেস।যার ফলশ্রুতিতে সহজেই খুঁজে নিতে পারেন আপনার নির্ধারিত কাজ।

জেডলাইব্রেরি

লিটারেচার সংগ্রহের পাশাপাশি একজন গবেষকের প্রয়োজন পরে  ফিল্ড রিলেটেড রেফারেন্স বই পড়া এবং তা সংগ্রহে রাখা। কেননা, গবেষণার ক্ষেত্র সম্পর্কে জানার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এতে করে জ্ঞানের মাত্রা বৃদ্ধি পায়। তৈরি হয় অজানার শূন্যতা পূরণের আকাঙ্ক্ষা । কিন্তু, দেশি বইয়ের পাশাপাশি বিদেশি বইগুলোর অত্যাধিক মূল্য  দেখে অনেকেই এই বই সংগ্রহের কাজে পিছিয়ে পড়ে। তবে, তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে ১২ কোটি বই ও ৮৪ কোটি জার্নাল আর্টিকেলের সুবিশাল ভাণ্ডার নিয়ে হাজির হয়েছে জেড লাইব্রেরি

বছর দুয়েক পূর্বে অজানা কারণে আমেরিকান গোয়েন্দা সংস্থা কর্তৃক বন্ধ করে দেয়া হয়েছিল লাইব্রেরির মূল ওয়েবসাইটটি। তবে, সম্প্রতি নতুন কার্যবিধি নিয়ে পুনরায় ফিরে এসেছে এটি। এখান থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন দেশি-বিদেশি চড়ামূল্যের দুর্লভ সব বই। হাতের খুব নাগালে পাবেন আপনার ইচ্ছের হাজারো গুরুত্বপূর্ণ আর্টিকেল ও বই সমূহ।

সংগ্রামের নোটবুক

ধরুন  আপনি ইতিহাস, ঐতিহ্য ও প্রাচীন সংস্কৃতি নিয়ে গবেষণা করতে চান।এসবের জন্য সংগ্রহ এবং রিভিউ করতে হবে সেকেন্ডারি জার্নাল আর্টিকেল। খুঁজে বের করতে হবে পর্যাপ্ত তথ্য-উপাত্তের পুরনো সব দলিল দস্তাবেজ। প্রয়োজন হবে প্রাচীনকালের পত্র-পত্রিকাও। এরই পরিপেক্ষিতে  সংগ্রহের এই অসম্ভব কাজকে সহজীকরণ আপনাকে সাহায্য করবে সংগ্রামের নোটবুক এখানে আপনি ১৯৪০ কিংবা তারও পূর্ব থেকে ২০০৯ পর্যন্ত প্রকাশিত দ্য হিন্দু, অমৃত বাজার, সাপ্তাহিক বিচিত্রা, দৈনিক আজাদি, দৈনিক ইত্তেফাকদৈনিক যুগান্তরসহ আরও অনেক পত্রিকা পাবেন ছবি ও পিডিএফ আকারে।

সাইস্পেইস

পর্যাপ্ত লিটারেচার ও জার্নাল আর্টিকেল সংগ্রহের পর শুরু হয় লিটারেচার রিভিউয়ের কাজ। একটি ভালো গবেষণা সম্পাদনে খুবই গুরুত্বপূর্ণ ধাপ এই লিটারেচার রিভিউ। এর দ্বারা একজন গবেষক পূর্বে প্রকাশিত প্রাসঙ্গিক আর্টিকেলসমূহ পড়েন। তারপর  খুঁজে বের করেন এদের অমীমাংসিত গবেষণা কাজ।সেক্ষত্রে  গবেষণার এই ধাপটি মোটেও সহজ নয়। কঠিন এই পেপারগুলো পড়ে বোঝার জন্য ব্যয় করতে হয় ঘন্টার পর ঘন্টা সময়। একজন গবেষকের থাকতে হয় অবিরাম ধৈর্য।সেক্ষেত্রে যদি এমন হয় কেউ একজন আপনাকে আর্টিকেলের খুঁটিনাটি বুঝিয়ে দিচ্ছে তবে কেমন হয় বলুন তো?নিশ্চয়ই খুব সহজ দিক উন্মোচন হবে এই কাজে।তাই একাজে বিরাট ভূমিকা রাখে এআই টুল সাইস্পেইসএই টুল ব্যবহারে কিছু নিয়ম রয়েছে। সহজে সাইন আপ করে কাজ শুরু করতে পারবেন প্রয়োজনীয় বিধি মেনে।

এলিসিট

লিটারেচার রিভিউয়ের পর একজন গবেষকের মাথায় আসে নানা প্রশ্ন। এসব প্রশ্নের উত্তর খুঁজতে ঘুরতে হয় অসংখ্য ওয়েবসাইট। দ্বারস্থ হতে হয় প্রফেসর ও সুপারভাইজরের। তবে, ব্যস্ত শিডিউলে কখনও কখনও সুপারভাইজরের দেখা পাওয়াই হয়ে যায় দুর্বিষহ অবস্থা। আর তাই, কখনো উত্তর পাওয়া যায় তো কখনো যায় না। সেক্ষত্রে কি করা শ্রেয়? তা হলো গবেষণা সম্পর্কিত প্রশ্নের উত্তর দেবে এমন এআই টুলস ও ওয়েবসাইটের সাহায্য নেওয়া। যেমন- আপনার হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করবে এআই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট টু্ল এলিসিট ১৭৫ মিলিয়ন আর্টিকেল থেকে গুরুত্বের সাথে টুলটি খুঁজে বের করবে আপনার উত্তর।টুলটি ব্যবহারের জন্য ইমেইল, নাম ও পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নিবেন।এরপরে  আসবে ইন্টারফেস। দেখতে পাবেন প্রশ্ন করার একটি বক্স। বক্সে প্রশ্ন লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে নিয়ে যাবে নতুন এক ইন্টারফেসে। এইভাবে ধাপে ধাপে আপনার কাজ সম্পূর্ণ করে আপনার অজনা প্রশ্নের উত্তর খুঁজে পাবেন সহজে। 

লিটারেচার রিভিউ সে সাথে গবেষণার পূর্ণ-পরিচালনা, উভয় ক্ষেত্রেই সহজতর   এসব এআই টুল ও সফটওয়্যার রাখবে মাহাত্ম্যপূর্ণ অবদান।সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বর্তমানে এবং ভবিষ্যতেও এসব সরঞ্জাম তৈরির পেছনের অবদানও হবে এই গবেষণার। যার ধারাবাহিকতায়, আরো সহজ-সরল, সুন্দর ও উপভোগ্য হবে গবেষণার কাজ।সে সাথে সহজ এবং সাবলীল হবে নতুন নতুন গবেষণার দিক।

এরকম আরো ব্লগ পড়তে, ক্লিক করুন। 

 

লেখিকা

মোর্শেদা বেগম।

ইন্টার্ন, কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট

YSSE