আমরা কথা বলছি উসামা হক–এর সাথে, যিনি একজন স্বীকৃত ক্যালিগ্রাফার এবং Usama’s Calligraphy Academy-এর প্রতিষ্ঠাতা। তিনি শুধু শিল্পী নন, একজন স্বপ্নবান মানুষ, যিনি ক্যালিগ্রাফিকে দেখেন শিল্পের পাশাপাশি ক্যারিয়ার গঠনের একটি শক্ত ভিত হিসেবে। আমরা অনেকেই ক্যালিগ্রাফির দৃষ্টিনন্দন সৌন্দর্যে মুগ্ধ হই, কিন্তু এর পেছনের পরিশ্রমের গল্পটা আমাদের অজানাই থেকে যায়। আজকের এই পর্বে তিনি খোলাখুলি আলোচনা করেছেন তার অভিজ্ঞতা, সংগ্রাম, ভবিষ্যৎ পরিকল্পনা ও নতুনদের জন্য পরামর্শ নিয়ে। চলুন, এবার শুনি তার অভিজ্ঞতার আলোকে ক্যালিগ্রাফির জগৎ নিয়ে আরও বিশদ আলোচনা।
YSSE: একজন পেশাদার ক্যালিগ্রাফি আর্টিস্ট হওয়ার জন্য কী ধরনের অনুশীলন বা অভ্যাস দরকার?
উসামা হক: সবার আগে ক্যালিগ্রাফির প্রতি প্রচণ্ড আগ্রহ ও ভালোবাসা থাকা দরকার। অনেকে শেখা শুরু করে মাঝপথে আগ্রহ হারায়। দ্বিতীয়ত, নিয়মিত ও ধারাবাহিক অনুশীলন করতে হবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
YSSE: গ্রাফিক ডিজাইন ও ক্যালিগ্রাফির সংযোগ কীভাবে দেখেন?
উসামা হক: একটা সময় যখন ডিজিটাল মিডিয়া আবিষ্কার হয়নি, তখন থেকেই আমরা ক্যালিগ্রাফি চর্চা দেখতে পাই। আমি মনে করি, গ্রাফিক ডিজাইন ও ক্যালিগ্রাফি একে অপরের সাথে সম্পর্কিত। যারা ক্যালিগ্রাফির কাজ আগে করেছেন, বর্তমান সময়ে তারা যদি গ্রাফিক্সে ক্যালিগ্রাফির কাজ জানেন, তাহলে এটিকে সহজেই সবক্ষেত্রে উপস্থাপন করতে পারবেন। অনেকেই আছেন, ক্যালিগ্রাফির হাতের কাজ জানেন কিন্তু গ্রাফিক্স জানেন না, তারা এটিকে অনেক ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরতে পারেন না। আবার বিপরীতও ঘটে; গ্রাফিক্স জানেন তবে ক্যালিগ্রাফি জানেন না, তারাও এই শিল্পকে ঠিকভাবে উপস্থাপন করতে পারেন না। সুতরাং আমি বলবো, গ্রাফিক ডিজাইন ও ক্যালিগ্রাফির উভয় বিষয়ে জ্ঞান থাকলে বিশ্বব্যাপি এর প্রচার সম্ভব। আমরা বর্তমান সময়ে লোগো ডিজাইন, নাম লিপি দেখতে পাই এখানে ক্যালিগ্রাফির প্রচুর ব্যবহার রয়েছে। এক্ষেত্রে গ্রাফিক্সের ভূমিকাও অনেক।
YSSE: ডিজিটাল যুগে হাতে লেখা ক্যালিগ্রাফির গুরুত্ব কীভাবে ব্যাখ্যা করবেন?
উসামা হক: আমরা ডিজিটাল যেভাবেই করি না কেন, মূল ক্যালিগ্রাফির বিষয়টি কিন্তু হাতের। ক্যালিগ্রাফি কখনো হাতের মতো করে ডিজিটালভাবে করা সম্ভব নয়। ডিজিটালি যতই কাজ হোক না কেন, হাতের কাজের গুরুত্ব সবসময়ই টিকে থাকবে। আমরা তো অনেক দিন ধরে ক্যালিগ্রাফির কাজ করছি, বর্তমান সময়ে AI দিয়ে বিভিন্ন ল্যান্ডস্কেপ তৈরি করি। কিন্তু এখন পর্যন্ত AI দিয়ে ক্যালিগ্রাফি সঠিক নির্ভুলভাবে করা সম্ভব হয়নি। এটি অনেকাংশে অসম্ভব, কারণ এখানে প্রতিটি লেখার আলাদা একটি প্যাটার্ন থাকে। হাতের মাধ্যমে ছাড়া এটি কখনই সম্ভব না।
YSSE: আপনার মতে, ক্যালিগ্রাফি কি শুধুই একটি শিল্প, নাকি এটি ক্যারিয়ার গঠনের সুযোগ তৈরি করতে পারে?
উসামা হক: আমি প্রথমেই বলবো, ক্যালিগ্রাফি একটি শিল্প। শিল্প থেকে আস্তে আস্তে ক্যারিয়ার গঠন হতে পারে। বাংলাদেশের মতো জায়গায় এটি খুবই রিস্কি একটি প্রফেশন বলবো। শুধুমাত্র টিকে থাকাটাই অনেক কঠিন। মার্কেটে তার চাহিদা অনুযায়ী ক্যারিয়ার হতে পারে। কিন্তু প্রাথমিকভাবে সব ছেড়ে এটির পেছনে লেগে থাকা অনেক কঠিন।
YSSE: ভবিষ্যতে আপনার একাডেমির জন্য কী কী পরিকল্পনা রয়েছে?
উসামা হক: বর্তমানে আমার Usama’s Calligraphy Academy যেহেতু সম্পূর্ণ অনলাইনভিত্তিক, আমার পরবর্তী পরিকল্পনা এটিকে গঠনমূলকভাবে অফলাইনে প্রতিষ্ঠানটি দাঁড় করানো। আমি অনলাইনে যেভাবে এটিকে এগিয়ে নিয়ে এসেছি, সেইম অফলাইনের কার্যক্রমও এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে যেন খুব সহজেই শিক্ষার্থীরা এখানে যোগাযোগ করতে পারে এবং ক্যালিগ্রাফিটা শিখতে পারেন শুধুমাত্র শিল্প হিসেবে নয়, ক্যারিয়ার কেন্দ্রিক ভাবেই যেন শিখতে পারেন, সেই চেষ্টাই করবো।
YSSE: ক্যালিগ্রাফি শেখার জন্য যারা আগ্রহী, তাদের জন্য আপনার পরামর্শ কী?
উসামা হক: ক্যালিগ্রাফি শেখার জন্য যারা আগ্রহী, তাদের জন্য আমি প্রথমেই বলবো এখানে দুই ধরনের মানুষ রয়েছে। একটি হচ্ছে ক্যালিগ্রাফিকে তারা ভালোবাসেন, ক্যালিগ্রাফির প্রতি তারা আগ্রহী, আগ্রহ থেকে তারা ক্যালিগ্রাফি শিখতে চায়। আরেক ধরনের মানুষ রয়েছেন, যারা ক্যালিগ্রাফি করছেন অন্য যারা এটি থেকে ক্যারিয়ারে সফল হয়েছেন, তাদের দেখে তারা ভাবছেন; আমি ক্যালিগ্রাফি শিখবো, তারপর এটিকে আমার ক্যারিয়ার হিসেবে গ্রহণ করে উপার্জন করবো।
সেই জায়গা থেকে ক্যালিগ্রাফিতে ভালো করতে হলে, ভালোভাবে শিখতে হলে আগ্রহের জায়গা থেকে শিখতে হবে। প্রথমেই ইনকামের চিন্তা থেকে শেখা যাবে না। প্রথমে শিল্প শেখার আগ্রহ থেকে শিখতে হবে। শুরুতেই অল্পদিনের মধ্যেই শিখে ফেলবো, অল্পদিনেই অনেক ভালো করে ফেলবো, এই চিন্তা থেকে সরে এসে একদম বেসিক থেকে আমাকে স্টেপ বাই স্টেপ শিখতে হবে; এই টেন্ডেন্সি থাকতে হবে। তাহলে যেকোনো শিক্ষার্থীর জন্য এটা পরবর্তীতে ক্যালিগ্রাফি নিয়ে সহজে এগোতে পারবে। এতে করে তার কাজটাও সুন্দর হবে, বেসিক ও ক্লিয়ার হবে। বেসিক মজবুত হলে যেকোনো লাইনে দ্রুত এগোবে।
সবশেষে আমি বলবো, অনেকেই হয়তো পর্যাপ্ত প্রচার-প্রচারণার অভাবে এখানে টিকে থাকতে পারছেন না। আমি মনে করি, আপনারা যেই উদ্যোগ নিয়েছেন, তরুণ অথবা যারা বিভিন্ন কাজ দ্বারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য অনেক উপকারী হবে। আপনাদের জন্য অনেক শুভ কামনা রইল। সময় বের করে আমার সাক্ষাৎকার নিলেন, তার জন্য ধন্যবাদ।
YSSE: আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভকামনা রইল আপনার প্রতিটি উদ্যোগের জন্য। আমরা বিশ্বাস করি, আপনার মতো শিল্পীরা নতুন প্রজন্মের জন্য পথ দেখাবেন, তাদের সাহস আর বিশ্বাস জোগাবেন।
সময় বের করে আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং আপনার অভিজ্ঞতার ঝুলি খুলে ধরার জন্য YSSE-র পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
Usama Haque (Facebook Page : https://www.facebook.com/share/16r4sy3G7S/)
এই রকম আরো ব্লগ পড়তে, ক্লিক করুন
লেখিকা
আনিকা শারমিলা
ইন্টার্ন, কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট
YSSE