তরুণদের পড়াশোনার পাশাপাশি এখন দক্ষতা উন্নয়ন করা খুব জরুরি। কেননা যে যত বেশি দক্ষ সে তত বেশি সফলতার সিঁড়ি বেয়ে এগিয়ে যাচ্ছে। তাই তরুণদের প্রতিযোগিতামূলক পৃথিবীর জন্য প্রস্তুত করতে, তাদের পথচলাকে সহজ করতে সুদীর্ঘ নয় বছর ধরে কাজ করে Youth School for Social Entrepreneurs (YSSE).

 

YSSE কাজ করে একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সচেতন ও কর্মমুখী জনগোষ্ঠীকে নিয়ে: তরুণ জনগোষ্ঠী।প্রতি বছর ৪ মাস ব্যাপি ইন্টার্নশিপ প্রোগ্রাম আয়োজন করে এটি তরুণদের দক্ষ হওয়ার সুযোগ করে দেয়।এখানে তরুণদের তৈরি করা হয় তাদের শিক্ষাজীবন শেষে চাকরি জীবনে প্রবেশের এক যোদ্ধা হিসেবে। কেননা বর্তমানে চাকরির বাজারে রীতিমতো প্রতিযোগিতা, আছে বিপুল কাজের চাপ, প্রয়োজন পরিবেশ-পরিস্থিতির সাথে খাপখায়ে নেওয়া, নিত্য-নতুন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান রাখা। তাই যাতে আমাদের এই তরুণ সমাজ নিজ এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে সে দিকটি নিয়ে কাজ করে যাচ্ছে YSSE। বিচিত্র কর্মজগত নিয়ে ধারণা দিতে এটির রয়েছে ৮টি ডিপার্টমেন্ট। যা হলো: 

 

1. Marketing & PR Department

2. Graphics Design Department

3. Communication Department

4. Content writing Department 

5. Video editing Department

6. Admin and HR Department

7. Operations Management Department 

8. Business Development Department 

এছাড়া এই সকল ডিপার্টমেন্টের রয়েছে আরও কিছু সাব-টিম, যা ইন্টার্নদের নতুন ও ক্রিয়েটিভ কিছু শিখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তাছাড়া YSSE সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করে চলেছে। এক মুঠো আহার, মাদ্রাসা ফান্ড সহ নানা সামাজিক সেবামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এটি সামাজিক দায়বদ্ধতা পূরণ করছে।

উদ্যোমী ও আত্মবিশ্বাসী কিছু ব্যক্তিবর্গের পদচারণায় YSSE পা রেখেছে “৯”-এ। তাদের পদচারণা শুরু হয় ২০১৫ সাল থেকে। সেই থেকে এটি কাজ করে যাচ্ছে এক ঝাঁক তরুণ নিয়ে। তাদের ক্যারিয়ার গড়তে করা হয়েছে বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা, নেওয়া হয়েছে বিভিন্ন প্রোগ্রাম ও ট্রেনিং সেশন। যার মাধ্যমে তারা নিজেদের দক্ষ ও যোগ্য করতে পারছে। কর্মজীবনে নিজেদের মেলে ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে।

 

YSSE-এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে দিন ধরে থাকছে নয় ধরনের আয়োজন।

9 days’ program schedule :

🔰 Day 1 (1 February 2024): Career Talk 

🔰  Day 2  (2  February 2024): Cultural Program 

🔰  Day 3  (3  February 2024): 9 Years Celebration of YSSE(Across 7 Divisions) 

🔰 Day 4  (4  February 2024): Behind the Journey

🔰 Day 5 (5 February 2024): Ajker Tarunno

🔰 Day 6 (6 February 2024): Interview Hacks – Admin and HR Department

🔰 Day 7 (7 February 2024): Mental Health – Business Development Department

🔰 Day 8 (8 February 2024): Social Entrepreneurship – Marketing and PR Department

🔰 Day 9 (9 February 2024): YSSE’s Journey Special Live

ঢাকা ছাড়াও উৎসব পালিত হবে ৪টি বিভাগ জুড়ে। প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে-

১. ঢাকা

২. চট্টগ্রাম

৩. খুলনা

. রাজশাহী

৫. সিলেট

মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কৃষি বাড়ি ইকো রিসোর্টে। আমাদের এই আনন্দ-উল্লাসে আপনাদের সকলের প্রতি রইল সাধর আমন্ত্রণ।

তরুণ শক্তিকে ভবিষ্যত বাংলাদেশের জন্য প্রস্তুত করতে কাজ করে এভাবেই এগিয়ে যাবে YSSE, পার করবে শত শত রঙিন বসন্ত। শুভ জন্মদিন প্রিয় YSSE

 

To read more blogs, click here.

 

Writer,

Morsheda Begum

Management Trainee,

Content writing Department,

YSSE