এক বছর, দুই বছর ,তিন বছর করে করে….. এবার ১০ বছরে!

কি বলে এই মাইলফলক অর্জনকে ?

“এক দশক” তাই না?

কেনো বলছি? কারণটা হলো আমাদের প্রিয় YSSE ও এবার দশ বছরে!

কিন্তু এই এক দশক পড়ে কোথায় দাঁড়িয়ে আমরা? YSSE কি সেই প্রভাব সৃষ্টি করতে সক্ষম হয়েছে যা প্রথম দিন স্বপ্ন দেখেছিলো?

এই ব্যাপারে জেনে নেয়া যাক তাহলে !

তরুণদের পড়াশোনার পাশাপাশি এখন দক্ষতা উন্নয়ন করা খুব জরুরি। কেননা যে যত বেশি দক্ষ সে তত বেশি সফলতার সিঁড়ি বেয়ে এগিয়ে যাচ্ছে। তাই তরুণদের প্রতিযোগিতামূলক পৃথিবীর জন্য প্রস্তুত করতে, তাদের পথচলাকে সহজ করতে সুদীর্ঘ দশ বছর ধরে কাজ করে Youth School for Social Entrepreneurs (YSSE).

YSSE কাজ করে একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সচেতন ও কর্মমুখী জনগোষ্ঠীকে নিয়ে: তরুণ জনগোষ্ঠী। প্রতি বছর ৪ মাস ব্যাপি ইন্টার্নশিপ প্রোগ্রাম আয়োজন করে এটি তরুণদের দক্ষ হওয়ার সুযোগ করে দেয়। এখানে তরুণদের তৈরি করা হয় তাদের শিক্ষাজীবন শেষে চাকরি জীবনে প্রবেশের এক যোদ্ধা হিসেবে। কেননা বর্তমানে চাকরির বাজারে রীতিমতো প্রতিযোগিতা, আছে বিপুল কাজের চাপ, প্রয়োজন পরিবেশ-পরিস্থিতির সাথে খাপখেয়ে নেওয়া, নিত্য-নতুন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান রাখা। তাই যাতে আমাদের এই তরুণ সমাজ নিজ এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে সে দিকটি নিয়ে কাজ করে যাচ্ছে YSSE। বিচিত্র কর্মজগত নিয়ে ধারণা দিতে এটির রয়েছে ৮টি ডিপার্টমেন্ট। যা হলো:

1. Marketing & PR Department
2. Graphics Design Department
3. Communication Department
4. Content writing Department
5. Video editing Department
6. Admin and HR Department
7. Operations Management Department
8. Business Development Department

এছাড়া এই সকল ডিপার্টমেন্টের রয়েছে আরও কিছু সাব-টিম, যা ইন্টার্নদের নতুন ও ক্রিয়েটিভ কিছু শিখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তাছাড়া YSSE সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করে চলেছে। এক মুঠো আহার, শীত বস্ত্র বিতরণ কর্মসূচি, মাদ্রাসা ফান্ড সহ নানা সামাজিক সেবামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এটি সামাজিক দায়বদ্ধতা পূরণ করছে।

উদ্যোমী ও আত্মবিশ্বাসী কিছু ব্যক্তিবর্গের পদচারণায় YSSE পা রেখেছে “১০”-এ। তাদের পদচারণা শুরু হয় ২০১৫ সাল থেকে। সেই থেকে এটি কাজ করে যাচ্ছে এক ঝাঁক তরুণ নিয়ে। তাদের ক্যারিয়ার গড়তে করা হয়েছে বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা, নেওয়া হয়েছে বিভিন্ন প্রোগ্রাম ও ট্রেনিং সেশন। যার মাধ্যমে তারা নিজেদের দক্ষ ও যোগ্য করতে পারছে। কর্মজীবনে নিজেদের মেলে ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে।

YSSE-এর দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে ১০ দিন ধরে থাকছে ১০ ধরনের আয়োজন।

১০ দিনব্যাপী আয়োজনসমূহ:

🔰 Day 1 (1 February 2025): Celebration Program: Dhaka meetup

(অনুষ্ঠানটি অফলাইনে আয়োজিত হবে এবং সাথে থাকবে উপস্থিত প্রতিষ্ঠাতা এবং সকল প্রধান অতিথির বক্তব্য)

🔰 Day 2 (2 February 2025): Leadership and growth with YSSE alumni ( live show)

(এই শো এর বিষয় “Leadership and building resilient teams” যেখানে অতিথি হিসেবে থাকবে সকল ডিপার্টমেন্টের সিনিয়ররা এবং অ্যালামনাইবৃন্দ আর যোগ দিতে পারবেন সবাই)

🔰 Day 3 (3 February 2025): Behind the journey

(এটা মূলত Anniversary Special live show)

🔰 Day 4 (4 February 2025): Ajker Tarunno

(এটাও Anniversary Special live show)

🔰 Day 5 (5 February 2025): Career Talk

(আরো একটি Anniversary Special live show)

🔰 Day 6 (6 February 2025): YSSE journey through the decades

(YSSE এর প্রতিষ্ঠাতা কাছ থেকে গল্পের মাধ্যমে এই লাইভ শো টি অনুষ্ঠিত হবে!)

🔰 Day 7 (7 February 2025): Community Impact Day

(Charity Hub and এক মুঠো আহার Project এর পক্ষ থেকে সমাজসেবা মূলক কিছু ইভেন্ট আয়োজিত হবে e.g., food distribution or educational workshops for underprivileged children)

🔰 Day 8 (8 February 2025): Celebration Program – Chattogram Meetup

(অফলাইনে, চট্টগ্রাম বিভাগের মিটাপ প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে)

🔰 Day 9 (9 February 2025): Session on “ How to Start your Own Business”

(এই অনলাইন লাইভ সেশনে বক্তা হিসেবে থাকবেন Sheikh Mohammad Yousuf Hossain স্যার)

🔰 Day 10 (10 February 2025): Cultural Program

(গান, নাচ ,আবৃত্তি ও বিভিন্ন রকম প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠিত হবে এই কালচারাল প্রোগ্রামটি)

ঢাকা ছাড়াও উৎসব পালিত হবে আরো ১টি বিভাগ- চট্টগ্রাম জুড়ে।

প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে-
১. ঢাকা
২. চট্টগ্রাম

মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে (শনিবার ,১ ফেব্রুয়ারী, ২০২৫): দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড, এসইএল সেন্টার, ২৯, পশ্চিম পান্থপথ, ঢাকা।

এবং, চট্টগ্রাম (শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫): চট্টগ্রাম প্রেস ক্লাব, জামালখান, চট্টগ্রাম।

আমাদের এই আনন্দ-উল্লাসে আপনাদের সকলের প্রতি রইল সাদর আমন্ত্রণ।

তরুণ শক্তিকে ভবিষ্যত বাংলাদেশের জন্য প্রস্তুত করতে কাজ করে এভাবেই এগিয়ে যাবে YSSE, পার করবে শত শত রঙিন বসন্ত। শুভ জন্মদিন প্রিয় YSSE

YSSE’র ১০ বছর পূর্তি, এক অসাধারণ যাত্রার মাইলফলক! এটি শুধুই এক দশক পূরণের উদযাপন নয়, বরং নতুন এক অধ্যায়ের সূচনাও বটে।

কেবল অতীতের সাফল্যেই সীমাবদ্ধ না হয়ে বরং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে উজ্জীবিত। YSSE আরও উচ্চতায় পৌঁছাক, নতুন দিগন্তে বিস্তার পাক, এবং আমাদের প্রত্যাশা ও সপ্নকে বাস্তবে পরিণত করুক।

আসুন আমরা একসাথে উদযাপন করি এই সাফল্যের মুহূর্তকে এবং অপেক্ষা করি আরও চমকপ্রদ দশকের!

“YSSE-এর দশকের এগিয়ে চলার এই পথে,
স্বপ্নের আলো জ্বলুক, সাফল্যের সাথে”

এরকম আরো ব্লগ পড়তে, ক্লিক করুন এখানে

লেখক
মাফরুহা সুমাইয়া
ইন্টার্ন , কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট
YSSE