তথ্য প্রযুক্তির এই সময়ে যখন পৃথিবী চলে এসেছে হাতের মুঠোয় তেমনভাবে প্রতিযোগীতাও বেড়েছে। উন্নত জীবনযাপনে মানুষ হয়ে উঠেছে তৎপর। আর এই উন্নত জীবনযাপনের অন্যতম সহায়ক মাধ্যম যে শিক্ষা তা মানুষ বুঝতে পেরেছে অনেক আগে থেকেই। বর্তমান সময়ে উচ্চশিক্ষা গ্রহণ প্রত্যেক শিক্ষার্থীর কাছে এক লালিত স্বপ্ন। যে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শিক্ষার্থীরা ছুটে যায় তার পছন্দের দেশে উচ্চশিক্ষা গ্রহণে।
আর এই স্বপ্নপূরণে একজন শিক্ষার্থীকে করতে হয় কঠোর পরিশ্রম,জানতে হয় নানা তথ্য,এগোতে হয় ধাপে ধাপে । জার্মানি, ইউরোপ, কানাডা, আমেরিকাসহ নানা দেশে শিক্ষার্থীরা ছোটে তাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে।
আর উচ্চশিক্ষা গ্রহণে এসব দেশের মধ্যে সেরা পছন্দের তালিকায় রয়েছে আমেরিকা তথা মার্কিন যুক্তরাষ্ট্রের নাম।
উন্নত জীবন-যাত্রার মান, প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন, নানান সুযোগ সুবিধা শিক্ষার্থীদেরকে সহজেই আকৃষ্ট করে। বর্তমানে বিশ্বের শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষা গ্রহণে পছন্দের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আমেরিকা।
আমেরিকা তথা মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণে তাই অন্যান্য দেশের শিক্ষার্থীদের সাথে আমাদের দেশের শিক্ষার্থীদের আবেদনও জমা পরে অগণিত। কেনই বা উচ্চশিক্ষার লালিত স্বপ্ন পূরণে সেরা পছন্দ আমেরিকা? এর পেছনে রয়েছে নানা কারণ।
আমেরিকার মতন উন্নত একটি দেশে উন্নত জীবনযাপন করার সুযোগ, প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন,উন্নত দেশটি থেকে শিক্ষাগ্রহণের নানা সুযোগ সুবিধাই শিক্ষার্থীদেরকে চুম্বকের ন্যায় আৃকষ্ট করে উন্নত এই দেশটিতে উচ্চশিক্ষা গ্রহণে।
উচ্চশিক্ষা গ্রহণে একজন শিক্ষার্থীকে নানা পদক্ষেপ নিতে হয়, পছন্দের দেশটিতে শিক্ষা গ্রহণ করতে এগোতে হয় নানা ধাপেও। আমেরিকার মতন একটি দেশ যদি হয় স্বপ্নপূরণের নাম তবে সেই সুযোগ গ্রহণে একজন শিক্ষার্থীকে শুরু থেকেই করতে হয় কঠোর পরিশ্রম।
আমেরিকায় উচ্চশিক্ষা গ্রহণে যেসব তথ্য জানা দরকারঃ
যথার্থ গাইডলাইন, পদক্ষেপ একজন শিক্ষার্থীর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। আমেরিকার মতন একটি দেশে উচ্চশিক্ষা গ্রহণ কেমন হবে এই প্রশ্নের দ্বিধা শিক্ষার্থীদের মাঝে না থাকলেও উচ্চশিক্ষা গ্রহণে কি কি ধাপ অতিক্রম করে তবেই আমেরিকার মতন স্বপ্নের দেশ থেকে উচ্চশিক্ষার সুযোগ গ্রহণ করতে পারে, আবেদন প্রক্রিয়াসহ নানান প্রশ্নের জটিলতায় এবং দ্বিধায় অনেক শিক্ষার্থীরাই জর্জরিত থাকে। এমন প্রশ্নের ধোঁয়াশা কাটাতে প্রথমেই শিক্ষার্থীকে বেছে নিতে হবে যথাযথ পদক্ষেপ।
অনার্স,মাস্টার্স নাকি পিএইচডি কোন ডিগ্রি অর্জনে শিক্ষার্থী পাড়ি জমাতে চায় পছন্দের এই দেশটিতে, আবেদন প্রক্রিয়া কেমন এবং উচ্চশিক্ষা গ্রহণে যা থাকা বাধ্যতামূলক তাও স্পষ্টভাবে জেনে নিতে হবে।
দেশটিতে ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, ডক্টরেট ডিগ্রিতে স্কলারশিপের কম-বেশি সুযোগ সুবিধা থাকায় তা সহজেই শিক্ষার্থীদেরকে আকৃষ্ট করে।
খরচঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পছন্দের বিষয়ে পড়ার খরচ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এক্ষেত্রে স্কলারশিপর সুযোগ থাকায় সে খরচ হতে পারে অনেকটা কম। এছাড়া পাশাপাশি কাজের সুযোগ থাকায় সে সুযোগ গ্রহণ করে আয়ও করা যেতে পারে।
আবেদন প্রক্রিয়া এবং যোগ্যতাঃ
একজন শিক্ষার্থীকে আমেরিকার মতন দেশে উচ্চশিক্ষা গ্রহণে জেনে নিতে হবে আবেদনের প্রক্রিয়া সম্পর্কেও, এতে করে খুব সহজেই সে তার যাত্রাকে সহজ করে তুলতে পারে।
আমেরিকায় রয়েছে বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয় এবং এইসব বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নামকরা স্কলারশিপও চালু রয়েছে, শিক্ষার্থীকে এই সুযোগ নিয়ে নিতে হবে কঠোর পরিশ্রমের মাধ্যমে।
প্রয়োজনীয় ডকুমেন্টস সম্পর্কে ধারণা রাখতে হবে এবং একজন শিক্ষার্থীকে যোগ্যতার অধিকারী হতে হবে যা দেখেই একটি বিশ্ববিদ্যালয় তাকে সেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণে সুযোগ দিয়ে থাকে। এক্ষেত্রে-
– GRE/ GMAT
– IELTS/TOEFL
– Letter of Recommendation
– Personal Statement
এসব বিষয়ে সঠিক ধারণা নেয়া একজন শিক্ষার্থীর স্বপ্নপূরণের পথকে সহজ করে দিতে পারে।
কখন আবেদন করা যাবে, ভিসা প্রক্রিয়াসহ নানান দিক তাকে স্পষ্টভাবে জেনে নিতে হবে। ভর্তি প্রক্রিয়ায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ের চাহিদা ভিন্ন হয়ে থাকে। তাই এ বিষয়ে আগেই জেনে নিতে হবে। ইংরেজি ভাষায় দক্ষ হওয়া শিক্ষার্থীর জন্য একান্ত আবশ্যক। এছাড়া আবেদন করবার সময় কখন সে সম্পর্কেও ধারণা থাকতে হবে। নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ এবং আবেদনপ্রক্রিয়ার ধাপ সুন্দরভাবে পেরোতে পারলেই, আমেরিকার প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে জায়গা করে নিতে পারবে।
পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্রের নাম হিসেবে আমেরিকা পরিচিত একটি নাম, পাশাপাশি উন্নয়নের অববাহিকায় উন্নত একটি দেশ, যে দেশের শিক্ষাসহ সব স্তরেই রয়েছে উন্নয়নের বহমান ধারা, জীবনযাপনের সুযোগ- সুবিধা। এই সুযোগ-সুবিধা লুফে নিতে শিক্ষার্থীরাও তাই পাড়ি জমাতে চায় উন্নত এই দেশটিতে উচ্চশিক্ষা গ্রহণে।
আমেরিকা দেশটি শিক্ষার্থীদের কাছে স্বপ্নের রাজমহল যেখানে তারা উচ্চশিক্ষা গ্রহণে পাড়ি দেয়ার স্বপ্ন নিয়ে ছুটতে চায়। নানান ধাপে নিজেকে যোগ্য প্রমাণ করে স্বপ্নকে বাস্তবায়িত রূপ দিতে তারা পছন্দের অন্যতম দেশ হিসেবে বেছে নেয় আমেরিকা তথা মার্কিন যুক্তরাষ্ট্রকে। পুরো বিশ্বজুড়ে দেশটি উচ্চশিক্ষা গ্রহণে শিক্ষার্থীদের কাছে একটি স্বপ্নের রাজ্য। রূপকথার গল্পের ন্যায় যে দেশটিতে পঙ্খীরাজ ঘোরায় করে ছুটে যেতে চায় শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণে। আর এই রুপকথা বাস্তবায়িত করতেই শিক্ষার্থীদের পছন্দের তালিকায় সেরা নাম আমেরিকা তথা মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত দেশটির শিক্ষাব্যবস্থা, শিক্ষাগ্রহণের সুযোগ-সুবিধা, উন্নত জীবন-যাত্রার মানই দেশটিকে পছন্দের তালিকায় অন্যতম করে তুলেছে শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষা গ্রহণে।
Click Here to read more blogs.
Writer:
Sathi Mitra
Intern, Content Writing Department
YSSE.