আপনি কি একজন সফল ও দক্ষ তরুণ হতে  চান? প্রতিষ্ঠানিক  শিক্ষার  পাশাপাশি নিজেকে আরো বিকশিত করতে চান?  তাহলে YSSE তে যোগদান হতে  পারে আপনার দক্ষতা অর্জনের প্রথম পদক্ষেপ।

বিশ্বায়ন এর এই  যুগে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বহুমুখী দক্ষতার প্রয়োজন। কর্ম ক্ষেত্রে পেশাদারিত্ব ধরে রাখতে  আমাদের ব্যক্তিগত বিকাশ এবং স্থিতীশীলতা বৃদ্ধি করা অপরিহার্য্য ।

 সেশ্বাসেবক হিসাবে সামাজিক কাজে অংশগ্রহণ  আমাদেরকে ব্যর্থতা মোকাবেলা, বাধা অতিক্রম এবং প্রতিকূলতার সম্মুখে অবিচল থাকা শেখায় ।

YSSE, একটি অলাভজনক যুব সংগঠন, তরুণ মনের সম্ভাবনাকে সম্পূর্ণরূপে বিকাশ করতে তাদের সহায়তা করতে , ২০১৫ সাল থেকে তাদের সামাজিক কার্যক্রম সম্প্রসারিত করছে। বাংলাদেশ সহ ২৮ টিরও বেশি দেশে YSSE তাদের সেবা বিস্তৃত করেছে এবং সারা বিশ্ব জুড়ে বেশ কিছু সচেতনতা কর্মসূচি এবং উদ্যোক্তা সম্মেলন আয়োজন করেছে।

তারই ধারাবাহিকতায় YSSE সাধারণ সদস্য ২০২৪আহ্বায়ন করা হচ্ছে।

আমরা আনন্দের সাথে ঘোষণা করছি যে, YSSE তাদের নেটওয়ার্কের মধ্যে YSSE এবং এর কার্যক্রম প্রচারের জন্য কলেজ, বিশ্ববিদ্যালয় এবং কর্মজীবীদের কাছ থেকে আবেদন আহ্বান করছে।

সাধারন সদস্য হওয়ার জন্য আপনার কিছু বিষয় সম্পর্কে যোগ্যতা থাকা বাধ্যতামূলক। 

যোগ্যতাসমূহ:
  • কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নন।
  • সমাজের উন্নয়নে স্বেচ্ছাসেবা করার ইচ্ছা থাকা 
  • YSSE এবং এর কার্যক্রম সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা।
  • কাজের প্রতি নিবেদিত এবং দায়িত্বশীল।
  • শৃঙ্খলাবদ্ধ, সময়ানুবর্তিত, সম্ভাবনাময় এবং দায়বদ্ধ।
  • সামাজিক উদ্যোক্তা হিসাবে নিজের ক্যারিয়ার গড়ার আগ্রহ থাকা।

সাধারন সদস্য হওয়ার পরে আপনি কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকবেন।

সদস্য সুবিধা:

  • দক্ষতা বৃদ্ধির জন্য নির্ধারিত প্রশিক্ষণ কর্মসূচিতে বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ।
  • সদস্যপদ লাভের সময় নিবন্ধন ফি ছাড়াই YSSE-এর প্রদত্ত প্রতিটি প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ।
  • বিভিন্ন প্রকল্পে YSSE কোর টিমের সাথে কাজ করার সুযোগ (মূল্যায়নের উপর নির্ভর করে)।
  • সম মনা বক্তিদের সাথে দেশের বিভিন্ন পর্যায়ে নেটওয়ার্কিংয়ের সুযোগ।
  • YSSE এর দেওয়া যেকোনো সেবার জন্য অগ্রাধিকার। YSSE-এর সমর্থন সহ দক্ষ উদ্যোক্তা হিসাবে নিজেকে গড়ে তোলার বিশাল সুযোগ।
  • সফল সমাপ্তির ভিত্তিতে প্রতিটি সদস্যকে একটি সনদপত্র দেওয়া হবে।
  • YSSE সদস্যদের কার্যক্রম এবং পারফরম্যান্সের যথাযথ মূল্যায়নের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পুরস্কৃত করা হবে।
  • সদস্যরা নিজেদের বিকাশের জন্য উপযুক্ত ব্যক্তিদের কাছ থেকে পরামর্শমূলক সহায়তা পাবেন।

সাধারন সদস্য দের জন্য যোগ্যতা এবং সুযোগ সুবিধা ছাড়াও রয়েছে বেশ কিছু নির্দেশনা।

নির্দেশিকা:
  • YSSE সদস্যদের স্বেচ্ছাসেবায় কাজ করতে হবে।
  • সদস্যরা ভোট দেওয়ার ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না।
  • সংগঠনের গঠনতন্ত্র, দর্শন, মিশন, নিয়মাবলী এবং সকল আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি মান্য করতে হবে।
  • ঠিকানা, অবস্থা, ইমেল, ফোন নম্বর বা অন্য কোনো প্রয়োজনীয় তথ্যে কোনো পরিবর্তন হলে অবশ্যই YSSE কর্তৃপক্ষকে জানাতে হবে।
  • কোনো সদস্য যদি অসামাজিক আচরণে জড়িত হন বা প্রতারণামূলক কাজ করেন, তাহলে তাদের সদস্যপদ অবিলম্বে বাতিল করা হবে।
  • YSSE সদস্যরা সংগঠনের মধ্যে কোনো ধরণের রাজনৈতিক বা প্রভাব বিস্তারকারী (যা বিবাদ সৃষ্টি করে) পরিচয় বহন করতে পারবেন না।
  • সদস্যপদ অনুমোদন সম্পূর্ণরূপে YSSE এর নির্বাহী বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করবে।
  • সদস্যপদ স্থানান্তরযোগ্য নয়।
  • নির্বাচিত সদস্যরা সদস্যপদ ফি প্রদানের পর YSSE সদস্য হতে পারবে

উপরের সব ধাপ অতিক্রম করে যদি আসতে পারলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আবেদনের পরবর্তীতে রয়েছে নির্বাচনের বিভিন্ন ধাপ।

নির্বাচন বিবরণ:
  • পদ: সাধারণ সদস্য
  • মেয়াদ: ছয় (৬) মাস
  • আবেদন জমার শেষ তারিখ: ২০২৪ সালের ৭ মার্চ
নির্বাচন প্রক্রিয়া:

পুরো প্রক্রিয়াটি অনলাইনে পরিচালিত হবে।

  • অনলাইনে আবেদন জমা দেওয়া: আপনার আবেদন ফর্ম YSSE ওয়েবসাইটে বা অন্যান্য নির্ধারিত প্ল্যাটফর্মে জমা দিতে হবে।
  • যোগ্যতা যাচাই: জমা দেওয়া আবেদন ফর্ম এবং সিভি পর্যালোচনা করে প্রার্থীদের বাছাই করা হবে।
  • বাছাই করা প্রার্থীদের অনলাইন সাক্ষাৎকার: শর্টলিস্টেড প্রার্থীদের সাথে অনলাইনে সাক্ষাৎকার নেওয়া হবে।
  • নির্বাচন: সাক্ষাৎকার এবং যোগ্যতার উপর ভিত্তি করে চূড়ান্ত নির্বাচন করা হবে।
  • YSSE সদস্যপদ সাবস্ক্রিপশন ফি জমা দেওয়া এবং নির্বাচন: নির্বাচিত প্রার্থীদের YSSE সদস্যপদ সাবস্ক্রিপশন ফি জমা দিতে হবে। এরপরেই তারা YSSE সদস্য হিসেবে নিশ্চিত হবেন।

দ্রষ্টব্য:

  • সদস্যপদ সাবস্ক্রিপশন ফি: ১০০০ টাকা (শুধু নির্বাচিত প্রার্থীদের জন্য প্রযোজ্য এবং ফেরতযোগ্য নয়)

তাহলে আর দেরি কেন , আবেদন করুন ysse এর` GENERAL MEMBER RECRUITMENT 2024 এ। শুরু হোক নতুন যাত্রা

আবেদন করুন এখানে: 

Form Link: https://forms.gle/spqpotjbFbzxu9q3A

আবেদন ফর্ম সঠিক ভাবে পূরন করুন। আবেদন জমা দেয়ার পরে আপনাকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে আপনি ইন্টার্ভিউ এর জন্য সিলেক্টেড কিনা।

যদি এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে নির্দ্বিধায় নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করুন: ০১৭৫২০২০৩৪০/ ০১৭১৬২২২৫৩৭/ ০১৭১৩১৪৩৭৩৯।

আপনি আমাদের সাথে ইমেলেও যোগাযোগ করতে পারেন: ysse.hrd@gmail.com

ফেসবুক লিঙ্ক: https://www.facebook.com/YSSEGlobal

ওয়েবসাইট লিঙ্ক: https://ysseglobal.org

 

Zakiya Sultana

Intern

Content Writing Department

YSSE