১০ জন পৃথিবীর বিখ্যাত শিশুসাহিত্যিক এর জীবনী (পর্ব – ১) এ আমরা বাংলাসাহিত্যের সেরা পাঁচজন শিশুসাহিত্যিক এর সম্পর্কে জেনেছিলাম। এবার (পর্ব – ২) এ আমরা ভিনদেশী সাহিত্যজগতের সর্বশেষ সেরা পাঁচজন শিশুসাহিত্যিক এর জীবনী সম্পর্কে জানবো। যারা শিশুদের ভালোবেসে তাদের জন্য কালজয়ী সাহিত্য রচনা করে সারা পৃথিবীব্যাপী বিখ্যাত হয়ে আছেন। 

৬. হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন 

হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন একজন বিখ্যাত ড্যানিশ লেখক। তিনি ১৮০৫ সালের ২ এপ্রিল ডেনমার্কের ওডেন্সে জন্মগ্রহণ করেন। তার সময়কাল ডেনীয় স্বর্ণযুগ ছিলো। তিনি প্রধানত শিশুসাহিত্য ও ভ্রমণকাহিনী রচনা করে বিখ্যাত হয়ে আছেন। তিনি প্রধানত রূপকথা বিষয়ক লেখালেখি করতেন বলে তাকে “রূপকথা জাদুকর” নামে অভিহিত করা হয়। তার রচয়িত রূপকথা এর সংখ্যা প্রায় ৩৩৮১ এর কাছাকাছি এবং সেগুলো ১২৫ টির বেশি ভাষায় অনূদিত হয়েছে। তার রচিত প্রথম রূপকথা গল্পের নাম “ দ্য টালো ক্যান্ডেল ” যেটির মূল কাহিনী ছিলো একটি মোমবাতি কে নিয়ে। তার রচয়িত এসকল রূপকথা গল্পগুলো পশ্চিমা বিভিন্ন নাটক, অ্যানিমেটেড এবং চলচ্চিত্রে বহুল ব্যবহৃত হয়েছে। 

তার সবচেয়ে জনপ্রিয় রূপকথা বিষয়ক শিশুসাহিত্য হলো : দ্য এম্পেররস নিউ ক্লথস, দ্য লিটল মারমেইড, দ্য স্নো কুইন, দ্য নাইটিংগেল, দ্য স্টেডফাস্ট টিন সোলজার, দ্য রেড শুজ, দ্য প্রিন্সেস অ্যান্ড দ্য পি, থামবেলিনা, দ্য আগ্লি ডাকলিং, দ্য লিটল ম্যাচ গার্ল, দ্য টিন্ডার বক্স, দ্য ওয়াইল্ড সোয়ানস, অ্যান্ডারসেনস ফেইরি টেলস, দ্য শ্যাডো, দ্য স্নোম্যান, দ্য স্টোরি অফ অ্যা মাদার প্রভৃতি।তিনি ১৮৭৫ সালে ৪ আগস্ট ৭০ বছর বয়সে ডেনমার্কের কোপেনহেগেনে মৃত্যুবরণ করেছেন। 

৭. লুইস ক্যারল 

লুইস ক্যারলের প্রকৃত নাম চার্লস লুটউইজ ডজসন যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের একজন অধ্যাপক ছিলেন। তিনি একাধারে একজন গণিতবিদ, যুক্তিবিদ, ফটোগ্রাফার, ঔপন্যাসিক, উদ্ভাবক, লেখক এবং কবি হিসেবে পরিচিত ছিলেন। তিনি ১৮৩২ সালে ২৭শে জানুয়ারী ইংল্যান্ডের ডারেসবারিতে জন্মগ্রহণ করেন। তিনি গণিতে অধ্যাপনার পাশাপাশি ছদ্মনামে ছোটদের জন্য অনেক মজার মজার গল্প ও কল্পকাহিনী রচনা করেছিলেন যেটি পরবর্তীতে তাকে একজন শিশুসাহিত্যিক হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয়তা এনে দিয়েছিলো। 

তার বিখ্যাত সাহিত্যগুলো হলো : অ্যালিস’স অ্যাডভেঞ্চারস ইন ওয়ান্ডারল্যান্ড, থ্রো দ্য লুকিং গ্লাস, দ্য হান্টিং অফ দ্য স্নার্ক, সিলভী অ্যান্ড ব্রুনো, দ্য গেম অফ লজিক, দ্য মাউস’স টেল, দ্য নার্সারী অ্যালিস, দ্য কমপ্লিট অ্যালিস, দ্য ম্যাড গার্ডেনার’স সং, ফিডিং দ্য মাইন্ড, অল ইন দ্য গোল্ডেন আফটারনুন, হোয়াট দ্য টরটয়েজ সেইড টু দ্য অ্যাকিলিস ইত্যাদি। এছাড়াও তিনি ছোটদের জন্য অনেক কবিতার বই রচনা করেছেন। তিনি ১৮৯৮ সালে ১৪ই জানুয়ারী ৬৫ বছর বয়সে ইংল্যান্ডের গিল্ডফোর্ডে মারা যান। 

৮. রুডইয়ার্ড কিপলিং 

জোসেফ রুডইয়ার্ড কিপলিং একজন ইংরেজ লেখক, সাংবাদিক ও কবি। তিনি ১৮৬৫ সালে ৩০ই ডিসেম্বর ব্রিটিশ ভারতের মুম্বাই নগরীতে জন্মগ্রহণ করেন। তাকে ঊনবিংশ শতাব্দীর একজন ক্ষণজন্মা লেখক হিসেবে অভিহিত করা হয়। শিশুদের জন্য অসাধারণ রচনার জন্য তিনি শিশুসাহিত্যের জগতে বিখ্যাত হয়ে আছেন। 

তার বিখ্যাত শিশুসাহিত্য হলো “ দ্য জাঙ্গল বুক ” যেটি নিয়ে পরবর্তীতে চলচ্চিত্র নির্মিত হয়েছে। এছাড়াও আরো উল্লেখযোগ্য হলো : দ্য হোয়াইট ম্যান’স বার্ডেন, রিক্কি – টিক্কি – টাভি, জাস্ট সো স্টোরিস, দ্য ম্যান হু উড বি কিং, দ্য এলিফ্যান্ট’স চাইল্ড, হাউ দ্য ক্যামেল গট হিস হাম্প, মোগলি’স ব্রাদারস ইত্যাদি। এছাড়াও তিনি বিখ্যাত উপন্যাস “কিম”, জনপ্রিয় কবিতা “ ম্যান্ডালে ”, “গুঙ্গা ডিন”, “ ইফ” রচনা করেছেন। তিনি ১৯০৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ১৯৩৬ সালে ১৮ই জানুয়ারী ৭০ বছর বয়সে ইংল্যান্ডের লন্ডনে মৃত্যুবরণ করেন। 

 ৯. এনিড ব্লাইটন 

এনিড মেরি ব্লাইটন একজন বিখ্যাত ইংরেজ শিশুসাহিত্যিক ও লেখক। তিনি ১৮৯৭ সালে ১১ই আগস্ট ইংল্যান্ডের লন্ডনের পূর্ব ডুলউইচে জন্মগ্রহণ করেন। তিনি মূলত শিশুদের জন্য অ্যাডভেঞ্চার, ফ্যান্টাসি, রহস্য ও থ্রিলার ঘরনের সাহিত্য রচনা করেছেন। তার বইসমূহ বিশ্বব্যাপী বেস্টসেলার বুক হিসেবে সমাদৃত হয়েছে, ৬০০ মিলিয়নের বেশী কপি বিক্রি হয়েছে এবং নব্বইটি ভাষায় অনূদিত হয়েছে। 

দ্য ম্যাজিক ফারাওয়ে ট্রি, ফাইভ অন এ ট্রেজার আইল্যান্ড, দ্য আইল্যান্ড অফ অ্যাডভেঞ্চার, দ্য সিক্রেট আইল্যান্ড, দ্য ভ্যালি অফ অ্যাডভেঞ্চার,  দ্য ক্যাস্টল অফ অ্যাডভেঞ্চার, সি অফ অ্যাডভেঞ্চার, ফাইভ রান অ্যাওয়ে টুগেদার প্রভৃতি তার বিখ্যাত শিশুসাহিত্য। তিনি ১৯৬৮ সালে ২৮ই নভেম্বর ইংল্যান্ডের লন্ডনে হ্যাম্পস্টেডে মৃত্যুবরণ করেন। 

১০. জে. কে. রাউলিং 

জোয়ান ক্যাথেলিন রাউলিং একজন বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক ও কল্পকাহিনীর লেখক। তিনি একজন জীবন্ত কিংবদন্তি যিনি জে. কে. রাউলিং নামক ছদ্মনামে পুরো পৃথিবীতে বিখ্যাত হয়ে আছেন। তিনি ১৯৬৫ সালে ৩১ শে জুলাই ইংল্যান্ডের গ্লস্টারশায়ারের জন্মগ্রহণ করেন। 

তিনি জনপ্রিয় শিশুসাহিত্যিক কল্পকাহিনী “ হ্যারি পটার ” রচয়িতা যেটি তাকে পুরো বিশ্বজুড়ে খ্যাতি ও জনপ্রিয়তা এনে দিয়োছিলো। সারাবিশ্ব জুড়ে শুধুমাত্র “ হ্যারি পটার ” সিরিজের ৫০০ মিলিয়নের ও অধিক কপি বিক্রি হয়েছে এবং এ সিরিজকে কেন্দ্র করে তিনি অসংখ্য পুরস্কার জিতেছেন। এই সিরিজটি এতই জনপ্রিয় হয়েছিলো যে এটিকে কেন্দ্র করে অনেক বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মিত হয়েছে। এছাড়াও দ্য রানিং গ্রেভ, দ্য ইংক ব্ল্যাক হার্ট, ক্যারিয়ার অফ এভিল প্রভৃতি উল্লেখযোগ্য। তিনিই প্রথম লেখক যিনি বই লিখে একজন বিলিয়নিয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

এটিই ছিলো পৃথিবীর বিখ্যাত শিশুসাহিত্যিকদের পরিচয় যারা শিশুদের ভালোবেসে তাদের আনন্দ দেওয়ার উদ্দেশ্য এসকল জগদ্বিখ্যাত সাহিত্য রচনা করেছেন। যুগে যুগে এসকল শিশুসাহিত্যিকরা শিশুদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। 

 

আরো ব্লগ পড়তে এখানে ক্লিক করুন। 

 

লেখিকা

অশীন বিনতে জামাল 

ইন্টার্ন, কনটেন্ট রাইটিং ডিপার্টমেন্ট 

YSSE