“Join YSSE: Where creativity aligns with ambition and progress thrives.”
আপনি কি কলেজ কিংবা ভার্সিটিতে পড়াশোনা করছেন? বুঝতে পারছেন না কিভাবে নিজের মধ্যে সফট স্কিলস তৈরি করবেন!? প্রতিযোগিতামূলক চাকরির বাজারে মেধার সাথে সাথে সফট ও স্ট্র্যাটেজিক স্কিল দক্ষতা অর্জন করতে চান? সুযোগ খুঁজছেন, কিভাবে স্বল্প খরচে কিংবা বিনা খরচে কোনো রেপুটেড অর্গানাইজেশন থেকে শিখবেন? টাকা খরচ করে, ১টা / ২টা কোর্স বা ওয়েবিনার করেও আশাজনক ফল পাচ্ছেন না? তাহলে YSSE এর এই ইন্টার্নশিপ প্রোগ্রাম রয়েছে আপনার জন্য।
আপনি যদি আপনার প্যাশনকে কাজে লাগিয়ে নতুন কিছু করার স্বপ্ন দেখে থাকেন, তাহলে Youth School for Social Entrepreneurship (YSSE) এর এই আন-পেইড ভার্চুয়াল ইন্টার্নশিপ প্রোগ্রাম হতে পারে আপনার জন্য উপযুক্ত সুযোগ। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার উদ্ভাবনী চিন্তাভাবনাকে বাস্তবে রূপ দিতে পারবেন, নিজের দক্ষতাকে সমৃদ্ধ করতে পারবেন, এবং ব্যক্তিগত উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলতে পারবেন।
YSSE (Youth School for Social Entrepreneurs) হলো একটি অ-লাভজনক যুব সংগঠন, যা ২০১৫ সাল থেকে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে তরুণদের সচেতন ও সক্ষম করে তুলতে। YSSE-এর প্রধান লক্ষ্য হচ্ছে তরুণদেরকে এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জনে সহায়তা করা।
YSSE এবার নিয়ে এসেছে ভার্চুয়াল ইন্টার্নশিপ প্রোগ্রাম, যা আপনাকে দক্ষতা বৃদ্ধি ও মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেবে, আপনার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে এবং আপনার পেশাগত জীবনে এক নতুন মাত্রা যোগ করবে! নিয়মিত ওয়ার্কশপ, মিটিং এবং লার্নিং সেশনের মাধ্যমে ইন্টার্নরা লিডারশিপ, প্রবলেম সলভিং, কমিউনিকেশন, টিমওয়ার্ক, নেটওয়ার্কিং এবং ক্রিটিক্যাল থিংকিং-এর মতো গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করতে পারবে। এসব দক্ষতা শুধু কর্মক্ষমতাই বাড়ায় না, বরং আধুনিক যুগের আধুনিক চাকরির জটিল চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্যও প্রস্তুত করে।
এবার YSSE নতুন উদ্যমে আবারো নিয়ে এলো তাদের ভার্চুয়াল ইন্টার্নশিপ প্রোগ্রাম, যা আপনাকে শুধু হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগই দেবে না, বরং আপনার আগ্রহের ক্ষেত্রে আপনি কতটা দক্ষ হয়ে উঠতে পারেন তা যাচাই বাছাই করার সুযোগও দেবে। এই প্রোগ্রাম আপনাকে ভবিষ্যতের ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতাগুলো শিখতে সহায়তা করবে।
তাহলে অপেক্ষা কিসের? YSSE এর এই সুবর্ণ সুযোগ গ্রহণ করে এগিয়ে যান আপনার স্বপ্নের পথে।
বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:
YSSE সম্পর্কে কিছু কথা :
YSSE-তে ইন্টার্নশিপ করার জন্য ৮ টি ভিন্ন বিভাগ / ডিপার্টমেন্ট রয়েছে, যেখানে আপনি আপনার আগ্রহ ও দক্ষতা অনুযায়ী কাজ করতে পারবেন। তবে মনে রাখবেন, এক সময়ে শুধুমাত্র একটি বিভাগের সাথেই যুক্ত হওয়ার সুযোগ পাবেন। এই বিভাগগুলো হল:
১) এডমিন এবং এইচআর ডিপার্টমেন্ট : প্রশাসনিক কার্যক্রম এবং মানব সম্পদ ব্যবস্থাপনা।
২) অপারেশনস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট : প্রজেক্ট ও টিম পরিচালনা।
৩) কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট : কন্টেন্ট তৈরি ও লেখা।
৪) মার্কেটিং এবং পিআর ডিপার্টমেন্ট : মার্কেটিং এবং জনসংযোগ।
৫) বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট : ব্যবসায়িক সুযোগ ও কৌশল তৈরি।
৬) ভিডিও এডিটিং ডিপার্টমেন্ট : ভিডিও সম্পাদনা ও প্রোডাকশন।
৭) গ্রাফিক্স ডিজাইনিং ডিপার্টমেন্ট : গ্রাফিক্স ডিজাইন ও ভিজ্যুয়াল কন্টেন্ট।
৮) কমিউনিকেশন ডিপার্টমেন্ট : যোগাযোগ ব্যবস্থাপনা।
চলুন এক নজরে দেখে নেয়া যাক, YSSE-তে ইন্টার্ন হিসেবে যোগ দিতে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে এবং কারা এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন!
- বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয় বা কলেজ অধ্যয়নরত শিক্ষার্থী।
- বাংলা এবং ইংরেজি লেখার উপর দক্ষ হওয়া।
- মাইক্রোসফট অফিস টুল সম্পর্কে ভাল জ্ঞান (Word, Excel, Sheet, PowerPoint) থাকা।
- নিষ্ঠার সাথে কাজ করার আগ্রহ থাকা।
- সমাজে ইতিবাচক পরিবর্তনের অর্থাৎ সমাজকল্যাণের জন্য কাজ করতে আগ্রহী।
- শেখার মানসিকতা এবং সর্বদা ইতিবাচক চিন্তা ধারা বজায় রাখা।
- কোনো অপরাধমূলক ব্যাকগ্রাউন্ড অথবা আইন লঙ্ঘনকারী কার্যকলাপের রেকর্ড না থাকা।
এবার জেনে নেয়া যাক YSSE তে ইন্টার্নশিপ করলে আপনি কি কি সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন!
- ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়নের এক অসাধারণ সুযোগ।
- আয়োজিত বিভিন্ন ট্রেইনিং প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ।
- বিভিন্ন টিমের সাথে কাজ করার সুযোগ।
- জ্ঞান ও দক্ষতা উন্নয়নের সুযোগ, বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিনামূল্যে প্রবেশাধিকার।
- দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে YSSE এর পরামর্শদাতাদের কাছ থেকে প্রয়োজনীয় নির্দেশনা।
- বিভিন্ন ধরনের প্রয়োজনীয় কোর্স সম্পূর্ণ বিনামূল্যে করার সুযোগ।
- বিভিন্ন পেশাদার ও অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে নেটওয়ার্ক তৈরি করার একটি অনন্য সুযোগ পাবেন।
- সময় ব্যবস্থাপনা দক্ষতা, যোগাযোগ দক্ষতা, নতুন কিছু করার অভিজ্ঞতা অর্জনের সুযোগ।
- সন্তোষজনক কর্মের উপর ভিত্তি করে আপনার জন্য থাকছে মাসিক প্রশংসা পত্র।
- আপনার ইন্টার্নশিপ সফলভাবে সমাপ্তির পর সার্টিফিকেট এবং পারফরমেন্স এর ভিত্তিতে রেকমেন্ডেশন লেটার প্রদান করা হবে।
ইন্টার্ন হিসেবে YSSE থেকে কী কী সুবিধা পাবেন তা তো জেনে নিয়েছেন। এবার চলুন জেনে নেওয়া যাক একজন ইন্টার্ন হিসেবে আপনার কী কী দায়িত্ব পালন করতে হবে।
মনে রাখবেন, দায়িত্বগুলো যতটা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন, ততটাই আপনার ইন্টার্নশিপ যাত্রা হবে সফল ও সমৃদ্ধ।
- YSSE দ্বারা আয়োজিত ইভেন্ট, প্রকল্প, মিটিং এবং লার্নিং সেশনগুলোতে সক্রিয়ভাবে এবং নির্দিষ্ট সময়ে অংশগ্রহণ করা।
- টিমের অন্যান্য সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখা।
- সবার সাথে শ্রদ্ধা ও আন্তরিকতার সঙ্গে যোগাযোগ করা।
- বিভিন্ন গ্রুপের সাথে সহযোগিতামূলক ভাবে কাজ করার দক্ষতা থাকা।
- প্রতিটি টাস্ক সম্পূর্ণ করতে নির্ধারিত ডেডলাইন মেনে চলা।
- YSSE-এর প্রচার ও প্রসারের জন্য সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমগুলোতে সংগঠনকে সমর্থন করা
ফলস্বরূপ আপনার জন্য আরো থাকছে
- YSSE ভার্চুয়াল ইন্টার্নশিপ আপনাকে কার্যকর নেতৃত্ব, টিম ম্যানেজমেন্ট, এবং যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ সফট স্কিলের সরাসরি অভিজ্ঞতা প্রদান করবে, যা বর্তমান চাকরি জীবনের জন্য অপরিহার্য।
- প্রতি মাসের শেষে একটি ইভালুয়েশন ভাইভা অনুষ্ঠিত হবে, যেখানে আপনি আপনার পুরো মাসের কাজের ভিত্তিতে মূল্যায়ন পাবেন। ফলে এই ইন্টার্নশিপের অভিজ্ঞতা থেকে আপনি প্রফেশনাল পর্যায়ের অনুভূতি পাবেন।
- সফলভাবে YSSE তে আপনার ইন্টার্নশিপ সম্পন্ন করার পর, পারফরমেন্স এর ভিত্তিতে YSSE প্রেসিডেন্টের কাছ থেকে একটি সুপারিশ পত্র বা রেকমেন্ডেশন লেটার পাবেন। এটি আপনার ভবিষ্যৎ চাকরির জন্য একটি মূল্যবান রেফারেন্স হিসেবে কাজ করবে।
আপনার ভবিষ্যতের সফলতার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ এবং নির্দেশনা পেতে, ব্যক্তিগত ও পেশাদার উন্নয়ন নিশ্চিত করতে, এবং নিজেকে অন্যদের থেকে এগিয়ে রাখতে নতুন কিছু শেখার আগ্রহ নিয়ে দেরি করবেন না। আজই YSSE পরিবারের সদস্য হয়ে উঠুন এবং এই ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করুন!
ইন্টার্নশিপের ধরনঃ
এটি একটি ভার্চুয়াল এবং আন-পেইড ইন্টার্নশিপ।
মেয়াদকালঃ ০৪ মাস
সাপ্তাহিক কর্মঘন্টা: ২০ ঘন্টা
আবেদনের শেষ সময় : ২০ অক্টোবর, ২০২৪
📌 Registration link :
https://forms.gle/fB5fQKwz3u6jAcAw9
ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পর্কে আরো বিস্তারিত জানতে YSSE পেজটি ভিজিট করুন।
প্রোগ্রাম ইভেন্ট লিংক : https://www.facebook.com/share/UHhSwrwVzorXuL6c/
ইমেইল এড্রেস : ysse.hrd@.gmail.com
কন্টাক্ট নাম্বার : ০১৭১৬২২২৫৩৭
YSSE পেইজ লিংক :
https://www.facebook.com/YSSEGlobal
তাহলে আর দেরি কিসের?
এখন ই রেজিস্ট্রেশন করে ফেলুন আর নিজের দক্ষতাকে শাণিত করুন আমাদের সাথে।
আরো ব্লগ পড়তে এখানে ক্লিক করুন
লেখিকা,
আঁখি আক্তার
ইন্টার্ন (১১ তম ব্যাচ), কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট।
YSSE