প্রতিযোগিতামূলক চাকরির বাজারে একজন ফ্রেশার যখন তার সার্টিফিকেটগুলো হাতে নিয়ে প্রথমবারের মতো চাকরির দুনিয়ায় পা রাখে, তখন সবচেয়ে সাধারণ কিন্তু কঠিন যে প্রশ্নের মুখোমুখি হতে হয়, তা হলো— “আপনার অভিজ্ঞতা কত দিনের?”
যদি প্রশ্নটির কোনো উত্তর প্রস্তুত করা না থাকে, তাহলে এর উত্তর খুঁজতে খুঁজতেই অনেকের মাসের পর মাস কেটে যায়। অথচ বাস্তবতা হলো, শুধুমাত্র একাডেমিক ডিগ্রি বা সার্টিফিকেট এখন আর যথেষ্ট নয়। বর্তমান চাকরির বাজারে টিকে থাকতে চাইলে সফট স্কিল ও স্ট্র্যাটেজিক দক্ষতা গড়ে তোলাটা অপরিহার্য এবং একই সাথে অভিজ্ঞতাও।
আপনি যদি এখন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, অথবা সদ্য গ্র্যাজুয়েশন শেষ করে ক্যারিয়ার গড়ার দোরগোড়ায় দাঁড়িয়ে থাকেন—তাহলে নিশ্চয়ই ভাবছেন, কীভাবে নিজের দক্ষতা বাড়াবেন? কীভাবে নিজেকে চাকরির জন্য প্রস্তুত করবেন?
কিন্তু প্রশ্ন হলো, সঠিক গাইডলাইন এবং কার্যকরী প্রশিক্ষণ কোথায় পাবেন?
তাহলে এর উত্তরে বলতে পারি Youth School for Social Entrepreneurship (YSSE) এর ভার্চুয়াল ইন্টার্নশিপ প্রোগ্রাম হতে পারে আপনার জন্য সেরা সুযোগ!
YSSE সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণঃ
YSSE (Youth School for Social Entrepreneurs) ২০১৫ সাল থেকে যুব সমাজকে দক্ষ ও সচেতন করে তুলতে কাজ করে যাচ্ছে। এটি একটি অ-লাভজনক সংগঠন, যার লক্ষ্য তরুণদের মধ্যে নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তাধারা এবং সমাজসেবার মনোভাব গড়ে তোলা।
যুবকদের দক্ষতা বৃদ্ধিতে প্রতি ৪ মাস পর পর এটি ভার্চুয়াল ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করে। এই ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে আপনি নিজের দক্ষতাকে সমৃদ্ধ করতে পারবেন, বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং ব্যক্তিগত উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলতে পারবেন।
কেন YSSE-এর ইন্টার্নশিপ প্রোগ্রামে যোগ দেবেন ?
স্কিল ডেভেলপমেন্ট: লিডারশিপ, কমিউনিকেশন, টিমওয়ার্ক, নেটওয়ার্কিং, প্রবলেম সলভিং এবং ক্রিটিক্যাল থিংকিং-এর মতো গুরুত্বপূর্ণ সফট স্কিলের সরাসরি অভিজ্ঞতা প্রদান করবে, যা বর্তমান চাকরি জীবনের জন্য অপরিহার্য।
নেটওয়ার্কিং: পেশাদার ও অভিজ্ঞদের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ।
প্রশিক্ষণ: বিভিন্ন ফ্রি ট্রেইনিং প্রোগ্রাম এবং লার্নিং সেশনে অংশগ্রহণের সুবিধা যা আপনাকে করবে বিভিন্ন বিষয়ে সমৃদ্ধ।
সার্টিফিকেট ও রেকমেন্ডেশন লেটার: সফলভাবে YSSE তে আপনার ইন্টার্নশিপ সম্পন্ন করার পর, পারফরমেন্স এর ভিত্তিতে YSSE প্রেসিডেন্টের কাছ থেকে পেতে পারেন একটি রেকমেন্ডেশন লেটার পাবেন। এটি আপনার ভবিষ্যৎ চাকরির জন্য একটি মূল্যবান রেফারেন্স হিসেবে কাজ করবে।
YSSE এর বিভাগসমূহ:
YSSE-এর ইন্টার্নশিপ প্রোগ্রামে ৮টি বিভাগ রয়েছে:
- এডমিন এবং এইচআর ডিপার্টমেন্ট
- অপারেশনস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট
- কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট
- মার্কেটিং এবং পিআর ডিপার্টমেন্ট
- বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট
- ভিডিও এডিটিং ডিপার্টমেন্ট
- গ্রাফিক্স ডিজাইনিং ডিপার্টমেন্ট
- কমিউনিকেশন ডিপার্টমেন্ট
আবেদন করতে যেসব যোগ্যতা প্রয়োজন:
- বাংলাদেশের যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
- বাংলা এবং ইংরেজি লেখায় দক্ষতা।
- মাইক্রোসফট অফিস টুল (Word, Excel, PowerPoint, Sheet) সম্পর্কে মৌলিক জ্ঞান।
- সমাজসেবামূলক কাজে আগ্রহী হওয়া।
- দায়িত্বশীল ও সময়নিষ্ঠ হওয়া।
- ইতিবাচক মানসিকতা ও শেখার আগ্রহ থাকা।
যেসকল দায়িত্ব পালন করতে হবে:
- YSSE দ্বারা আয়োজিত ইভেন্ট, প্রকল্প, মিটিং এবং লার্নিং সেশনগুলোতে সক্রিয়ভাবে এবং নির্দিষ্ট সময় অংশগ্রহণ করা।
- টিমের অন্যান্য সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখা।
- সবার সাথে শ্রদ্ধা ও আন্তরিকতার সঙ্গে যোগাযোগ করা।
- বিভিন্ন গ্রুপের সাথে সহযোগিতামূলক ভাবে কাজ করার দক্ষতা থাকা।
- প্রতিটি টাস্ক সম্পূর্ণ করতে নির্ধারিত ডেডলাইন মেনে চলা।
- YSSE-এর প্রচার ও প্রসারের জন্য সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমগুলোতে সংগঠনকে সমর্থন করা।
ইন্টার্নশিপের ধরনঃ
এটি একটি ভার্চুয়াল এবং আন-পেইড ইন্টার্নশিপ এবং শুধুমাত্র একটি ডিপার্টমেন্টে আবেদন করা যাবে।
মেয়াদকালঃ ০৪ মাস
সাপ্তাহিক কর্মঘন্টা: ২০ ঘন্টা
আবেদনের শেষ সময় : ০৩ মার্চ, ২০২৫
রেজিষ্ট্রেশন ফর্ম: https://forms.gle/AGKP5FsQMQsztDzY7
ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পর্কে আরো বিস্তারিত জানতে YSSE পেজটি ভিজিট করুন।
ইমেইল এড্রেস : ysse.hrd@.gmail.com
কন্টাক্ট নাম্বার : ০১৭১৬২২২৫৩৭
YSSE পেইজ লিংক : https://www.facebook.com/YSSEGlobal
চমৎকার এই সুযোগটি হাতছাড়া করা একদমই ঠিক হবে না। তাই আর দেরি করবেন না, পেশাদারিত্বের মুকুটে নিজেকে সম্বলিত করতে এবং YSSE পরিবারের সদস্য হতে এই ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
এরকম আরো ব্লগ পড়তে এখানে ক্লিক করুন
লেখক
শাহ মোহাম্মদ ফজলে এলাহি,
ইন্টার্ন, কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট
YSSE.