প্রতিনিয়ত ক্রিকেট সারা বিশ্বে এক জনপ্রিয় ও আবেগের স্থান দখল করে নিচ্ছে। তবে বাঙ্গালীদের কাছে সেই আবেগের স্থানটা কিছুটা হলেও বেশি। দল খারাপ করলে যেমন মন খারাপ হয় তেমনি দল জিতলে তাদের আনন্দের সীমা থাকে না। তার মধ্যে বিশ্বকাপকে ঘিরে আলাদা একটি অনুভূতি কাজ করে। সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ সহ ১৫ কোটি মানুষের প্রত্যাশা যে এই বিশ্বকাপকে নিয়েই!

বিশ্বকাপ হলো ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, যেটি বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেট দলের মধ্যে প্রতি চার বছরে একবার আয়োজিত হয়। এই টুর্নামেন্ট প্রথম বার ১৯৭৫ সালে আয়োজিত হয় এবং ১৯৭৫ সাল থেকে এখন পর্যন্ত ১২ বার ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত হয়েছে। 

বিশ্বকাপ – ২০২৩

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ, সেই সাথে মানুষের মধ্যে উৎফুল্লতা যেন বেড়েই চলছে। এই বিশ্বকাপ আসরের জন্য ৪ বছর অপেক্ষা করে থাকতে হয় ক্রিকেটপ্রেমীদের। ৫ অক্টোবর ভারতে পর্দা উঠছে এবার ওয়ানডে বিশ্বকাপ- ২০২৩ এর। 

বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে ভ্রমণ :

 ৬ আগস্ট দিনগত রাত ১২টা ২০ মিনিটে  আইসিসির প্রতিনিধিদলের মাধ্যমে বাংলাদেশে আগমন করে বিশ্বকাপ ট্রফি। ৭ আগস্ট প্রথমে  ছবি উঠানোর জন্য ট্রফি নেয়া হয়েছিলো পদ্মা সেতুতে। তারপর ৮ আগস্ট, ২০২৩ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি ওয়ানডেতে বিশ্বকাপ-২০২৩ ট্রফি প্রদর্শন করা হয়েছিলো। 

সময়টি দারুনভাবে উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্টেডিয়ামে ট্রফিটি সবার সামনে নিয়ে আসেন অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিম। এ সময় উপস্থিত খেলোয়াড়রা ট্রফির সাথে ছবি তোলেন। তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শামীম পাটোয়ারী ও আফিফ হোসেনদের মতো  ক্রিকেটাররা এ সময়  উপস্থিত ছিলেন। শেষ দিন ৯ আগস্ট ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হয়। বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে ছিলো তিন দিন। 

দল নির্বাচন 

আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপে 2020–2023 পর্যন্ত দশটি দল অংশগ্রহণ করে। স্বাগতিক দেশ হিসেবে ভারত সরাসরি বিশ্বকাপে স্থান করে নেয়। বাকি ৯ টি দল এই দশটি দলের মধ্যে স্বাগতিক দেশ ভারত সহ আটটি দল সুপার লিগ থেকে উত্তীর্ণ হয়। ভারত ছাড়া বাকি দল গুলো সুপার লীগ, বাছাই পর্ব  খেলে বিশ্বকাপে জায়গা করে নেয়। 

সুপার লিগে অংশগ্রহণ করে ১৩ টি দেশ। তার মধ্যে  আয়োজক দেশ ভারত সহ আট টি দেশ বিশ্বকাপে জায়গা করে নেয়। এই টুর্নামেন্ট বাংলাদেশের জন্যও সাফল্য বয়ে আনে। বাংলাদেশও খুব সফলভাবে বিশ্বকাপ সুপার লিগ থেকে সরাসরি বিশ্বকাপে স্থান করে নেয়। 

বাকি ৫ টি দল বাছাইপর্বে অংশগ্রহণ করে। বিশ্বকাপের মূল পর্ব শুরু হওয়ার আগেই বাছাই পর্ব থেকে ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ, যে কারণে এই আসরটি ছিলো ওয়েস্ট ইন্ডিজ এর জন্য প্রথম আসর যেখানে দল হিসেবে মূল টুর্নামেন্টে প্রবেশ করতে ব্যর্থ হয়। বাছাইপর্ব থেকে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস বিশ্বকাপের মূল পর্বে স্থান করে নেয়।

বিশ্বকাপে অংশগ্রহণরারী দল সমূহ :

ভারত (স্বাগতিক দেশ), 

সুপার লীগ থেকে উত্তির্ন: অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড , পাকিস্তান, বাংলাদেশ। 

বাছাই পর্ব থেকে উত্তির্ন: শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস 

ভেন্যু

ভারতের ১০ টি মাঠে এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

  1. নরেন্দ্র মোদি স্টেডিয়াম (ফাইনাল অনুষ্ঠিত হবে) 
  2. এম. চিন্নাস্বামী স্টেডিয়াম
  3. এম.এ.চিদম্বরম স্টেডিয়াম
  4. অরুন জেটলি স্টেডিয়াম
  5. এইচপিসিএ স্টেডিয়াম
  6. রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম
  7. ইডেন গার্ডেনস স্টেডিয়াম
  8. একনা ক্রিকেট স্টেডিয়াম
  9. ওয়াংখেড়ে স্টেডিয়াম এবং
  10. মহারাষ্ট্র ক্রিকেট  অ্যাসোসিয়েশন স্টেডিয়াম

২০ সেপ্টেম্বর ২০২৩, এবারের বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ” দিল জশন বোলে প্রকাশিত হয়।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড :

২০২৩ সালের বিশ্বকাপের জন্য ৪ জন অলরাউন্ডার, ৫ জন ব্যাটসম্যান, ৬ জন বোলার এর সমন্বয়ে মোট ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

দলের সদস্যরা হলেন :

সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন (সহ অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেট কিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, তানজিদ হাসান ও তানজিম হাসান।

বাংলাদেশ দলের সময়সূচী:-

৭ তারিখ আফগানিস্তানের সাথে ম্যাচ দিয়ে বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রা শুরু। 

তারিখ –—— বাংলাদেশ বনাম –– সময়

৭ অক্টোবর —-  আফগানিস্তান —– সকাল- ১১টা

১০ অক্টোবর —- ইংল্যান্ড  ——- সকাল- ১১ টা

১৩ অক্টোবর—-নিউজিল্যান্ড —-দুপুর – ২:৩০ মি.

১৯ অক্টোবর —-  ভারত  ———  দুপুর – ২:৩০ 

২৪ অক্টোবর—দক্ষিন আফ্রিকা—দুপুর – ২:৩০ মি.

২৮ অক্টোবর—-নেদারল্যান্ডস—–দুপুর – ২:৩০মি.

৩১ অক্টোবর—-পাকিস্তান  —– দুপুর – ২:৩০ মি.

৬ নভেম্বর —— শ্রীলঙ্কা ———- দুপুর – ২:৩০ মি.

১১ নভেম্বর —–অস্ট্রেলিয়া ——দুপুর – ২:৩০ মি.

প্রত্যাশা:

২৭ সেপ্টেম্বর স্বপ্নের বিশ্বকাপ খেলার জন্য ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ। সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, তাসকিন, মুস্তাফিজ, লিটনদের মতো অভিজ্ঞ খেলোয়াড় বাংলাদেশ দলে রয়েছে। সিনিয়র জুনিয়র মিলে বাংলাদেশের এই বিশ্বকাপ দলের প্রতি সবারই অগাধ প্রত্যাশা রয়েছে। এবারের বিশ্বকাপ শুধু বাংলাদেশ দলের হয়ে নয়, ১৬ কোটি মানুষের প্রত্যাশা পূরণ করবে। 

এরকম আরও ব্লগ পড়তে, ক্লিক করুন। 

 

লেখিকা, 

তাবাসসুম আক্তার তাবা 

ইন্টার্ন,‌ কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট

YSSE