বইকে বলা হয় সবচেয়ে ভালো বন্ধু।বিশ্বে অনেক বই প্রতিদিন বিক্রি হচ্ছে।এইবার জেনে নেওয়া যাক এমন ৫টি বই সম্পর্কে যেগুলো বিশ্বে সর্বাধিক বিক্রির তালিকায় রয়েছে।
১. দ্য লর্ড অফ দ্য রিংস : (The Lord of the rings)
ইংরেজ ভাষাবিজ্ঞানী জে. আর. আর. টলকিন রচিত একটি মহাকাব্যিক হাই ফ্যান্টাসি উপন্যাস। এই উপন্যাসকে বিংশ শতাব্দীর সাহিত্যের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী রচনা বলে ধরা হয়।এই বইয়ের মোট বিক্রি ১৫০ মিলিয়ন কপি।
২. দ্য হবিট: (The Hobbit)
জে. আর. আর. টলকিন এর শিশু সাহিত্য। এটি ২১ সেপ্টেম্বর ১৯৩৭ সালে প্রকাশিত হয়।পৃথিবীর বিভিন্ন ভাষায় বইটি অনুবাদ করা হয়েছে। কল্পকাহিনীর ভিত্তিক উপন্যাস হলেও যা সমালোচকদের প্রশংসা পায়। বিখ্যাত কার্নেগী পদক জন্য মনোনীত হয় এবং শ্রেষ্ঠ কিশোরী কথাসাহিত্য হিসেবে নিউ ইয়র্ক হেরাল্ড ট্রিবিউন পুরস্কার লাভ করে। বইটি এখনও জনপ্রিয় এবং শিশু সাহিত্যে হিসেবে এই বইয়ের এ যাবত কালের বিক্রি ১৪১ মিলিয়ন কপি।
০৩. দি লিটল প্রিন্স : (The Little Prince)
ফ্রেঞ্ছ ভাষার লেখা। ফরাসী লেখক আন্তোনিও ডি সেইন্ট এক্সুপেরী এই বইটি প্রথম লেখেন ১৯৪৩ সালে। ফ্রান্সে ভোটের মাধ্যমে বিংশ শতাব্দির সবচেয়ে সেরা বই নির্বাচিত হয়েছিল এটি। এ পর্যন্ত ২৫০ টি ভাষায় অনূদিত হয়েছে এবং মোট বিক্রির পরিমান প্রায় ১৪০ মিলিয়ন কপি! পৃথিবীর ইতিহাসে অন্যতম সেরা বিক্রি।
০৪. হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন: (Harry potter and the Philosopher’s Stone) নামটির সঙ্গে কে না পরিচিত।
ব্রিটিশ লেখিকা জে. কে. রাউলিং রচিত হ্যারি পটার নামক কাল্পনিক উপন্যাস সিরিজের প্রথম উপন্যাস। এখানে হ্যারি পটার নামে একজন কিশোর জাদুকরের গল্প রয়েছে।সারা পৃথিবীতে হ্যারিপটার সিরিজের বই প্রকাশ হওয়ার সাথে সাথে বিক্রির ধুম পড়ে যায়।১১০ মিলিয়ন কপি পর্যন্ত এই বইয়ের বিক্রির রেকর্ড হয়েছে।
রাউলিং এর জাদুকরি লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটে এই উপন্যাসের মাধ্যমে ২৬ জুন ১৯৯৭ সালে। ১৯৯৮ সালে , স্কলাস্টিক কর্পোরেশন এর অধীনে যুক্তরাস্ট্রে হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন প্রকাশিত হয়। এই বই শিথ সাহিত্যে ইউরোপ ও আমেরকিার সব বড় বড় পুরষ্কার বাগিয়ে নিয়েছে। এই বই ১৯৯৯ সালে সর্বোচ্চ বিক্রিত বইে হিসেবে ইয়র্ক টাইমস তালিকার শীর্ষে পৌঁছে । এর থেকেি তৈরীকৃত সিনেমাও সারাবিশ্বে বেশ জনপ্রিয়।
৫. ‘শী’ : (She)
হেনরি রাইডার হ্যাগার্ডের ১৮৮৭ সালে প্রকাশিত হয়।’শী’ প্রথমে গ্রাফিক ম্যাগাজিনে ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়। এটি আয়েশা সিরিজের প্রথম বই। ‘আয়েশা’ সিরিজের প্রচুর জনপ্রিয়তা রয়েছে। কেউ বলেছেন বইটি অত্যন্ত ভিক্টোরিয়ান। বইটি সর্বোচ্চ বিক্রিত বইয়ের তালিকায় অষ্টম। বিক্রি হয়েছে ১০ কোটি কপিরও বেশি। ৪৪টি ভাষায় অনূদিত হয়েছে। ‘শী’ দ্বারা রাইডার হ্যাগার্ড ‘লস্ট ওয়ার্ল্ড’ সাব জনরার প্রবর্তন করেছেন।
‘শী’ মূলত এডভেঞ্চার ঘরানার রচনা। হেনরি রাইডার হ্যাগার্ড ওর অমর কীর্তি এটি।
To get more blogs like this,
Written by,
Rumman Bente Razzaque,
Intern, Content Writing Department,
YSSE.