একুশ শতকে জীবনের প্রতিটি ক্ষেত্রে এক ধাপ এগিয়ে থাকার জন্য প্রয়োজন পড়াশোনার পাশাপাশি নানা বিষয়ে দক্ষতা। একটি ভালো চাকরি পেতে হলেও একজন চাকরি প্রত্যাশীকে অবশ্যই কিছু দক্ষতা অর্জন করা বাধ্যতামূলক। তার মধ্যে অন্যতম হচ্ছে- দলীয় কাজের দক্ষতা, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের দক্ষতা ইত্যাদি।
YSSE একটি non-profit youth organization, যা প্রতিনিয়ত কাজ করে চলেছে বর্তমান সময়ের সচেতন তরুণদের জন্য। এই লক্ষ্যে প্রতিবছর YSSE বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করে থাকে। তেমনই একটি প্রোগ্রাম হলো “YSSE General Member Recruitment 2023″। এটি আয়োজনের মূল উদ্দেশ্যই হলো যুবসমাজকে যুগোপযোগী করে তুলতে সাহায্য করা।
এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে YSSE-এর জেনারেল মেম্বাররা কী কী সুবিধাসমূহ পেয়ে থাকে? এখানে প্রাপ্য সুবিধা সমূহের অংশবিশেষ উল্লেখ করা হলো:
১. দক্ষতা উন্নয়নের সুযোগ
২. দুর্দান্ত দলের সাথে কাজ করার সুযোগ
৩. YSSE-এর মেন্টরদের কর্তৃক পরামর্শ প্রদান
৪. বিভিন্ন ধরনের কোর্স এবং সেশন বিনামূল্যে করার সুযোগ
৫. কর্মদক্ষতার উপর পদোন্নতি
৬. মেম্বারশিপ পূরণ সাপেক্ষে সার্টিফিকেট
৭. পারফরমেন্সের ভিত্তিতে রেকমেন্ডেশন লেটার
৮. YSSE এর Alumni পরিবারের সাথে যুক্ত হওয়ার সুযোগ
তবে, জেনারেল মেম্বার হওয়ার ক্ষেত্রে সুবিধাগুলোর পাশাপাশি কিছু দায়িত্ব ও কর্তব্যও রয়েছে যা একজন মেম্বারের জন্য পালন বাধ্যতামূলক:
- আশেপাশের মানুষদের মাঝে YSSE – কে প্রমোট করা।
- দলীয় সম্পর্ক বজায় রাখা।
- YSSE – কে প্রচার করতে সোশ্যাল মিডিয়া টাস্কসমূহ যথাসময়ে পালন করা।
- নির্ধারিত কাজ সময়সীমা অনুযায়ী সময়মতো পালন করা।
- বিভিন্ন ক্লাব এবং অন্যান্য প্ল্যাটফর্মে YSSE এর প্রচার করা।
- মিটিং, ইভেন্ট এবং ব্যবস্থাপনা প্রকল্পে অংশগ্রহণ করা।
জেনারেল মেম্বার হিসেবে YSSE এর সাথে যুক্ত হওয়ার আবেদনের জন্য নিম্নোক্ত বিষয় সমূহ বাধ্যতামূলক:
১. ইউনিভার্সিটি অথবা কলেজের স্টুডেন্ট হতে হবে।
২. নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকারবদ্ধতা থাকতে হবে।
৩. শৃঙ্খলা, সময়নিষ্ঠ, কার্যকর, এবং দায়িত্বশীল হতে হবে।
৪. YSSE এবং এর কার্যক্রম সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
৫. একজন সামাজিক উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার গড়তে আগ্রহী থাকতে হবে।
৬. সমাজের উন্নতির জন্য স্বেচ্ছাসেবী মনোভাব রাখতে হবে।
৭. কোন আইন লঙ্ঘনকারী কার্যকলাপে জড়িত থাকা যাবে না।
তাই আর দেরি না করে গুগল ফর্মটি পূরণ করুন- https://forms.gle/BUAwf36uqPRLrsKn9 এবং YSSE এর মেম্বার হিসেবে নিজেকে আলাদা করে গড়ে তুলুন।
Application Deadline: 10 June,2023