ইংরেজি সাহিত্যের যুগ গুলো মনে রাখার কৌশল দেখে নেওয়ার আগে এই সম্পর্কিত একটি গল্প জেনে নিব আমরা।

মনে রাখার জন্য একটি ছোট কাল্পনিক গল্প:  বয়স্ক ইংরেজ যুবকদের মধ্যে একটি বখাটে দল রেনা নামে   একটি মেয়েকে সবাই মিলে ভীষণ রকমের ভালবাসত। তাদের যত জল্পনা কল্পনা ছিল সব রেনাকে নিয়ে  কিন্তু রেনা ছিল অল্পবয়স্ক, রুপে , গুণে , মায়া, মমতায় পরিপূর্ণ রোমান্টিক একটি যুবতী মেয়ে । সে প্রায়ই পুরান ঢাকার ভিক্টরিয়া পার্কে  ঘুরতে যেত। সে ছিল খুব আধুনিক , আধুনিকতার নেশায় পরে সে যখন  পার্কে যেত তাকে দেখে বয়স্ক ইংরেজ বালকেরা   কল্পনায় তাকে রানী  ভাবত।  রেনাকে দেখলে   তাদের মনে হত দুনিয়া একটা রঙিন রংধনু। রঙিন দুনিয়ায় সকলের  একমাত্র লক্ষ্য রেনার   মত মেয়েকে জীবন সঙ্গী করা। বয়স্ক ইংরেজ যুবকের চোখ বন্ধ করলেই সবাই স্বয়নে স্বপনে দেখতো তারা রেনাকে নিয়ে এথায় সেথায় ঘুরে বেড়াচ্ছে। সআর  ভাবত রেনাকে বিয়ে করতে পারলেই জীবন সার্থক। রেনাও এগুলি দেখে খুব মজা  পেত। রেনা কখনোই এই বালকদের প্রেমে সাড়া   দেয়নি শুধু তাদের দেখে খোলা    চুলে, টোল পরা গালে মুচকি   হাসি দিয়েছে, নজর কেরেছে সকলের। রেনা দুষ্টু  একটা মেয়ে , প্রেমের জালে   বন্ধী   করেছে  বখাটে প্রেমিকদের। মজা নিয়েছে  আর প্রেমপত্র হিসাব নিকাশে ব্যস্ত থেকেছে। এটাইতো মজা, চেহারা সুন্দর হলে  যা হয় আরকি। ছেলেরা পিছে   পিছে ঘুরবে আর নিজেকে অনেক বেশি মূল্যবান মনে  হয়।  প্রেম পত্র পেলে রেনা খুশিতে আত্তহারা হয়ে যায়। 

 

হঠাৎ একদিন রেনা  যুবকদের   একে এক আলাদা করে রেনা চুপি চুপি একটা চিঠির খাম দিল আর বলল  যে,  ‘এটি এখন খুলবে না এবং কাউকে দেখাবে না’। ৮ দিন পরে ওটা নিয়ে আমাদের  বাড়িতে আসবে। বোকা যুবকের দল তাকে   এত ভালবাসত যে কেউ ওটা খুলেও দেখেনি যে  কি লেখা আছে চিঠিতে এমনকি কেউ কাউকে কারো   চিঠির কথা বলেও নি শুধু মনে  মনে আনন্দ অনুভব করেছে। চিঠির আনন্দে হৃদয়ে বসন্তের   হাওয়া লাগিয়েছে। ৮ দিন  পরে সবাই লুকিয়ে লুকিয়ে রেনাদের বাড়িতে গেল। রেনার বাড়িতে সেদিন জমকালো  আয়োজন ।  কেউ আর স্থির থাকতে পারল না ।  কৌতুহল নিয়ে চিঠি খুলে দেখল যে ,  ওটা চিঠি নয় রেনার ‘বিয়ের   কার্ড’ । বিয়ে ঠিক হল, যুবকেরা কেউ এটা জানে  না। এটি নিয়ে সবাই   মনের দুঃখে কান্না করতে করতে এক হল এবং   সকলে  সিন্ধন্ত নিল যে রেনাকে তারা আজীবন ভালবেসে যাবে।

ভালবাসা কখনোই মরে না। তাই তাদের   ভালবাসার স্মৃতি হিসেবে তৈরি করল একটি নতুন আধুনিক পার্ক। যা আধুনিকের   চেয়েও আধুনিক।

 

Old Englishরা মধ্যযুগে রিনাকে (RENA) নিয়ে Romantic Victoria পার্ক নির্মাণ করছিল যেটি এই Modern  যুগে  Postmodern যুগের এর  সমতুল্য।যা মূলত আট ভাগে বিভক্ত। 

 

  1. Old English= The Old English Period (450-1066)
  2. মধ্যযুগে= The Middle English Period. (1066-1500)

3.রিনাকে(RENA) = The Renaissance Period (1500-1660).

4.নিয়ে = The Neo-classical Period (1660-1785).

  1. Romantic= The Romantic Period (1798-1832)
  2. Victoria= The Victorian Period (1832-1901).
  3. Modern= The Modern Period (1901-1939)
  4. Post-modern=The Postmodern Period. (1939-……)

 

৮ ভাগের প্রকারভেদ।

  1. The Old English Period (450-1066) কোন ভাগ নেই
  2. The Middle period (1066-1500)
  3. a) Anglo Saxon-Norman Age (1066-1340)
  4. b) The age of Chaucer (1340-1400)
  5. c) The Barren age (1400-1480

মধ্যযুগে Anglo Norman নামে এক ছেলে এক সুন্দরীকে চর (Chaur) মেরে জীবন অন্ধকার  (Barren) করে দিয়েছিল।

Anglo Norman =Anglo Norman

চর (Chaur)=The age of Chaucer

অন্ধকার (Barren) =Barren age (অন্ধকার যুগ)

  1. The Renaissance Period (1500-1660).
  2. a) Elizabethan Age (1558-1603)
  3. b) Jacobean Age (1603-1625)
  4. c) Caroline Age (16251649)
  5. d) Commonwealth Age. (1649-1660)

মনে রাখার কৌশল: Eli-Ja এর Ca Co (কা কু) রিনাকে ভালবাসে কিন্তু রিনা তাকে পাত্তা দেয় না। (রিনা মানে রেনেঁসা যুগ)।

Eli =Elizabethan Age (1558-1603)

Ja =Jacobean Age (1603-1625)

কা Ca = Caroline Age (1625-1649)

কু Co = Commonwealth Age (1649-1660) .

  1. The Neo-Classical Period (1660-1785).

RAJ নাকি রানি কে নিয়ে Class এ প্রেম করছে ।

R=Restoration (1660-1700)

A=Augustann age বা The age of pope (1702-1745)

J=The age of Johnson বা the age of Sensibility (1745- 1798).

  1. The Romantic Period (1798-1832) কোন ভাগ নেই।
  2. The Victorian Period (1832-1901).
  3. a) Pre-Raphaelites (1848-1860).
  4. b) Aestheticism and Decadence (1880-1901).

Victoria পার্কে প্রাক-রাফায়েলীয় (Pre-Raphaelites), নান্দনিক সৌন্দর্য এবং ক্ষয়িষ্ণুতা (Aestheticism and Decadence) মনটা ভরে যায়।

  1. a) প্রাক-রাফায়েলীয় ( Pre-Raphaelites )=Pre-Raphaelites (1848-1860)
  2. b) নান্দনিক সৌন্দর্য এবং ক্ষয়িষ্ণুতা (Aestheticism and Decadence=Aestheticism and Decadence(1880-1901) .
  3. The Modern Period (1901-1939)
  4. a) E=Edwardian period (1901-1910)
  5. b) G=Georgian period (1910-1936)

আধুনিক যুগে সবই EG (Easy) কাজে বিজি Busy.

  1. a) E=Edwardian period
  2. b) G=Georgian period
  3. The Postmodern Period. (1939…)

 

Writer,

Jannatul Ferdous Mim 

Intern at Content Writing department, 

YSSE

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *