পালা বদলের এই সময়ে পুরো পৃথিবী যখন এগিয়ে যাচ্ছে তখন আপনি কেন পিছিয়ে থাকবেন? চাইলেই আপনি আপনার লুকায়িত দক্ষতার উদ্ভব ঘটাতে পারেন, পাশাপাশি সেই দক্ষতা গুলোকে শাণিত করতে পারেন। শিখতে পারেন নতুন সব বিষয, নিজেকে কর্মদক্ষ করে তুলতে পারেন প্রতিযোগিতা মূলক কর্মক্ষেত্রের মুখোমুখি হবার জন্য। এক্ষেত্রে আপনার কর্মদক্ষতা বৃদ্ধির জন্য, YSSE আছে আপনার পাশে।       

সময়টা যখন প্রতিযোগিতার তখন টিকে থাকার জন্য প্রয়োজন নিজের দক্ষতা বৃদ্ধির। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা এর পাশাপাশি সহ শিক্ষা মূলক কার্যক্রমে অংশগ্রহণ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। এক্ষেত্রে YSSE তে শিক্ষানবিশ হিসেবে যুক্ত হওয়া আপনার জন্য হবে ভালো একটি পদক্ষেপ। 

YSSE, একটি অলাভজনক যুব সংগঠন, তরুণদের সম্পূর্ণরূপে বিকাশ করতে, তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করতে, ২০১৫ সাল থেকে তাদের সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ সহ ২৮ টিরও বেশি দেশে YSSE তাদের সেবা বিস্তৃত করেছে। সারা বিশ্ব জুড়ে বেশ কিছু সচেতনতা কর্মসূচি এবং উদ্যোক্তা সম্মেলন আয়োজন করেছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো Bangladesh Youth Symposium, Social Entrepreneurship Summer, Startup Competition প্রভৃতি। 

ঠিক এই প্রোগ্রামগুলোর মতই প্রতি চার মাস পর পর YSSE আয়োজন করে ইন্টার্নশিপ প্রোগ্রাম। দক্ষতা বৃদ্ধি, অভিজ্ঞতা অর্জন, সফল ব্যক্তিবর্গের পরামর্শ ও মতামত পাওয়ার সুযোগ, আর সি ভি’টাকে মজবুত করার মতো সুযোগ করে দেয় এই ইন্টার্নশিপ প্রোগ্রাম। YSSE-তে মোট  টি বিভাগে ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। সেগুলো হলো:-

১) Admin & HR Department (এডমিন এবং এইচ আর ডিপার্টমেন্ট);

২) Operations Management Department (অপারেশনস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট);

৩) Content Writing Department (কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট);

৪) Communication Department (কমিউনিকেশন ডিপার্টমেন্ট);

৫) Marketing & PR Department (মার্কেটিং এবং পি আর ডিপার্টমেন্ট); 

৬) Business Development Department (বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট);

৭) Video Editing Department (ভিডিও এডিটিং ডিপার্টমেন্ট);

৮) Graphic Designing Department (গ্রাফিক্স ডিজাইনিং ডিপার্টমেন্ট)। 

একজন আবেদনকারী তার পছন্দ অনুযায়ী কেবল একটি ডিপার্টমেন্ট এ আবেদন করতে পারবেন। 

প্রোগ্রামের উদ্দেশ্য:

দক্ষতা উন্নয়ন: সদস্যদের তাদের নেতৃত্ব, উদ্যোক্তা এবং দলগত দক্ষতা বৃদ্ধির সুযোগ প্রদান করা

কমিউনিটি এনগেজমেন্ট: সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা করে এমন কমিউনিটি-ভিত্তিক প্রকল্পে সদস্যদের নিযুক্ত করা

নেটওয়ার্কিং: সহযোগিতা এবং জ্ঞান ভাগ করে নেওয়ার সুবিধার্থে সমমনা ব্যক্তি, পরামর্শদাতা এবং সংস্থাগুলির একটি সহায়ক নেটওয়ার্ক গড়ে তোলা

সামাজিক উদ্যোক্তাদের প্রচার: যুবকদের মধ্যে সামাজিক উন্নয়ন এবং উদ্যোক্তার মূল্যবোধের প্রচার করা, তাদের সম্প্রদায়ের ইতিবাচক পরিবর্তনের এজেন্ট হতে উৎসাহিত করা

YSSE প্রজেক্ট: ইন্টার্নরা YSSE এর সাথে বিভিন্ন উইংস এবং প্রজেক্টে কাজ করার সুবিধা পাবেন (YSSE IT, YSSE Academy, YSSE Shop, Charity Hub, Ek Mutho Ahar, Rental ইত্যাদি)

 

সুবিধাসমূহ:-

☞ যথাযথ জ্ঞান ও লুকায়িত দক্ষতা উদ্ভাবনের সুযোগ;

☞ বিনামূল্যে আত্ম-উন্নয়ন মূলক  কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ;

☞ দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে YSSE এর পরামর্শদাতাদের কাছ থেকে প্রয়োজনীয় নির্দেশনা;

☞ দরকারী ও প্রয়োজনীয় কোর্সসমূহ সম্পূর্ণ বিনামূল্যে করার সুযোগ;

☞ সফল ও অভিজ্ঞ পেশাদার ব্যক্তিদের সঙ্গে নেটওয়ার্ক তৈরি করার একটি অনন্য সুযোগ;

☞ সময় ব্যবস্থাপনা দক্ষতা, যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের দক্ষতার মতো গুণাবলী অর্জন;

☞ জনসম্মুখে কথা বলার গুণাবলি অর্জন;

☞ কাজের সন্তোষজনক উন্নতির উপর ভিত্তি করে মাসিক স্বীকৃতি লাভের সুযোগ;

☞ ইন্টার্নশিপ সফলভাবে সমাপ্তির পরে সার্টিফিকেট এবং সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে রেকোমেন্ডেশন লেটার অর্জনের সুযোগ। 

দায়িত্ব:

  • সোশ্যাল  মিডিয়া এবং অন্যান্য মিডিয়া  গুলিতে YSSE এর প্রচার করা।
  •  আপনার প্রতিষ্ঠানের বিভিন্ন ক্লাবে YSSE প্রচার করা।
  • ইভেন্ট এবং ব্যবস্থাপক প্রকল্পে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা।
  • দলের সাথে সঠিক যোগাযোগ বজায় রাখা।
  • প্রদত্ত কাজ সময়সীমার মধ্যে সম্পূর্ন করা।
  • বিভিন্ন দলের সাথে কাজ করা।

যোগ্যতাসমূহ:-

  • বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এবং কলেজ সমূহের ছাত্রছাত্রী
  • বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় দক্ষতা
  • শেখার প্রতি ইতিবাচক মানসিকতা
  • সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করতে আগ্রহী
  • মাইক্রোসফট অফিস স্যুটে ভালো জ্ঞান ও দক্ষতা (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট)
নির্বাচন বিবরণ:-
    • পদ: ইন্টার্ন
    • মেয়াদ: চার(৪) মাস
  • সাপ্তাহিক কার্যসময়: ২০ ঘন্টা
নির্বাচন প্রক্রিয়া:

পুরো প্রক্রিয়াটি অনলাইনে পরিচালিত হবে।

  • অনলাইনে আবেদন জমা দেওয়া: আপনার আবেদন ফর্ম YSSE ওয়েবসাইটে বা অন্যান্য নির্ধারিত প্ল্যাটফর্মে জমা দিতে হবে।
  • যোগ্যতা যাচাই: জমা দেওয়া আবেদন ফর্ম এবং সিভি পর্যালোচনা করে প্রার্থীদের বাছাই করা হবে।
  • বাছাই করা প্রার্থীদের অনলাইন সাক্ষাৎকার: শর্টলিস্টেড প্রার্থীদের সাথে অনলাইনে সাক্ষাৎকার নেওয়া হবে।
  • নির্বাচন: সাক্ষাৎকার এবং যোগ্যতার উপর ভিত্তি করে চূড়ান্ত নির্বাচন করা হবে।

তাহলে আর দেরি না করে এই ভার্চুয়াল ইন্টার্নশিপ প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। 

আবেদন করুন এখানে: 

Form Link:https://forms.gle/SsM3QMoeKZwnnWcB8

আবেদন জমার শেষ তারিখ: ৩০ এপ্রিল, ২০২৪। 

ইভেন্ট লিংক: https://www.facebook.com/share/VScFM4XT5xvsUeSR/?mibextid=oFDknk

আবেদন ফর্মটি সঠিক ভাবে পূরন করুন। আবেদন জমা দেয়ার পরে আপনাকে ইমেইলের মাধ্যমে আমাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।

এই সংক্রান্ত যেকোনো প্রশ্নে, নির্দ্বিধায় নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করুন: ০১৭৫২০২০৩৪০/ ০১৭১৬২২২৫৩৭/ ০১৭১৩১৪৩৭৩৯

আপনি আমাদের সাথে ইমেলেও যোগাযোগ করতে পারেন। 

ইমেইলের ঠিকানা:ysse.hrd@gmail.com

ফেসবুক লিঙ্ক:- https://www.facebook.com/YSSEGlobal

ওয়েবসাইট লিঙ্ক: 

https://ysseglobal.org

 

এরকম আরো ব্লগ পড়তে এখানে, ক্লিক করুন।

 

লেখক

খায়রুল ইসলাম শুভ

ইন্টার্ন, কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট 

YSSE

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *